বেলদা, 12 অক্টোবর : মেস থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ । মৃতের নাম প্রিয়দীপ দাস (23) । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের গবেষণারত ছাত্র প্রিয়দীপ । পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার দেউলির ঘটনা । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।
কেশিয়াড়ি থানার ধলবেলুনের বাসিন্দা প্রিয়দীপ দাস । পড়াশোনা ও গবেষণার সূত্রে বেলদা থানার দেউলি এলাকার একটি মেসে থাকতেন প্রিয়দীপ । আজ সকাল থেকে মেসের ঘরের দরজা বন্ধ ছিল । বার বার ডেকেও সাড়া পাননি বন্ধুরা । পুলিশে খবর দেওয়া হয় । তারপর দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে বেলদা থানার পুলিশ ।
পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে পড়াশোনা ও পারিবারিক নানা সমস্যায় মানসিক অবসাদে ভুগছিলেন তিনি । কলকাতার একটি নার্সিংহোমে চিকিৎসাও চলছিল তাঁর । প্রিয়দীপের বন্ধুরা জানিয়েছে, কিছুদিন ধরেই চুপচাপ ছিলেন তিনি । কারও সঙ্গে কথা বলতেন না । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।