খড়্গপুর, 19 অগস্ট : মর্নিংওয়াক চা-চক্রের পরই ছিল সাংবাদিক বৈঠক ৷ তাতেই বিজেপির রাজ্য সভাপতি মন্তব্য করেন, "মোদি থাকলে সম্ভব ৷ কিন্তু দিদির উপর ভরসা করলেই তালিবানের গুলি খেতে হবে ৷" বিজেপির রাজ্য সভাপতির এই বিস্ফোরক মন্তব্যের পর স্বাভাবিক ভাবেই বিতর্ক তৈরি হয়েছে ৷ এছাড়াও লক্ষীর ভাণ্ডার প্রসঙ্গে বলেন, "500 টাকার জন্য বাঙালি সমাজকে ভিখারি বানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।"
দলীয় কর্মসূচির মধ্যেই এদিন সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন দিলীপ ঘোষ ৷ আফগানিস্তানে বেশ কিছু বাঙালি আটকে পড়েছেন ৷ তাঁদের কীভাবে দেশে ফেরানো হবে- এনিয়ে প্রশ্ন করতেই গত বছর লিবিয়া থেকে কীভাবে কেন্দ্রের মোদি সরকার সেদেশ থেকে ভারতীয়দের ফিরিয়েছিল সেই প্রসঙ্গ টেনে দিলীপ বলেন, "শুধু বাঙালি নয়, ভারতীয়রা আটকে রয়েছেন ৷ মোদিজি সমস্ত ভারতীয়কে রক্ষা করবেন । মোদি হ্যায় তো মুমকিন হ্যায় ৷ এর আগে লিবিয়া থেকে বহু ভারতীয়কে উদ্ধার করে নিয়ে এসেছেন ৷ লকডাউনে বিভিন্ন জায়গায় ফেঁসে থাকা মানুষকে প্লেন পাঠিয়ে উদ্ধার করেছেন মোদিজি ৷ একটা লোকেরও ক্ষতি হতে দেননি ৷ তাই মোদির উপর ভরসা করুন ৷ দিদির উপর ভরসা করলে তালিবানের গুলি কপালে আছে ।" বিজেপির রাজ্য সভাপতির এমন মন্তব্যের পর স্বাভাবিক ভাবেই বিতর্ক তৈরি হয়েছে ৷
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বলতে গিয়ে বিরোধী নেতা বলেন, "500 টাকার জন্য গবির মানুষকে ভিখারি বানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ হাজার হাজার লোক লাইনে দাঁড়াচ্ছেন ৷ অ্যাডমিনিস্ট্রেশন কাকে বলে জানেনই না ৷ দেখুন মোদির কাছ থেকে ৷ 12 কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক সময়ে টাকা ঢুকে যাচ্ছে ৷ তার জন্য কাউকে লাইনে দাঁড়াতে হচ্ছে না ভিক্ষাপাত্র নিয়ে ৷ আর মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি সমাজকে ভিখারি বানিয়েছেন ৷ মাত্র 500 টাকার জন্য লাইনে দাঁড়াতে হবে ৷"
16 অগস্ট থেকে লক্ষীর ভাণ্ডার প্রকল্প শুরু হওয়ার পরে বিভিন্ন জেলায় লাইনে হুড়োহুড়ি চোখে পড়ে । গতকালই মালদায় লক্ষীর ভাণ্ডারের ভিড়ে পদপিষ্ট হয়ে জখম হয়েছেন কয়েকজন মহিলা । ফলে প্রশ্ন উঠছে, এই কোভিড পরিস্থিতিতে যখন সব বন্ধ তখন নিয়ম ভেঙে কেন এই ধরনের সরকারি প্রকল্প করে মানুষকে ভয়ঙ্কর পরিস্থিতির মুখে ঠেলে দেওয়া হচ্ছে ? তা নিয়ে বিরোধীরা বিভিন্নভাবে অভিযোগ করছেন এবং আন্দোলন করছেন ৷ বিজেপির অভিযোগ, মানুষকে লাইনে দাঁড় না করিয়ে বরং সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হোক ৷
পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশনের মামলায় হাইকোর্টের এদিনের রায় প্রসঙ্গে দিলীপ বলেন, "কোর্ট এটা স্বীকার করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হিংসা নিয়ে ব্যাপক মিথ্যা কথা বলেছেন ৷ যাঁরা অত্যাচারিত হয়েছেন, তাঁরা নিশ্চয়ই তাঁদের অধিকার ফেরত পাবেন ৷ আর যাঁরা আইন হাতে নিয়ে অন্যায় করেছেন তাঁরা সাজা পাবেন, এটা আমাদের আশা ৷" মাদার ডেয়ারিকে বাংলা ডেয়ারি করা নিয়ে তিনি বলেন, "মেট্রো ডেয়ারি কোথায় গেল ? তার হিসাব কে দেবে ? এখন আবার মাদার ডেয়ারি নিয়ে রাজনীতি হচ্ছে ? এবার ওটাকেও লুটেপুটে খাবার তালে আছে সব ৷"
আরও পড়ুন : NHRC Case : হাইকোর্টের রায়ে উচ্ছ্বসিত বিজেপি, সাবধানী তৃণমূল