ঘাটাল, 18 জুন : নিম্নচাপের জেরে ভাসল ঘাটাল ৷ রাস্তাগুলি কার্যত পরিণত হয়েছে নদীতে ৷ জলের স্রোতে ভেসে গিয়েছে অস্থায়ী সাঁকো ৷ বানভাসি ১০ টি ওয়ার্ডের নগরবাসী ৷
টানা বৃষ্টিতে ফের জল যন্ত্রণার ছবি ফুটে উঠল ঘাটালে ৷ হু হু করে জল ঢুকছে দশটি ওয়ার্ডে ৷ বাড়ি ঘর সবকিছু কার্যত জলের নিচে ৷ নৌকা নিয়ে এপার-ওপার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা ৷
এক স্থানীয় বাসিন্দা জানান, "সকাল থেকে জল বাড়ছে ৷ এখন আমাদের ঘরে বসে থাকতে হবে ৷ জল নামতে চার মাস সময় লাগবে ৷"
আরও পড়ুন: রঘুনাথগঞ্জে অর্থ ও শ্রম জুগিয়ে গ্রামের রাস্তা মেরামত করলেন বাসিন্দারা
ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন ঘাটাল মহকুমাশাসক সৌভিক চট্টোপাধ্যায় । পুরো ঘটনার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি জানান, "মনসুকা অঞ্চলের কিছু কিছু জায়গায় ইতিমধ্যেই জলমগ্ন ৷ আমরা সেই জায়গাগুলি সরেজমিনে দেখছি ৷ পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে ৷ ত্রান ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েতে ৷ শিলাবতীর জলস্তর বাড়লেও এখন তা আমাদের নিয়ন্ত্রণেই আছে ৷"
তবে কংসাবতী নদীর জলস্তর বেড়েছে এই এক দিনের বৃষ্টিতেই ৷ জলের নিচে চলে গিয়েছে কষ্টের ফসল ৷ চিন্তায় কপালে ভাঁজ পড়েছে চাষিদের ৷