ETV Bharat / state

আরএসএস-এর প্রোডাক্ট মমতা শিল্পের নামে সৌরভ-আবেগকে ব্যবহার করছেন, অভিযোগ মীনাক্ষীর

DYFI Insaaf Yatra: আগামী 7 জানুয়ারি ব্রিগেডে সমাবেশ করবে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই ৷ তার আগে সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যজুড়ে চলছে ইনসাফ যাত্রা ৷ সেই যাত্রা নিয়ে মেদিনীপুর শহরে এসে শালবনিতে শিল্পায়ন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন তিনি ৷

Minakshi Mukherjee Slams Mamata Banerjee
Minakshi Mukherjee Slams Mamata Banerjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 6, 2023, 4:39 PM IST

Updated : Dec 6, 2023, 5:08 PM IST

শিল্পায়ন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের

মেদিনীপুর, 6 ডিসেম্বর: শিল্পায়ন হবে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে সেই শিল্পায়ন বাস্তবায়িত হবে ৷ গত সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের স্পেন সফরের সময় এই বিষয়টি সামনে আসে ৷ কিন্তু ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্য, সৌরভকে দিয়ে এই শিল্পায়নের দাবি ভিত্তিহীন ৷ তাঁর বক্তব্য, মহারাজের প্রতি বাঙালির আবেগকে ব্যবহার করতে চাইছেন মুখ্যমন্ত্রী ৷ তাই রাজ্য সরকারের প্রতি সিপিএমের এই যুবনেত্রীর হুঁশিয়ারি, ‘‘সৌরভ গঙ্গোপাধ্যায়কে যদি আবেগ (ইমোশন) হিসেবে ব্যবহার করতে চাইছেন, ভুল করছেন ৷ পশ্চিমবঙ্গের মানুষ ইমোশন বোঝে ৷’’

রাজ্যজুড়ে ইনসাফ যাত্রায় বেরিয়েছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই ৷ সেই যাত্রা 33তম দিনে এসে পৌঁছয় পশ্চিম মেদিনীপুরের সদর শহর মেদিনীপুরে ৷ মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের পঞ্চুর চকে রবীন্দ্র মূর্তির পাদদেশে একটি ইনসাফ সভার আয়োজনও করা হয় । সেই সভায় বক্তব্য রাখেন মীনাক্ষী মুখোপাধ্যায় । বক্তব্য রাখতে গিয়ে তিনি কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারকে তুলোধনা করেন । পাশাপাশি আগামী 7 জানুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের জনসমাবেশে যোগ দেওয়ার জন্য সাধারণ মানুষকেও আহ্বান জানান তিনি ৷

DYFI Insaaf Yatra
মেদিনীপুর শহরে ডিওয়াইএফআই-এর ইনসাফ সভা

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্ষী বলেন, ‘‘শালবনিতে তো শিল্পের গলা টিপে মেরে দিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি আরএসএস-এর প্রোডাক্ট । এই জঙ্গলমহলের মাটিতেই তো একাংশের মিডিয়া, বাইরে থেকে টাকা, রাজনাথ সিং, লকেট চট্টোপাধ্যায়, বিজেপির নেতা, কিছু বুদ্ধিজীবীরা এবং কিছু সমাজসেবীরা যাঁরা আসলে মুখোশটা পরে থাকেন, যাঁরা কর্পোরেটদের পয়সায় চলেন, তাঁরা এখানে এসে মাটি খুঁড়েছিলেন, চাষ করেছিলেন ৷ তার ফলে গাছ বেরিয়েছে ৷ নাম মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যিনি আরএসএস-এর প্রোডাক্ট । ওরা হিন্দুধর্মকে গুরুত্ব দেয়, এরা মুসলিম ধর্মকে গুরুত্ব দিচ্ছে ।’’

DYFI Insaaf Yatra
মেদিনীপুর শহরে ডিওয়াইএফআই-এর ইনসাফ সভা

তিনি আরও বলেন, ‘‘আসলে এই সরকার শিল্পেও জটিলতা তৈরি করে রেখেছে, যেমন চাকরিতেও জটিলতা তৈরি করে রেখেছে । এই সরকার ফেল করে গিয়েছে৷ এই সরকার অপদার্থ ৷ এদের দ্বারা শিল্প তৈরি হবে না । লাশ পড়ে আছে পশ্চিমবঙ্গে শিল্পের ৷ এখানে কোনও বিনিয়োগকারী আসবেন না ।’’

DYFI Insaaf Yatra
মেদিনীপুর শহরে ডিওয়াইএফআই-এর ইনসাফ সভা

ডিওয়াইএফআই-এর ইনসাফ যাত্রা কোচবিহার থেকে শুরু হয়েছে ৷ তা শেষ হবে কলকাতায় ৷ তার পরই 7 জানুয়ারি ব্রিগেড সমাবেশের আয়োজন করা হয়েছে ৷ তাই 33তম দিনে মেদিনীপুরে এসে পৌঁছানোর পর বুধবার 34তম দিনে ওই শহর থেকে ইনসাফ যাত্রা পূর্ব মেদিনীপুরের উদ্দেশে রওনা দেয় ৷

আরও পড়ুন:

কলকাতায় শাহের সভার দিনই মীনাক্ষীর ইনসাফ যাত্রা পৌঁছল আসানসোল

'চুরি করেছে, দুর্নীতিতে যুক্ত তাই সিবিআই ডেকেছে', অভিষেক প্রসঙ্গে কটাক্ষ মীনাক্ষীর

মীনাক্ষীই মুখ! ক্যাপ্টেনের ডাকে এবার ব্রিগেড ভরাবে বাম ছাত্র-যুবরা

শিল্পায়ন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের

মেদিনীপুর, 6 ডিসেম্বর: শিল্পায়ন হবে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে সেই শিল্পায়ন বাস্তবায়িত হবে ৷ গত সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের স্পেন সফরের সময় এই বিষয়টি সামনে আসে ৷ কিন্তু ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্য, সৌরভকে দিয়ে এই শিল্পায়নের দাবি ভিত্তিহীন ৷ তাঁর বক্তব্য, মহারাজের প্রতি বাঙালির আবেগকে ব্যবহার করতে চাইছেন মুখ্যমন্ত্রী ৷ তাই রাজ্য সরকারের প্রতি সিপিএমের এই যুবনেত্রীর হুঁশিয়ারি, ‘‘সৌরভ গঙ্গোপাধ্যায়কে যদি আবেগ (ইমোশন) হিসেবে ব্যবহার করতে চাইছেন, ভুল করছেন ৷ পশ্চিমবঙ্গের মানুষ ইমোশন বোঝে ৷’’

রাজ্যজুড়ে ইনসাফ যাত্রায় বেরিয়েছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই ৷ সেই যাত্রা 33তম দিনে এসে পৌঁছয় পশ্চিম মেদিনীপুরের সদর শহর মেদিনীপুরে ৷ মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের পঞ্চুর চকে রবীন্দ্র মূর্তির পাদদেশে একটি ইনসাফ সভার আয়োজনও করা হয় । সেই সভায় বক্তব্য রাখেন মীনাক্ষী মুখোপাধ্যায় । বক্তব্য রাখতে গিয়ে তিনি কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারকে তুলোধনা করেন । পাশাপাশি আগামী 7 জানুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের জনসমাবেশে যোগ দেওয়ার জন্য সাধারণ মানুষকেও আহ্বান জানান তিনি ৷

DYFI Insaaf Yatra
মেদিনীপুর শহরে ডিওয়াইএফআই-এর ইনসাফ সভা

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্ষী বলেন, ‘‘শালবনিতে তো শিল্পের গলা টিপে মেরে দিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি আরএসএস-এর প্রোডাক্ট । এই জঙ্গলমহলের মাটিতেই তো একাংশের মিডিয়া, বাইরে থেকে টাকা, রাজনাথ সিং, লকেট চট্টোপাধ্যায়, বিজেপির নেতা, কিছু বুদ্ধিজীবীরা এবং কিছু সমাজসেবীরা যাঁরা আসলে মুখোশটা পরে থাকেন, যাঁরা কর্পোরেটদের পয়সায় চলেন, তাঁরা এখানে এসে মাটি খুঁড়েছিলেন, চাষ করেছিলেন ৷ তার ফলে গাছ বেরিয়েছে ৷ নাম মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যিনি আরএসএস-এর প্রোডাক্ট । ওরা হিন্দুধর্মকে গুরুত্ব দেয়, এরা মুসলিম ধর্মকে গুরুত্ব দিচ্ছে ।’’

DYFI Insaaf Yatra
মেদিনীপুর শহরে ডিওয়াইএফআই-এর ইনসাফ সভা

তিনি আরও বলেন, ‘‘আসলে এই সরকার শিল্পেও জটিলতা তৈরি করে রেখেছে, যেমন চাকরিতেও জটিলতা তৈরি করে রেখেছে । এই সরকার ফেল করে গিয়েছে৷ এই সরকার অপদার্থ ৷ এদের দ্বারা শিল্প তৈরি হবে না । লাশ পড়ে আছে পশ্চিমবঙ্গে শিল্পের ৷ এখানে কোনও বিনিয়োগকারী আসবেন না ।’’

DYFI Insaaf Yatra
মেদিনীপুর শহরে ডিওয়াইএফআই-এর ইনসাফ সভা

ডিওয়াইএফআই-এর ইনসাফ যাত্রা কোচবিহার থেকে শুরু হয়েছে ৷ তা শেষ হবে কলকাতায় ৷ তার পরই 7 জানুয়ারি ব্রিগেড সমাবেশের আয়োজন করা হয়েছে ৷ তাই 33তম দিনে মেদিনীপুরে এসে পৌঁছানোর পর বুধবার 34তম দিনে ওই শহর থেকে ইনসাফ যাত্রা পূর্ব মেদিনীপুরের উদ্দেশে রওনা দেয় ৷

আরও পড়ুন:

কলকাতায় শাহের সভার দিনই মীনাক্ষীর ইনসাফ যাত্রা পৌঁছল আসানসোল

'চুরি করেছে, দুর্নীতিতে যুক্ত তাই সিবিআই ডেকেছে', অভিষেক প্রসঙ্গে কটাক্ষ মীনাক্ষীর

মীনাক্ষীই মুখ! ক্যাপ্টেনের ডাকে এবার ব্রিগেড ভরাবে বাম ছাত্র-যুবরা

Last Updated : Dec 6, 2023, 5:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.