ETV Bharat / state

ভিন রাজ্য থেকে আসায় দুই বছরের শিশু-সহ দম্পতির ঠাঁই শ্মশানে - west medinipur

রবিবার রাজস্থান থেকে স্বামী ও দুই বছরের শিশুকে নিয়ে বাপের বাড়ি এসেছিলেন অলোকা সিং ৷ অভিযোগ সেই দিন রাতেই স্থানীয় BJP-নেতা কর্মীরা চড়াও হয় বাড়িতে ৷ অলোকা এবং তার স্বামীকে গ্রাম থেকে বেরিয়ে যেতে বাধ্য করে ৷ তারপর থেকে আজ পর্যন্ত স্থানীয় শ্মশানের পাশে বাঁশ ও ত্রিপল দিয়ে ঘর বেধেছিল ওই দম্পতি ৷

wmid
wmid
author img

By

Published : Aug 1, 2020, 9:29 PM IST

বেলদা,1 অগাস্ট : ভিন রাজ্য থেকে আসায় শ্মশানে ঠাঁই হল দুই বছরের শিশু-সহ দম্পতির ৷ পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বাখরাবাদের খালিনা গ্রামের ঘটনা ৷ ওই মহিলার নাম অলোকা সিং ৷ বেলদার খালিনা গ্রামে তাঁর বাপের বাড়ি l রাজস্থানের এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয় ৷ সেই থেকেই স্বামীর সঙ্গে রাজস্থানে শ্বশুরবাড়িতেই থাকতেন অলোকা ৷ সম্প্রতি বাপের বাড়ি আসার পরিকল্পনা ছিল অলোকার ৷ কিন্তু লকডাউনের কারণে আর আসা হয়নি ৷ এরপর রবিবার স্বামী ও দুই বছরের শিশুকে রাজস্থান থেকে পশ্চিম মেদিনীপুরের বেলদায় নিয়ে বাপের বাড়িতে এসে পৌঁছায় অলোকা ৷ অভিযোগ তখনই স্থানীয় BJP-র পক্ষ থেকে গ্রামে ঢুকতে বাধা দেওয়া হয় ৷ তারপরই তাদের স্থান হয় শ্মাশানে ৷ এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন ৷ ইতিমধ্যেই তাদের স্থানীয় একটি স্কুলে স্থানান্তরিত করা হয়েছে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP ৷

রবিবার রাজস্থান থেকে স্বামী ও দুই বছরের শিশুকে নিয়ে বাপের বাড়ি এসেছিলেন অলোকা সিং ৷ অভিযোগ সেইদিন রাতেই স্থানীয় BJP-নেতা কর্মীরা চড়াও হয় বাড়িতে ৷ অলোকা এবং তাঁর স্বামীকে গ্রাম থেকে বেরিয়ে যেতে বাধ্য করে ৷ তারপর থেকে আজ পর্যন্ত স্থানীয় শ্মশানের পাশে ঘর বেধেছিল ওই দম্পতি ৷ বাঁশ ও ত্রিপল দিয়ে একটি গুমটি তৈর করে থাকছিলেন তারা ৷ অলোকা সিং জানান, "আমরা গ্রামে পৌঁছাতেই খবর যায় স্থানীয় BJP-র কাছে ৷ ওরা আমার মা-বাবাকে শাসিয়ে ছিল ৷ বলেছিল মেয়েকে যেন গ্রামে ঢুকতে না দেওয়া হয় l আমরা গ্রামে ঢুকলে আমাদের বেরিয়ে যেতে বলা হয় l এরপরই আমরা গ্রাম ছেড়ে বেরিয়ে আসি l বিষয়টি স্থানীয় তৃণমূল প্রধানকে জানিয়েও কোনও লাভ হয়নি ৷" এই ঘটনা জানাজানি হতেই প্রশাসনের নজরে আসে ৷ তারপরই আজ ওই দম্পতিকে স্থানীয় একটি স্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে ৷

শ্মশানের পাশে ত্রিপল টাঙিয়ে এইভাবেই দিন কাটছে
যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP ৷ BJP-র বুথ সভাপতি তপন প্রধান বলেন, "সমস্ত অভিযোগ মিথ্যে l BJP কোনভাবেই এই ঘটনার সঙ্গে যুক্ত নয় l যখন অলোকা রাজস্থান থেকে ফিরবে ওর বাবা-মা আমাদের জানায় তখন আমরা বলেছিলাম যে স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করতে l পরবর্তীকালে অলোকাকে যখন আমরা ত্রিপল খাটিয়ে থাকতে দেখি তখন আমরাই এর প্রতিবাদ করি l সেই সঙ্গে তাদের ভালো জায়গায় থাকতে দেওয়ার ব্যবস্থা করার জন্য পঞ্চায়েতেও আবেদন করি l কিন্তু পঞ্চায়েত আমাদের কথা শোনেনি ৷"

বেলদা,1 অগাস্ট : ভিন রাজ্য থেকে আসায় শ্মশানে ঠাঁই হল দুই বছরের শিশু-সহ দম্পতির ৷ পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বাখরাবাদের খালিনা গ্রামের ঘটনা ৷ ওই মহিলার নাম অলোকা সিং ৷ বেলদার খালিনা গ্রামে তাঁর বাপের বাড়ি l রাজস্থানের এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয় ৷ সেই থেকেই স্বামীর সঙ্গে রাজস্থানে শ্বশুরবাড়িতেই থাকতেন অলোকা ৷ সম্প্রতি বাপের বাড়ি আসার পরিকল্পনা ছিল অলোকার ৷ কিন্তু লকডাউনের কারণে আর আসা হয়নি ৷ এরপর রবিবার স্বামী ও দুই বছরের শিশুকে রাজস্থান থেকে পশ্চিম মেদিনীপুরের বেলদায় নিয়ে বাপের বাড়িতে এসে পৌঁছায় অলোকা ৷ অভিযোগ তখনই স্থানীয় BJP-র পক্ষ থেকে গ্রামে ঢুকতে বাধা দেওয়া হয় ৷ তারপরই তাদের স্থান হয় শ্মাশানে ৷ এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন ৷ ইতিমধ্যেই তাদের স্থানীয় একটি স্কুলে স্থানান্তরিত করা হয়েছে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP ৷

রবিবার রাজস্থান থেকে স্বামী ও দুই বছরের শিশুকে নিয়ে বাপের বাড়ি এসেছিলেন অলোকা সিং ৷ অভিযোগ সেইদিন রাতেই স্থানীয় BJP-নেতা কর্মীরা চড়াও হয় বাড়িতে ৷ অলোকা এবং তাঁর স্বামীকে গ্রাম থেকে বেরিয়ে যেতে বাধ্য করে ৷ তারপর থেকে আজ পর্যন্ত স্থানীয় শ্মশানের পাশে ঘর বেধেছিল ওই দম্পতি ৷ বাঁশ ও ত্রিপল দিয়ে একটি গুমটি তৈর করে থাকছিলেন তারা ৷ অলোকা সিং জানান, "আমরা গ্রামে পৌঁছাতেই খবর যায় স্থানীয় BJP-র কাছে ৷ ওরা আমার মা-বাবাকে শাসিয়ে ছিল ৷ বলেছিল মেয়েকে যেন গ্রামে ঢুকতে না দেওয়া হয় l আমরা গ্রামে ঢুকলে আমাদের বেরিয়ে যেতে বলা হয় l এরপরই আমরা গ্রাম ছেড়ে বেরিয়ে আসি l বিষয়টি স্থানীয় তৃণমূল প্রধানকে জানিয়েও কোনও লাভ হয়নি ৷" এই ঘটনা জানাজানি হতেই প্রশাসনের নজরে আসে ৷ তারপরই আজ ওই দম্পতিকে স্থানীয় একটি স্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে ৷

শ্মশানের পাশে ত্রিপল টাঙিয়ে এইভাবেই দিন কাটছে
যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP ৷ BJP-র বুথ সভাপতি তপন প্রধান বলেন, "সমস্ত অভিযোগ মিথ্যে l BJP কোনভাবেই এই ঘটনার সঙ্গে যুক্ত নয় l যখন অলোকা রাজস্থান থেকে ফিরবে ওর বাবা-মা আমাদের জানায় তখন আমরা বলেছিলাম যে স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করতে l পরবর্তীকালে অলোকাকে যখন আমরা ত্রিপল খাটিয়ে থাকতে দেখি তখন আমরাই এর প্রতিবাদ করি l সেই সঙ্গে তাদের ভালো জায়গায় থাকতে দেওয়ার ব্যবস্থা করার জন্য পঞ্চায়েতেও আবেদন করি l কিন্তু পঞ্চায়েত আমাদের কথা শোনেনি ৷"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.