ঘাটাল, 29 জুন : মৃতের রেশন কার্ড ব্যবহার করে খাদ্যসামগ্রী নেওয়ায় অভিযুক্ত এক রেশন ডিলার ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ৷ বিষয়টি জানতে পেরে ঘাটাল মহকুমা খাদ্য বিভাগে কাছে রেশন কার্ড বাতিলের দাবি জানানো হল মৃতের পরিবারের তরফ থেকে ৷
জানা গিয়েছে, ঘাটাল থানার অজবনগর গ্রামের বাসিন্দা 64 বছরের গৌর মান্না 2016 সালের 25 ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৷ গৌরবাবু অবিবাহিত ছিলেন ৷ অভিযোগ, তার পর থেকে গৌরবাবুর রেশন কার্ড বাতিল করা হয়নি ৷ বরং ওই রেশন কার্ডে নিয়মিত খাদ্যসামগ্রী বরাদ্দ হয় ৷ আর তা আত্মসাৎ করেন সংশ্লিষ্ট রেশন ডিলার ৷
আরও পড়ুন : দুই গোষ্ঠীর লড়াইয়ে খড়্গপুরে চলল গুলি, ধৃত 1
গৌরবাবুর ভাইপো সুদীপ মান্নার অভিযোগ, কেন্দ্রীয় সরকারের এক দেশ, এক রেশন কার্ড প্রকল্পের জন্য রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণ চলছে ৷ সেই কাজ করাতে গিয়েই তাঁদের নজরে আসে বিষয়টি ৷ অথচ জেঠুর ডেথ সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত-সহ রেশন ডিলারের কাছে জমা দেওয়া হয় ৷ তার পরও কীভাবে রেশন কার্ড বাতিল হল না, সেই প্রশ্ন তুলেছেন সুদীপ মান্না ৷ তাই সোমবার ঘাটাল মহকুমা ফুড সাপ্লাই দফতরের ডিলারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন সুদীপ মান্না ।
এদিকে অভিযুক্ত রেশন ডিলার মনোরঞ্জন ঘোষ দাবি, রেশন এলেও যখন স্টক মেলানো হয়, তখন খাদ্য দফতর থেকে বিষয়টি ঠিক করে নেওয়া হয় ৷ যতটা খাদ্যসামগ্রী থাকে সেই অনুযায়ী পরের মাসের বরাদ্দ হয় ৷ পুরোটাই যান্ত্রিক পদ্ধতিতে হয় ৷ এখানে দুর্নীতি করার কোনও জায়গা নেই ৷ অন্যদিকে খাদ্য দফতরের বক্তব্য, তারা অভিযোগ পেয়েছে ৷ পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছে ।
আরও পড়ুন : প্রণয়ঘটিত সম্পর্কের জের, জুতোর মালা পরিয়ে গৃহবধূকে গ্রাম ঘোরানো হল