ETV Bharat / state

Child Drowned in Pond : মামাবাড়ি ঘুরতে এসে জলে ডুবে মৃত্যু শিশুর - four year old girl child drowns in pond in gopalpur

পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল 4 বছরের শিশুর ৷ দিদির সঙ্গে স্নান করতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হয় পিউয়ের (Child Drowned in Pond) ৷

Child Drowned in a Pond
পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মৃত চার বছরের শিশুর
author img

By

Published : May 8, 2022, 9:38 PM IST

গোপালপুর, 8 মে : বেড়াতে এসে পুকুরে ডুবে মৃত্যু হল 4 বছরের শিশুর ৷ মৃতের নাম পিউ সয়ামি (4) ৷ রবিবার পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকার গোপালপুরের ঘটনা ৷ দিদির সঙ্গে স্নান করতে নেমে অসাবধানতা বশত ডুবে গিয়েছে পিউ এমনই ধারণা পরিবারের (Child Drowned in Pond) ৷

জানা গিয়েছে , গোপালপুরে মায়ের সঙ্গে রাজস্থান থেকে মামারবাড়ি ঘুরতে এসেছিল পিউ ৷ মামার বাড়ির সামনের পুকুরে স্নান করবে বলে সে বায়না ধরেছিল ৷ এদিন বাড়ির সকলে যখন কাজে ব্যস্ত সেইসময়েই দিদির সঙ্গে পুকুরে স্নান করতে যায় পিউ ৷ স্নান করতে নেমে অসাবধানতায় পুকুরে তলিয়ে যায় সে ৷ এদিকে বোনকে জলে তলিয়ে যেতে দেখে বাঁচাতে পুকুরপাড়ে থাকা ছোট জাল পুকুরে ফেলে দিদি ৷ বাঁচাতে না পেরে সে বোনের তলিয়ে যাওয়ার খবর পরিবারের অন্যান্য সদস্য ও পার্শ্ববর্তী লোকজনকে দেয় ৷ ঘটনার খবর পেয়ে যুদ্ধকালীন তৎপরতায় পিউ কে উদ্ধার করতে চেষ্টা করে স্থানীয় বাসিন্দারা । তারাও পুকুরে জাল ফেলে পিউকে খোঁজার চেষ্টা করে ৷

আরও পড়ুন : Three Daughter Death In Pond : পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু তিন বোনের

দীর্ঘক্ষন খোঁজা-খুঁজির পরেও পিউ এর কোনও হদিস না পেয়ে ডুবুরি ও পুলিশকে খবর দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ । পুলিশ এসে নিথর শিশুর দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। পিউয়ের মৃত্যুতে শোকস্তব্ধ এলাকা ।

গোপালপুর, 8 মে : বেড়াতে এসে পুকুরে ডুবে মৃত্যু হল 4 বছরের শিশুর ৷ মৃতের নাম পিউ সয়ামি (4) ৷ রবিবার পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকার গোপালপুরের ঘটনা ৷ দিদির সঙ্গে স্নান করতে নেমে অসাবধানতা বশত ডুবে গিয়েছে পিউ এমনই ধারণা পরিবারের (Child Drowned in Pond) ৷

জানা গিয়েছে , গোপালপুরে মায়ের সঙ্গে রাজস্থান থেকে মামারবাড়ি ঘুরতে এসেছিল পিউ ৷ মামার বাড়ির সামনের পুকুরে স্নান করবে বলে সে বায়না ধরেছিল ৷ এদিন বাড়ির সকলে যখন কাজে ব্যস্ত সেইসময়েই দিদির সঙ্গে পুকুরে স্নান করতে যায় পিউ ৷ স্নান করতে নেমে অসাবধানতায় পুকুরে তলিয়ে যায় সে ৷ এদিকে বোনকে জলে তলিয়ে যেতে দেখে বাঁচাতে পুকুরপাড়ে থাকা ছোট জাল পুকুরে ফেলে দিদি ৷ বাঁচাতে না পেরে সে বোনের তলিয়ে যাওয়ার খবর পরিবারের অন্যান্য সদস্য ও পার্শ্ববর্তী লোকজনকে দেয় ৷ ঘটনার খবর পেয়ে যুদ্ধকালীন তৎপরতায় পিউ কে উদ্ধার করতে চেষ্টা করে স্থানীয় বাসিন্দারা । তারাও পুকুরে জাল ফেলে পিউকে খোঁজার চেষ্টা করে ৷

আরও পড়ুন : Three Daughter Death In Pond : পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু তিন বোনের

দীর্ঘক্ষন খোঁজা-খুঁজির পরেও পিউ এর কোনও হদিস না পেয়ে ডুবুরি ও পুলিশকে খবর দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ । পুলিশ এসে নিথর শিশুর দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। পিউয়ের মৃত্যুতে শোকস্তব্ধ এলাকা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.