ETV Bharat / state

ঘাটালে মৃত ব্যক্তির রেশন চুরিতে অভিযুক্ত ডিলার, খাদ্য দফতরে অভিযোগ

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার অজবনগর গ্রামের ঘটনা ৷ রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের সময় বিষয়টি মৃতের পরিবারের নজরে আসে ৷

family alleges that ration dealer used death person card for government food grain
ঘাটালে মৃত ব্যক্তির রেশন চুরি অভিযুক্ত ডিলার, খাদ্য দফতরে অভিযোগ
author img

By

Published : Jun 29, 2021, 10:17 PM IST

ঘাটাল, 29 জুন : মৃতের রেশন কার্ড ব্যবহার করে খাদ্যসামগ্রী নেওয়ায় অভিযুক্ত এক রেশন ডিলার ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ৷ বিষয়টি জানতে পেরে ঘাটাল মহকুমা খাদ্য বিভাগে কাছে রেশন কার্ড বাতিলের দাবি জানানো হল মৃতের পরিবারের তরফ থেকে ৷

জানা গিয়েছে, ঘাটাল থানার অজবনগর গ্রামের বাসিন্দা 64 বছরের গৌর মান্না 2016 সালের 25 ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৷ গৌরবাবু অবিবাহিত ছিলেন ৷ অভিযোগ, তার পর থেকে গৌরবাবুর রেশন কার্ড বাতিল করা হয়নি ৷ বরং ওই রেশন কার্ডে নিয়মিত খাদ্যসামগ্রী বরাদ্দ হয় ৷ আর তা আত্মসাৎ করেন সংশ্লিষ্ট রেশন ডিলার ৷

আরও পড়ুন : দুই গোষ্ঠীর লড়াইয়ে খড়্গপুরে চলল গুলি, ধৃত 1

গৌরবাবুর ভাইপো সুদীপ মান্নার অভিযোগ, কেন্দ্রীয় সরকারের এক দেশ, এক রেশন কার্ড প্রকল্পের জন্য রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণ চলছে ৷ সেই কাজ করাতে গিয়েই তাঁদের নজরে আসে বিষয়টি ৷ অথচ জেঠুর ডেথ সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত-সহ রেশন ডিলারের কাছে জমা দেওয়া হয় ৷ তার পরও কীভাবে রেশন কার্ড বাতিল হল না, সেই প্রশ্ন তুলেছেন সুদীপ মান্না ৷ তাই সোমবার ঘাটাল মহকুমা ফুড সাপ্লাই দফতরের ডিলারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন সুদীপ মান্না ।

ঘাটালে মৃত ব্যক্তির রেশন চুরি অভিযুক্ত ডিলার, খাদ্য দফতরে অভিযোগ

এদিকে অভিযুক্ত রেশন ডিলার মনোরঞ্জন ঘোষ দাবি, রেশন এলেও যখন স্টক মেলানো হয়, তখন খাদ্য দফতর থেকে বিষয়টি ঠিক করে নেওয়া হয় ৷ যতটা খাদ্যসামগ্রী থাকে সেই অনুযায়ী পরের মাসের বরাদ্দ হয় ৷ পুরোটাই যান্ত্রিক পদ্ধতিতে হয় ৷ এখানে দুর্নীতি করার কোনও জায়গা নেই ৷ অন্যদিকে খাদ্য দফতরের বক্তব্য, তারা অভিযোগ পেয়েছে ৷ পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছে ।

আরও পড়ুন : প্রণয়ঘটিত সম্পর্কের জের, জুতোর মালা পরিয়ে গৃহবধূকে গ্রাম ঘোরানো হল

ঘাটাল, 29 জুন : মৃতের রেশন কার্ড ব্যবহার করে খাদ্যসামগ্রী নেওয়ায় অভিযুক্ত এক রেশন ডিলার ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ৷ বিষয়টি জানতে পেরে ঘাটাল মহকুমা খাদ্য বিভাগে কাছে রেশন কার্ড বাতিলের দাবি জানানো হল মৃতের পরিবারের তরফ থেকে ৷

জানা গিয়েছে, ঘাটাল থানার অজবনগর গ্রামের বাসিন্দা 64 বছরের গৌর মান্না 2016 সালের 25 ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৷ গৌরবাবু অবিবাহিত ছিলেন ৷ অভিযোগ, তার পর থেকে গৌরবাবুর রেশন কার্ড বাতিল করা হয়নি ৷ বরং ওই রেশন কার্ডে নিয়মিত খাদ্যসামগ্রী বরাদ্দ হয় ৷ আর তা আত্মসাৎ করেন সংশ্লিষ্ট রেশন ডিলার ৷

আরও পড়ুন : দুই গোষ্ঠীর লড়াইয়ে খড়্গপুরে চলল গুলি, ধৃত 1

গৌরবাবুর ভাইপো সুদীপ মান্নার অভিযোগ, কেন্দ্রীয় সরকারের এক দেশ, এক রেশন কার্ড প্রকল্পের জন্য রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণ চলছে ৷ সেই কাজ করাতে গিয়েই তাঁদের নজরে আসে বিষয়টি ৷ অথচ জেঠুর ডেথ সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত-সহ রেশন ডিলারের কাছে জমা দেওয়া হয় ৷ তার পরও কীভাবে রেশন কার্ড বাতিল হল না, সেই প্রশ্ন তুলেছেন সুদীপ মান্না ৷ তাই সোমবার ঘাটাল মহকুমা ফুড সাপ্লাই দফতরের ডিলারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন সুদীপ মান্না ।

ঘাটালে মৃত ব্যক্তির রেশন চুরি অভিযুক্ত ডিলার, খাদ্য দফতরে অভিযোগ

এদিকে অভিযুক্ত রেশন ডিলার মনোরঞ্জন ঘোষ দাবি, রেশন এলেও যখন স্টক মেলানো হয়, তখন খাদ্য দফতর থেকে বিষয়টি ঠিক করে নেওয়া হয় ৷ যতটা খাদ্যসামগ্রী থাকে সেই অনুযায়ী পরের মাসের বরাদ্দ হয় ৷ পুরোটাই যান্ত্রিক পদ্ধতিতে হয় ৷ এখানে দুর্নীতি করার কোনও জায়গা নেই ৷ অন্যদিকে খাদ্য দফতরের বক্তব্য, তারা অভিযোগ পেয়েছে ৷ পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছে ।

আরও পড়ুন : প্রণয়ঘটিত সম্পর্কের জের, জুতোর মালা পরিয়ে গৃহবধূকে গ্রাম ঘোরানো হল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.