ETV Bharat / state

কেশপুরে বাজি তৈরির সময় বিস্ফোরণ, গুরুতর জখম 2 - কেশপুরে অবৈধ বাজির কারখানায় বিস্ফোরণ, গুরুতর জখম 2

আতসবাজি তৈরি করার সময় বিস্ফোরণ । ভস্মীভূত গোটা বাড়ি । জখম বাড়ির মালিক ও তাঁর স্ত্রী । ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের কেশপুরের ঘোষডিহা গ্রামের ।

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Sep 22, 2019, 9:49 PM IST

কেশপুর, 22 সেপ্টেম্বর : আতসবাজি তৈরির সময় বিস্ফোরণে ভস্মীভূত একটি বাড়ি । জখম বাড়ির মালিক ও তাঁর স্ত্রী । ঘটনাটি কেশপুরের ঘোষডিহা গ্রামের । ওই বাড়িতে অবৈধভাবে প্রায় 15 বছর ধরে আতসবাজি তৈরি হচ্ছিল বলে জানা গেছে । জখম দু'জনকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে । ঘটনার তদন্তে কেশপুর থানার পুলিশ ।

প্রায় 15 বছর ধরে ঘোষডিহা গ্রামে নিজের বাড়িতেই আতসবাজি তৈরি করছিলেন হারাধন গায়েন । আজ দুপুর 3টে নাগাদ সেই বাড়ি থেকেই বিস্ফোরণের শব্দ শুনতে পান আশপাশের বাসিন্দারা। সেখানে গিয়ে অগ্নিদগ্ধ অবস্থায় হারাধনবাবু ও তাঁর স্ত্রী অর্চনা গায়েনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাঁরা । আগুন নেভানোরও চেষ্টা করেন । আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়িটি ভস্মীভূত হয়ে যায় । ভেঙে পড়ে বাড়ির এক পাশের দেওয়ালও ।

বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের এলাকা কেঁপে ওঠে । উড়ে যায় হারাধনবাবুর বাড়ির ছাদ । তাহলে সেখানে কি শুধু আতসবাজি তৈরি হত ? না কি অন্য কোনও কারণে বিস্ফোরণ ? খতিয়ে দেখছে পুলিশ ৷

কেশপুর, 22 সেপ্টেম্বর : আতসবাজি তৈরির সময় বিস্ফোরণে ভস্মীভূত একটি বাড়ি । জখম বাড়ির মালিক ও তাঁর স্ত্রী । ঘটনাটি কেশপুরের ঘোষডিহা গ্রামের । ওই বাড়িতে অবৈধভাবে প্রায় 15 বছর ধরে আতসবাজি তৈরি হচ্ছিল বলে জানা গেছে । জখম দু'জনকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে । ঘটনার তদন্তে কেশপুর থানার পুলিশ ।

প্রায় 15 বছর ধরে ঘোষডিহা গ্রামে নিজের বাড়িতেই আতসবাজি তৈরি করছিলেন হারাধন গায়েন । আজ দুপুর 3টে নাগাদ সেই বাড়ি থেকেই বিস্ফোরণের শব্দ শুনতে পান আশপাশের বাসিন্দারা। সেখানে গিয়ে অগ্নিদগ্ধ অবস্থায় হারাধনবাবু ও তাঁর স্ত্রী অর্চনা গায়েনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাঁরা । আগুন নেভানোরও চেষ্টা করেন । আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়িটি ভস্মীভূত হয়ে যায় । ভেঙে পড়ে বাড়ির এক পাশের দেওয়ালও ।

বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের এলাকা কেঁপে ওঠে । উড়ে যায় হারাধনবাবুর বাড়ির ছাদ । তাহলে সেখানে কি শুধু আতসবাজি তৈরি হত ? না কি অন্য কোনও কারণে বিস্ফোরণ ? খতিয়ে দেখছে পুলিশ ৷

Intro:ফের বোমা বিস্ফোরণ মেদিনীপুরে, এবারে বোমা বিস্ফোরণের স্থান কেশপুরের ঘোষডিহা গ্রাম , হারাধন গায়েনের বাড়িতে এই বোমা বিস্ফোরণের ফলে আহত হন হারাধন গায়েন এবং তার স্ত্রী দু'জনকেই কলকাতায় পাঠানো হয় এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য আতঙ্কে গোটা গ্রাম
Body:ফের বোমা বিস্ফোরণ মেদিনীপুরে, এবারে বোমা বিস্ফোরণের স্থান কেশপুরের ঘোষডিহা গ্রাম , হারাধন গায়েনের বাড়িতে এই বোমা বিস্ফোরণের ফলে আহত হন হারাধন গায়েন এবং তার স্ত্রী দু'জনকেই কলকাতায় পাঠানো হয় এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য আতঙ্কে গোটা গ্রাম

ঘটনা সূত্রে জানা যায় কেশপুরের পঞ্চমী থেকে 15 কিলোমিটার ভেতরে রয়েছে ঘোষডিহা গ্রাম l এই গ্রামে গত 15 বছর ধরে আতশবাজি ও শব্দবাজির তৈরি করতো হারাধন গায়েন l পূজোর প্রাক্কালে এবারেও এই বোমা তৈরি করছিল l সেই সময় তার ঘরে ছিল সে নিজে এবং তার স্ত্রী অর্চনা গায়েন l দুপুর তিনটে নাগাদ কোন কারনে বোমার বিস্ফোরণ ঘটে যায় তার বাড়িতে আর এই ঘটনায় গোটা বাড়ি পুড়ে ধ্বংস হয়ে যায় l পুড়ে যায় কয়েকটি মোটরবাইক ,একটি ধানকল মেশিন সহ যাবতীয় আসবাবপত্র l এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় হারাধন গায়েন ও তাঁর স্ত্রী কে প্রথমে মেদিনীপুর মেডিকেল কলেজের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় পরবর্তীকালে অবস্থা খারাপ হওয়ায় তাকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় তার পরিবার পরিজনেরা l এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা নামে এবং তার বাড়ির আগুন নিভিয়ে ফেলার চেষ্টা করে l কয়েক ঘণ্টার চেষ্টায় এলাকাবাসী আগুন নিজেদের আয়ত্তে আনে l পরবর্তীকালে পুলিশ-প্রশাসন পরিস্থিতি আয়ত্তে আনে l তবে আতশবাজি থেকে বিস্ফোরণ না অন্য কোনো কারণ ছিল সে বিষয়ে খোঁজখবর চালাচ্ছে কেশপুর থানার পুলিশ l পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মতে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের কয়েকটি বাড়ি ভূমিকম্পের মতন কেঁপে উঠে l ভেঙে পড়ে তাদের বাড়ির দেওয়াল এবং উড়ে যায় বাড়ির ছাদ আতঙ্কে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দেয় l পরবর্তীকালে ঘটনা দেখে তারা দৌড়ে আসে এবং আগুন নেভানোর চেষ্টা করে l প্রতিবেশী জোসনা ভূঁইয়া জানায় সে তার বৌমা ও নাতি-নাতনি নিয়ে দুপুরবেলা ঘুমোচ্ছিলেন বাড়িতে ,হঠাৎ বিকট আওয়াজে দৌড়ে বেরিয়ে আসেন এবং দেখেন দেওয়াল কাঁপছে ,ছাদ ভেঙে পড়ছে এই ঘটনায় আতঙ্কিত হয়ে তারা বাড়ি থেকে দৌড়োদৌড়ি লাগিয়ে দেয় l বিশেষ করে ওই বিস্ফোরণের আগুন লাগে তাদের বাড়িতে l তাই আতঙ্কিত হওয়ার পাশাপাশি এখনো পর্যন্ত নিজেকে শান্ত করতে পারছেন না তারা l অপর এক প্রতিবেশি সুনিতা ভুঁইয়া জানায় দুপুরবেলা নাগাদ বিকট আওয়াজ হয় মনে হয় যেন ভূমিকম্প হয়েছে l পরবর্তীকালে দেখি বাড়ির আসবেস্টর ভেঙেচুরে যায় l আমরা দৌড়ে বাড়ি থেকে বেরিয়েছি l ছেলেমেয়েদের দূরত্বে নিয়ে যাবার চেষ্টা করি এবং আগুনের হল্কা আমাদের গায়ে লেগেছে l আমরা আতঙ্কিত l যদিও পরবর্তীকালে স্থানীয় বাসিন্দা সহ এলাকার মানুষ উদ্ধারকাজে নামেন এবং দিনের আলো থাকতে থাকতে তারা নিভিয়ে ফেলেন lConclusion:ফের বোমা বিস্ফোরণ মেদিনীপুরে, এবারে বোমা বিস্ফোরণের স্থান কেশপুরের ঘোষডিহা গ্রাম , হারাধন গায়েনের বাড়িতে এই বোমা বিস্ফোরণের ফলে আহত হন হারাধন গায়েন এবং তার স্ত্রী দু'জনকেই কলকাতায় পাঠানো হয় এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য আতঙ্কে গোটা গ্রাম

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.