পিংলা, 27 জানুয়ারি : নাবালিকাকে ধারালো অস্ত্রের কোপ ৷ দোষীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের পিংলার বলিশ্বরপুরে (Pingla News) ৷ গুরুতর আহত অবস্থায় নাবালিকাকে প্রথমে পিংলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷
বুধবার রাতে সার্কাস দেখে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ফিরছিল পিংলার বলিশ্বরপুরের বাসিন্দা তথা পিংলা বালিকা বিদ্যালয়ে ছাত্রী বছর ষোলোর আসমা খাতুন ৷ সেই সময় একটি মারুতি ভ্যানে করে এসে কয়েকজন যুবক তার পথ আটকায় । কিছু বুঝে ওঠার আগেই নাবালিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে তারা ৷ এই ঘটনা দেখে পরিবারের লোকেরা চিৎকার শুরু করলে অভিযুক্তরা পালিয়ে যায় ৷ এরপর স্থানীয়দের তৎপরতায় আশঙ্কাজনক অবস্থায় ওই নাবালিকাকে হাসপাতালে ভর্তি করা হয় ৷
পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক মুস্তাফা খান পিংলার খিরাই এলাকার বাসিন্দা ৷ বিবাহিত হওয়া সত্ত্বেও বারবার নাবালিকাকে উত্যক্ত করত ও বিয়ের প্রস্তাব দিত ৷ নাবালিকার পরিবার তা নাকচ করে দেওয়ায় সেই ক্ষোভে বন্ধুবান্ধব নিয়ে এই ঘটনা ঘটায় অভিযুক্ত ৷
বৃহস্পতিবার সকালে ওই অভিযুক্তদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে তীব্র বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পিংলা থানার পুলিশের সঙ্গেও বাদানুবাদে জড়িয়ে পড়েন এলাকাবাসীরা । তাঁদের বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত ওই যুবক-সহ বাকিদের গ্রেফতার না করা হয়, ততক্ষণ পর্যন্ত চলবে এই বিক্ষোভ অবরোধ ৷ এর জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কজুড়ে ।
আরও পড়ুন : Kharagpur Murder Case : মাকে বাঁচাতে গিয়ে বাবার হাতে খুন ছেলে !