ETV Bharat / state

মানসিক অবসাদে আত্মঘাতী যাদবপুরের গবেষক - পিএইচডি স্কলার

কেশিয়াড়ি থানার ধলবেলুনে বাসিন্দা প্রিয়দীপ দাস । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্সের PHD স্কলারের ছাত্র । পড়াশোনা ও গবেষণার সূত্রে বেলদা থানার দেউলি এলাকার একটি মেসে থাকতেন প্রিয়দীপ । আজ দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷

মৃত প্রিয়দীপ দাস
author img

By

Published : Oct 12, 2019, 11:36 PM IST

বেলদা, 12 অক্টোবর : মেস থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ । মৃতের নাম প্রিয়দীপ দাস (23) । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের গবেষণারত ছাত্র প্রিয়দীপ । পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার দেউলির ঘটনা । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

কেশিয়াড়ি থানার ধলবেলুনের বাসিন্দা প্রিয়দীপ দাস । পড়াশোনা ও গবেষণার সূত্রে বেলদা থানার দেউলি এলাকার একটি মেসে থাকতেন প্রিয়দীপ । আজ সকাল থেকে মেসের ঘরের দরজা বন্ধ ছিল । বার বার ডেকেও সাড়া পাননি বন্ধুরা । পুলিশে খবর দেওয়া হয় । তারপর দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে বেলদা থানার পুলিশ ।

পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে পড়াশোনা ও পারিবারিক নানা সমস্যায় মানসিক অবসাদে ভুগছিলেন তিনি । কলকাতার একটি নার্সিংহোমে চিকিৎসাও চলছিল তাঁর । প্রিয়দীপের বন্ধুরা জানিয়েছে, কিছুদিন ধরেই চুপচাপ ছিলেন তিনি । কারও সঙ্গে কথা বলতেন না । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

বেলদা, 12 অক্টোবর : মেস থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ । মৃতের নাম প্রিয়দীপ দাস (23) । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের গবেষণারত ছাত্র প্রিয়দীপ । পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার দেউলির ঘটনা । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

কেশিয়াড়ি থানার ধলবেলুনের বাসিন্দা প্রিয়দীপ দাস । পড়াশোনা ও গবেষণার সূত্রে বেলদা থানার দেউলি এলাকার একটি মেসে থাকতেন প্রিয়দীপ । আজ সকাল থেকে মেসের ঘরের দরজা বন্ধ ছিল । বার বার ডেকেও সাড়া পাননি বন্ধুরা । পুলিশে খবর দেওয়া হয় । তারপর দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে বেলদা থানার পুলিশ ।

পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে পড়াশোনা ও পারিবারিক নানা সমস্যায় মানসিক অবসাদে ভুগছিলেন তিনি । কলকাতার একটি নার্সিংহোমে চিকিৎসাও চলছিল তাঁর । প্রিয়দীপের বন্ধুরা জানিয়েছে, কিছুদিন ধরেই চুপচাপ ছিলেন তিনি । কারও সঙ্গে কথা বলতেন না । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Intro:গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স এর পিএইচডি স্কলারের ছাত্র প্রয়দীপ দাস ,বাড়ি পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানার ধলবেলুনে l স্থানীয় সূত্রে খবর দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল প্রয়দীপ ,এর জন্য অ্যাপেলো হসপিটাল এক চিকিৎসকের কাছেও তার চিকিৎসা চলছিল l Body:গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স এর পিএইচডি স্কলারের ছাত্র প্রয়দীপ দাস ,বাড়ি পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানার ধলবেলুনে l স্থানীয় সূত্রে খবর দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল প্রয়দীপ ,এর জন্য অ্যাপেলো হসপিটাল এক চিকিৎসকের কাছেও তার চিকিৎসা চলছিল l বাড়ি কেশিয়াড়ি থানার ধলবেলুন এলাকায় হলেও পড়াশোনা ও গবেষণার সূত্রে বেলদা থানার এলাকার দেউলির একটি মেসে থাকতো সে l লক্ষ্মী পুজোর ঠিক আগে শনিবার ওই মেসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে l পুলিশ মৃতদেহ সংগ্রহ করে ময়নাতদন্তের পাঠিয়েছে l তবে মৃত্যুর সঠিক কারণ কি শুধুমাত্র মানসিক অবসাদ না অন্য কিছু তার সব দিক খতিয়ে দেখছে বেলদা থানার পুলিশ l কয়েকজন বন্ধুদের বক্তব্য, কয়েকদিন ধরে বেশ চুপচাপ ছিল l কারও সঙ্গে কথা বলত না , গণিত নিয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করত প্রিয়দীপ l পড়াশোনাই সে ছিল যথেষ্ট মেধাবী , তার শিক্ষকের দাবি কী কারনে এই ঘটনা ঘটাল বোঝা যাচ্ছে না ,ভালো চিকিৎসকের কাছে চিকিৎসা চলছিল তার l বেলদা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে , পুলিশের দাবি, মানসিক অবসাদের জেরে আত্মহত্যা করেছে ছাত্র l
Conclusion:গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স এর পিএইচডি স্কলারের ছাত্র প্রয়দীপ দাস ,বাড়ি পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানার ধলবেলুনে l স্থানীয় সূত্রে খবর দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল প্রয়দীপ ,এর জন্য অ্যাপেলো হসপিটাল এক চিকিৎসকের কাছেও তার চিকিৎসা চলছিল l
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.