চন্দ্রকোণা 3 সেপ্টেম্বর : দুর্ঘটনায় পরিবারের দুই কর্তার মৃত্যুতে দিশেহারা পরিবারে সরকারি প্রকল্পের ফর্ম নিয়ে হাজির স্বয়ং বিডিও (BDO) । দিন আনা দিন খাওয়া মৃত জিতেন পূজারী ও কার্তিক নায়েকের পরিবারের সদস্যদের সরকারি প্রকল্পের সুবিধা-সহ পোশাক, খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করলেন তিনি। বিডিওর এই কাজে এলাকাবাসীরা সাধুবাদ জানিয়েছেন।
সরকারি প্রকল্পের ফর্ম হাতে দুয়ারে বিডিও। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় 5 মার্চ পথ দুর্ঘটনায় মারা গিয়েছিল জিতেন পূজারী ও কার্তিক নায়েক। পরিবারের দুই কর্তার মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েন দিন আনা দিন খাওয়া মৃত জিতেন ও কার্তিকের পরিবারের সদস্যরা। মুখ ফিরিয়েছিল আত্মীয় পরিজনেরাও।
আরও পড়ুন : Doctor Suicide : রাজ্যের বদলি নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলে আত্মঘাতী চিকিৎসক
রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিতও হয়েছিলেন তাঁরা। গতকাল দুপুরে এই খবর গিয়ে পৌঁছায় চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও অমিত ঘোষের কাছে ৷ দেরি না করে ওইদিন বিকেলে তিনি ও যুগ্ম বিডিও অভিজিৎ পাড়িয়া পৌঁছে যান মৃত জীতেনের স্ত্রী বাসন্তী ও মৃত কার্তিকের স্ত্রী বাবলির কাছে। সঙ্গে নিয়ে যান রাজ্য সরকারের একাধিক প্রকল্পের ফর্ম। পরিবারের সঙ্গে কথা বলে এবং সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে বাড়িতে বসেই স্বাস্থ্যসাথী ও লক্ষীর ভাণ্ডারের ফর্ম ফিলআপ করিয়ে নিয়ে যান তাঁরা।
পাশাপাশি ওই পরিবারের হাতে তাঁরা পোশাক-সহ বিভিন্ন খাদ্যসামগ্রীও তুলে দেন ৷ বিডিও অমিত ঘোষ বলেন, "আমরা যখন জানতে পারি এই ব্লকে দু‘টি পরিবার চরম সমস্যায় রয়েছে ৷ সরকারি সুবিধা থেকে তারা বঞ্চিত। তখন সরকারি নিয়ম নেমে তাঁদের পরিষেবা দিতে আমাদের বাড়িতে আসা ৷ এটাই আমার কাজ। ভবিষ্যতেও এই পরিবারের পাশে থাকব। যোগাযোগের জন্য ফোন নম্বরও দেওয়া হয়েছে ।"
আরও পড়ুন : Covid Vaccine : করোনার টিকাকরণ কেন্দ্রে দিলীপ, ডিসেম্বরের মধ্যে সকলকে দু’টি ডোজ দেওয়ার আশ্বাস
অন্যদিকে বিডিওর আসা ও সরকারি সুযোগ-সুবিধা পেয়ে বাবলি ও বাসন্তী জানান, তাঁরা দুয়ারের সরকারের কথা জানতেনই না। কারণ তাঁদের কেউ জানাননি। কোনও রাজনৈতিক দলও এবিষয়ে কিছু বলেনি।
বিডিওর এই বাড়িতে এসে ফর্ম ফিলআপ করিয়ে নেওয়ায় সরকারি সরকারি সুবিধা পাবার আশায় বুক বেঁধেছে অসহায় এই দুই পরিবার। বিডিও ও জয়েন্ট বিডিওর এই উদ্যোগের প্রশংসা করেছেন এলাকাবাসী ৷