ETV Bharat / state

Police rescued the drug addicted boy : দীর্ঘদিন বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, মাদকাসক্ত ছেলেকে শিকলে বেঁধে রাখল পরিবার - family keep drug addicted boy in chains

বাড়িতে বসে চুরি এবং মাদকাসক্ত বালক। পরিবারের সম্মানার্থে 6 দিন তাই ছেলেকে শিকলে বেঁধে রাখল বাবা-মা (Family keep drug addicted boy in chains)। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলেকে উদ্ধার করল স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও পুলিশ (Police rescued the drug addicted boy)।

Police rescued the drug addicted boy
দীর্ঘদিন বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, মাদকাসক্ত ছেলেকে শিকলে বেঁধে রাখল পরিবার
author img

By

Published : Jan 10, 2022, 11:08 PM IST

মেদিনীপুর, 10 জানুয়ারি : করোনা মহামারীর জেরে দীর্ঘ সময় ধরে তালা শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে ৷ অনলাইনে পড়াশুনা কার্যত পরিণত হয়েছে প্রহসনে ৷ এই সময়কালে স্কুলছুটের তালিকাটা কম নয়, বরং দীর্ঘই ৷ দীর্ঘদিন শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে পড়াশুনা শিকেয় তুলে অসৎসঙ্গ কিংবা নেশাজাত দ্রব্যে আসক্তি হওয়ার ঘটনাও নতুন কিছু নয় ৷ এমনই এক ঘটনার সাক্ষী রইল মেদিনীপুর শহরের তলকুই এলাকা ৷ তবে ঘটনার পরিণতি হল মর্মান্তিক (Police rescued the drug addicted boy) ৷

বাড়িতে বসে চুরি এবং মাদকাসক্ত বালক। পরিবারের সম্মানার্থে 6দিন তাই ছেলেকে শিকলে বেঁধে রাখল বাবা-মা (Family keep drug addicted boy in chains)। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলেকে উদ্ধার করল স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও পুলিশ। পাঠানো হল পুনর্বাসন কেন্দ্রে। মেদিনীপুর শহরের তলকুই এলাকায় বাবুরাম সোরেন ও নগর সোরেনের ছেলে সনাতন সোরেন(15) সপ্তম শ্রেণির ছাত্র ৷ স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার দরুণ অসৎসঙ্গে মাদকাসক্ত হয়ে পড়ে সে ৷ মাদকের টাকা জোগাতেই বেছে নেয় চুরির পথ। টাকার জন্য পরিবারে অশান্তি লেগেই থাকত।

দীর্ঘদিন বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, মাদকাসক্ত ছেলেকে শিকলে বেঁধে রাখল পরিবার

আরও পড়ুন : Dowry Demand : পণের দাবিতে শিকলে বেঁধে মারধর, পুলিশের দ্বারস্থ অন্তঃসত্ত্বা

মাঝে কিছুদিন বিভিন্ন জায়গায় কাজের খোঁজে বেরিয়েছিল সনাতন । কিন্তু রাজমিস্ত্রির কাজে তার নেশাদ্রব্য কিছুতেই জোগাড় হচ্ছিল না ৷ তখন চুরির পথ বেছে নেয় সপ্তম শ্রেণির পড়ুয়া ৷ এই অবস্থায় নিরুপায় হয়ে বাবা-মা সনাতনকে শিকলে বেঁধে রাখার সিদ্ধান্ত নেয় ৷ খবর যায় প্রশাসনের কাছে ৷ পরবর্তীতে একটি স্বেচ্ছাসেবী সংস্থা সনাতনকে উদ্ধার করে । স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ফারুক মল্লিক বলেন, সনাতনের বয়স এখন অত্যন্ত কম। আমরা সবরকম ব্যবস্থা করব যাতে ওকে মাদকাসক্তি থেকে মুক্তি দেওয়া যায় এবং সুস্থভাবে সমাজে ফেরানো যায়।

মেদিনীপুর, 10 জানুয়ারি : করোনা মহামারীর জেরে দীর্ঘ সময় ধরে তালা শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে ৷ অনলাইনে পড়াশুনা কার্যত পরিণত হয়েছে প্রহসনে ৷ এই সময়কালে স্কুলছুটের তালিকাটা কম নয়, বরং দীর্ঘই ৷ দীর্ঘদিন শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে পড়াশুনা শিকেয় তুলে অসৎসঙ্গ কিংবা নেশাজাত দ্রব্যে আসক্তি হওয়ার ঘটনাও নতুন কিছু নয় ৷ এমনই এক ঘটনার সাক্ষী রইল মেদিনীপুর শহরের তলকুই এলাকা ৷ তবে ঘটনার পরিণতি হল মর্মান্তিক (Police rescued the drug addicted boy) ৷

বাড়িতে বসে চুরি এবং মাদকাসক্ত বালক। পরিবারের সম্মানার্থে 6দিন তাই ছেলেকে শিকলে বেঁধে রাখল বাবা-মা (Family keep drug addicted boy in chains)। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলেকে উদ্ধার করল স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও পুলিশ। পাঠানো হল পুনর্বাসন কেন্দ্রে। মেদিনীপুর শহরের তলকুই এলাকায় বাবুরাম সোরেন ও নগর সোরেনের ছেলে সনাতন সোরেন(15) সপ্তম শ্রেণির ছাত্র ৷ স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার দরুণ অসৎসঙ্গে মাদকাসক্ত হয়ে পড়ে সে ৷ মাদকের টাকা জোগাতেই বেছে নেয় চুরির পথ। টাকার জন্য পরিবারে অশান্তি লেগেই থাকত।

দীর্ঘদিন বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, মাদকাসক্ত ছেলেকে শিকলে বেঁধে রাখল পরিবার

আরও পড়ুন : Dowry Demand : পণের দাবিতে শিকলে বেঁধে মারধর, পুলিশের দ্বারস্থ অন্তঃসত্ত্বা

মাঝে কিছুদিন বিভিন্ন জায়গায় কাজের খোঁজে বেরিয়েছিল সনাতন । কিন্তু রাজমিস্ত্রির কাজে তার নেশাদ্রব্য কিছুতেই জোগাড় হচ্ছিল না ৷ তখন চুরির পথ বেছে নেয় সপ্তম শ্রেণির পড়ুয়া ৷ এই অবস্থায় নিরুপায় হয়ে বাবা-মা সনাতনকে শিকলে বেঁধে রাখার সিদ্ধান্ত নেয় ৷ খবর যায় প্রশাসনের কাছে ৷ পরবর্তীতে একটি স্বেচ্ছাসেবী সংস্থা সনাতনকে উদ্ধার করে । স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ফারুক মল্লিক বলেন, সনাতনের বয়স এখন অত্যন্ত কম। আমরা সবরকম ব্যবস্থা করব যাতে ওকে মাদকাসক্তি থেকে মুক্তি দেওয়া যায় এবং সুস্থভাবে সমাজে ফেরানো যায়।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.