ETV Bharat / state

করোনা পরিস্থিতিতে পড়ুয়াদের বাড়ি গিয়ে পড়ানোর কর্মসূচি দাঁতনের ললাট গঙ্গাধর পাঠশালার - latest news today

করোনা অতিমারির জেরে গতবছর থেকে বন্ধ স্কুল ৷ অনলাইন ক্লাসের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে পড়ুয়ারা । কোথাও ইন্টারনেটের সমস্যা তো, কোথাও আর্থিক অবস্থার খারাপ থাকায় অ্যান্ড্রয়েড মোবাইল না কিনতে পারছে না অনেকে ৷ তাই বাড়ি গিয়ে পড়ানোর কর্মসূচি নিয়েছে দাঁতনের ললাট গঙ্গাধর পাঠশালা ৷

danton school teachers started teaching at students home
করোনা পরিস্থিতিতে পড়ুয়াদের বাড়ি গিয়ে পড়ানোর কর্মসূচি দাঁতনের ললাট গঙ্গাধর পাঠশালার
author img

By

Published : Jul 24, 2021, 3:29 PM IST

দাঁতন, 24 জুলাই : কোথাও ইন্টারনেটের সমস্যা, তো কোথাও আর্থিক অবস্থা খারাপ থাকায় অ্যান্ড্রয়েড মোবাইল না কিনতে পারা । এই ধরনের বিবিধ কারণে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার ধারাবাহিকতা নষ্ট হচ্ছে ৷ তাই সেই ধারাবাহিকতা যাতে বজায় থাকে, তা নিয়ে এবার উদ্যোগী হলেন পশ্চিম মেদিনীপুরের দাঁতন-2 ব্লকের ললাট গঙ্গাধর পাঠশালার শিক্ষকরা । নিজেরাই উদ্যোগ নিয়ে পড়ুয়াদের পড়ানো শুরু করেছেন তাঁরা ৷

আরও পড়ুন : ICSE, ISC Board Results : আজ দুপুর তিনটেয় আইসিএসই ও আইএসসি-র দশম ও দ্বাদশের ফল ঘোষণা

করোনা অতিমারীর জেরে গত বছর থেকে বন্ধ রয়েছে স্কুল-কলেজ । মাঝে কিছু দিনের জন্য কয়েকটি ক্লাসে পঠনপাঠন শুরু হয়েছিল ৷ কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে তাও বন্ধ হয়ে গিয়েছে ৷ ফলে পড়ুয়াদের ভরসা অনলাইন ক্লাস ৷ কিন্তু গ্রাম্য এলাকায় অনলাইন ক্লাসের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে পড়ুয়ারা । কোথাও ইন্টারনেটের সমস্যা তো, কোথাও আর্থিক অবস্থার খারাপ থাকায় অ্যান্ড্রয়েড মোবাইল না কিনতে পারছে না অনেকে ৷ ফলে পড়ুয়ারা পিছিয়ে পড়ছে ৷

করোনা পরিস্থিতিতে পড়ুয়াদের বাড়ি গিয়ে পড়ানোর কর্মসূচি দাঁতনের ললাট গঙ্গাধর পাঠশালার

পিছিয়ে পড়া সেই সব পড়ুয়াদের পাশে দাঁড়াতে ‘চলো যাই, বাড়িতে ছাত্র পড়াই’ কর্মসূচি নিয়েছেন ললাট গঙ্গাধর পাঠশালার শিক্ষকরা । এই কর্মসূচিতে ওই হাইস্কুলের শিক্ষকরা বিভিন্ন গ্রামে গিয়ে ছাত্র-ছাত্রীদের পড়াচ্ছেন ৷ ফাঁকা মাঠ, ক্লাব ঘর, শিক্ষার্থীর বাড়িতে ফাঁকা জায়গা থাকলে, সেখানে ক্লাস হচ্ছে ৷ কোভিডবিধি কড়াভাবে পালন করা হচ্ছে ৷

আরও পড়ুন : Upper Primary Recruitment : উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার তদন্ত করুক সিবিআই, হাইকোর্টে জনস্বার্থ মামলা

শুক্রবার ললাট এলাকায় একটি গ্রামে পড়ানো হয় ছাত্র-ছাত্রীদের । শিক্ষকদের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ ও অভিভাবকরা । এই কর্মসূচির অগ্রণী ভূমিকা পালন করছেন ললাট গঙ্গাধর পাঠশালার প্রধান শিক্ষক নবকান্ত জানা । শিক্ষকদের এই ধরনের উদ্যোগ দেখে খুশি ছাত্রছাত্রীরাও ।

দাঁতন, 24 জুলাই : কোথাও ইন্টারনেটের সমস্যা, তো কোথাও আর্থিক অবস্থা খারাপ থাকায় অ্যান্ড্রয়েড মোবাইল না কিনতে পারা । এই ধরনের বিবিধ কারণে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার ধারাবাহিকতা নষ্ট হচ্ছে ৷ তাই সেই ধারাবাহিকতা যাতে বজায় থাকে, তা নিয়ে এবার উদ্যোগী হলেন পশ্চিম মেদিনীপুরের দাঁতন-2 ব্লকের ললাট গঙ্গাধর পাঠশালার শিক্ষকরা । নিজেরাই উদ্যোগ নিয়ে পড়ুয়াদের পড়ানো শুরু করেছেন তাঁরা ৷

আরও পড়ুন : ICSE, ISC Board Results : আজ দুপুর তিনটেয় আইসিএসই ও আইএসসি-র দশম ও দ্বাদশের ফল ঘোষণা

করোনা অতিমারীর জেরে গত বছর থেকে বন্ধ রয়েছে স্কুল-কলেজ । মাঝে কিছু দিনের জন্য কয়েকটি ক্লাসে পঠনপাঠন শুরু হয়েছিল ৷ কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে তাও বন্ধ হয়ে গিয়েছে ৷ ফলে পড়ুয়াদের ভরসা অনলাইন ক্লাস ৷ কিন্তু গ্রাম্য এলাকায় অনলাইন ক্লাসের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে পড়ুয়ারা । কোথাও ইন্টারনেটের সমস্যা তো, কোথাও আর্থিক অবস্থার খারাপ থাকায় অ্যান্ড্রয়েড মোবাইল না কিনতে পারছে না অনেকে ৷ ফলে পড়ুয়ারা পিছিয়ে পড়ছে ৷

করোনা পরিস্থিতিতে পড়ুয়াদের বাড়ি গিয়ে পড়ানোর কর্মসূচি দাঁতনের ললাট গঙ্গাধর পাঠশালার

পিছিয়ে পড়া সেই সব পড়ুয়াদের পাশে দাঁড়াতে ‘চলো যাই, বাড়িতে ছাত্র পড়াই’ কর্মসূচি নিয়েছেন ললাট গঙ্গাধর পাঠশালার শিক্ষকরা । এই কর্মসূচিতে ওই হাইস্কুলের শিক্ষকরা বিভিন্ন গ্রামে গিয়ে ছাত্র-ছাত্রীদের পড়াচ্ছেন ৷ ফাঁকা মাঠ, ক্লাব ঘর, শিক্ষার্থীর বাড়িতে ফাঁকা জায়গা থাকলে, সেখানে ক্লাস হচ্ছে ৷ কোভিডবিধি কড়াভাবে পালন করা হচ্ছে ৷

আরও পড়ুন : Upper Primary Recruitment : উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার তদন্ত করুক সিবিআই, হাইকোর্টে জনস্বার্থ মামলা

শুক্রবার ললাট এলাকায় একটি গ্রামে পড়ানো হয় ছাত্র-ছাত্রীদের । শিক্ষকদের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ ও অভিভাবকরা । এই কর্মসূচির অগ্রণী ভূমিকা পালন করছেন ললাট গঙ্গাধর পাঠশালার প্রধান শিক্ষক নবকান্ত জানা । শিক্ষকদের এই ধরনের উদ্যোগ দেখে খুশি ছাত্রছাত্রীরাও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.