মেদিনীপুর 1 এপ্রিল : পঞ্চায়েত নির্বাচন সামনেই ৷ তার আগে চলবে টানা দুয়ারে সরকার কর্মসূচি ৷ মাসের প্রথমে শুরু হয়ে যা চলবে আগামী 20 তারিখ পর্যন্ত। আর এই কর্মসূচির জন্য নেওয়া হয়েছে এলাকার একাধিক স্কুল ৷ আর সেখানেই শুরু হয়েছে নতুন বিতর্ক ৷ যে সব স্কুল দুয়ারে সরকারের ক্য়াম্প করার জন্য় নেওয়া হয়েছে সেখানে, পরীক্ষা চলছে বলে জানা গিয়েছে। চলছে নিয়মিত ক্লাসও ৷ পরীক্ষার মধ্য়েই কীভাবে স্কুলে দুয়ারে সরকারের প্রকল্প চলবে তা নিয়ে অবশ্য় নীরব জেলা প্রশাসন ৷
সামনেই কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট ৷ তার আগে বিভিন্ন ইস্য়ুতে কার্যত কোণঠাসা রাজ্য়ের শাসকদল ৷ সেই ঘায়ে মলম লাগাতে এবার দুয়ারে সরকারকেই হাতিয়ার করতে চাইছে তৃণমূল ৷ চলতি মাসের শুরু থেকেই দুয়ারে সরকারের শিবির শুরু হবে রাজ্য় জুড়ে ৷ সেই মর্মে জেলায় জেলায় স্কুলগুলিকে নেওয়া হচ্ছে ৷ তেমনই পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল এবং মেদিনীপুর শহরের বিভিন্ন স্কুলে শিবির বসছে ৷ কিন্তু যেখানে স্কুলে নিয়মিত ক্লাস হচ্ছে এবং পরীক্ষা চলছে সেখানে কীভাবে ক্যাম্প বসছে ? যদিও এর উত্তর নেই প্রশাসনের কাছে। প্রশাসনের অবশ্য় পালটা দাবি, দুয়ারে সরকারের ক্যাম্পের ফলে স্কুল পড়ুয়াদের কোনও সমস্যা হচ্ছে না। অন্য়দিকে, স্কুলে এই ক্য়াম্প বসা নিয়ে কোনও রকম অভিযোগ করতে নারাজ শিক্ষিকা-সহ পড়ুয়ারা।
কোভিড বিপর্যয় মানুষের জীবনযাপন নষ্ট যেমন করেছে তেমনি পড়াশোনারও ব্যাপক ক্ষতি করেছে। প্রায় দু'বছর ঘরবন্দি ছিল ছাত্র-ছাত্রীরা। কোভিড পরবর্তী সময়ে স্কুলমুখী হয়েও বাধা হয়ে দাঁড়াচ্ছে খোদ রাজ্য় সরকারি কর্মসূচি। রাজ্যের অন্য়ান্য় এলাকার সঙ্গে পশ্চিম মেদিনীপুর শহরেও এমন বেশ কিছু স্কুল দেখা গিয়েছে। আর এই ঘটনায় মুখে কুলুপ এঁটেছে পড়ুয়া-সহ শিক্ষিকারাও। এদিন অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বিদ্যালয়ে বসেছিল দুয়ারে সরকারের ক্যাম্প। আর সেই শিবিরে সুযোগ-সুবিধা নিতে এবং অভাব অভিযোগ জানাতে এসেছিলেন ওয়ার্ডের প্রচুর মানুষ।
অন্য়দিকে, ক্যাম্পে অভাব অভিযোগ সঠিক ভাবে লিপিবদ্ধ হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে উপস্থিত হয়েছিলেন খোদ জেলার জেলাশাসক খুরশেদ আলি কাদেরী এবং পুলিশ সুপার ধৃতিমান সরকার ৷ স্কুল সচল থাকায় কেন স্কুলের মধ্যে দুয়ারে সরকারের ক্যাম্প তা নিয়েই উঠছে প্রশ্ন। এলাকাবাসীর একাংশ প্রশ্ন তুলছে, পড়াশোনার ব্যাঘাত ঘটিয়ে স্কুলের ভিতরে এই ক্যাম্প করার কি প্রয়োজনীয়তা ছিল? পাশাপাশি স্কুল ছাড়া অন্য জায়গায় কেন ক্যাম্প করা হল না তা নিয়েও প্রশ্ন উঠছে ৷ যদিও এই প্রশ্নের উত্তর জেলা প্রশাসনের কেউই দিতে রাজি হয়নি। পড়ুয়া, শিক্ষিকার পাশাপাশি প্রশাসনের কর্তারাও এড়িয়ে গিয়েছে প্রশ্ন।
আরও পড়ুন: আজ থেকে চালু দুয়ারে সরকার কর্মসূচি, মিলবে বিধবা ভাতা-সহ চারটি নতুন পরিষেবা
অন্য়দিকে, স্কুলগুলিতে দেখা গেল দরজা বন্ধ করে ক্লাস চালাতে। যদিও অভিযোগের উত্তরে জেলাশাসক খুরশেদ আলি কাদেরী বলেন, "আমাদের ক্যাম্প মূলত চলছে স্কুলের বাইরে। যে ঘরগুলোতে ক্লাস হচ্ছে সেই সেই ঘরে আমাদের ক্যাম্প করা হয়নি। আর এর জন্য স্কুলের পড়াশোনার কোনও ক্ষতি হচ্ছে না ৷" একই উত্তর দিয়েছেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ৷ তিনি বলেন, "দুয়ারে ক্যাম্পে পড়াশোনার ক্ষতি হয়নি ৷" অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষিকা সুজাতা গোস্বামী বলেন, "দুয়ারে ক্যাম্প হলে আমরা অন্যরুমে পড়ুয়াদের পাঠিয়ে ক্লাস করাচ্ছি । যদিও পরীক্ষা এখনও শুরু হয়নি। তবে আগামী চার তারিখ থেকে পরীক্ষা শুরু হলে আমরা শিফটিং করিয়ে নেব।"