খড়গপুর 16 মে : খড়গপুরে রাস্তা, সাবমারসিবল উদ্বোধন-সহ সোমবার রেল শহরে আসেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। উদ্বোধনে এসে তিনি মুখ্যমন্ত্রীকে আবারও একবার কটাক্ষ করলেন (Dilip Ghosh criticises Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী এই জেলা সফরের আগেই তিনি বলেন, "মুখ্যমন্ত্রী একের পর এক জমি দখল করে এবং চাষিদের টাকা দেন না ৷ তার সঙ্গে হয় না শিল্প। তাই চাষিরা বিক্ষোভ করছেন মুখ্যমন্ত্রী সফরের আগে।"
প্রসঙ্গক্রমে এদিন রেল শহর খড়গপুরে একগুচ্ছ অনুষ্ঠান এবং উদ্বোধন নিয়েই এসেছিলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ। এই অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে সাংবাদিকরা তাঁকে জমি অধিগ্রহণ নিয়ে প্রশ্ন করলে দিলীপ বাবু বলেন, "চাষিরা অবরোধ এবং বিক্ষোভ দেখাচ্ছেন তা ঠিকই। কেনই বা দেখাবেন না মুখ্যমন্ত্রী জমি অধিগ্রহণ করার প্রতিশ্রুতি দেওয়ার পরও আজও শিল্প হয় না সেখানে বিক্ষোভ তো হবেই। মুখ্যমন্ত্রী খোদ চাষিদের এখনও ধান ও গমের সঠিক মূল্য পর্যন্ত দিয়ে উঠতে পারেননি। সেই পরিস্থিতিতে জমি অধিগ্রহণ করে ফেলে রেখেছে শিল্পের নামে। সেখানে আদৌ কোনও শিল্প গড়ে উঠেনি এখনও পর্যন্ত জঙ্গলমহলে। তাই চাষিদের বিক্ষোভ সমর্থন যুক্ত।"
তিনি সিঙ্গুরের নিদর্শন দিয়েও মুখ্যমন্ত্রীকে একহাত নেন তিনি। অপরদিকে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হওয়া প্রসঙ্গ নিয়েও তিনি কটাক্ষ করে বলেন,"জমি নিয়েছে কিন্তু শিল্প গড়ে ওঠেনি,আসেননি শিল্পপতিরা।
আরও পড়ুন : Firahad Slams Suvendu : শুভেন্দুও কি মানসিক অবসাদে ভুগছেন ! প্রশ্ন তুললেন ফিরহাদ
উল্লেখ্য, এদিন রেলসহ খড়গপুরের 27 নম্বর ওয়ার্ডের তুরিপাড়া এলাকায় একটি কংক্রিটের রাস্তা উদ্বোধন করেন দিলীপ ঘোষ। এরপর 33 নম্বর ওয়ার্ডের বার্নিং ঘাটও তিনি পরিদর্শন করেন। পরে 10 নম্বর ওয়ার্ডের শিবনগর এলাকায় তিনি কংক্রিট রাস্তাও উদ্বোধন করেন ৷ এরপর 5 নম্বর ওয়ার্ডের দেবলপুরে সাবমারসিবল উদ্বোধন করেন বিজেপির সর্বভারতীয় নেতা। এখান থেকে তিনি নিজের অফিসে চলে যান। আগামিকালও পশ্চিম মেদিনীপুরে একগুচ্ছ পরিকল্পনা রয়েছে তাঁর ।