ETV Bharat / state

Birsingha Park Controversy: পুনর্বাসনকে কেন্দ্র করে আটকে বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের পুকুরপাড়ে পার্ক তৈরির কাজ - বিদ্যাসাগরের বড় পুকুরের পাড়ে পার্ক

বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের বড়পুকুর পাড়ে পার্ক (Park Construction at Vidyasagar Barapukur) তৈরিকে কেন্দ্র করে বিতর্ক ৷ সেখানে বসবাসকারী 17টি পরিবার পুনর্বাসনের দাবিতে সরব হয়েছে ৷ আর তা না হলে, পার্ক তৈরির জন্য পাঁচিল তুলতে বাধা দিচ্ছেন ওই বাসিন্দারা (Controversy Over Park Construction) ৷

Controversy Over Park Construction at Vidyasagar Barapukur in Birsingha Villege
Controversy Over Park Construction at Vidyasagar Barapukur in Birsingha Villege
author img

By

Published : Oct 19, 2022, 8:56 PM IST

বীরসিংহ, 19 অক্টোবর: বীরসিংহ গ্রামে দেড় কোটি টাকা ব্যয়ে বিদ্যাসাগরের বড় পুকুরের পাড়ে পার্ক তৈরি করা হচ্ছে 54 বিঘা জায়গায় (Park Construction at Vidyasagar Barapukur) ৷ আর সেই পার্ক তৈরি করা কে কেন্দ্র শুরু হয়েছে বিতর্ক (Controversy Over Park Construction) ৷ দীর্ঘ দিন ধরে ওই এলাকায় বসবাসকারি তফসিলি জাতি ভুক্ত 17টি পরিবার নিজেদের পুনর্বাসনের দাবি জানিয়েছে ৷ তাঁদের সেখান থেকে উচ্ছেদ করে পার্কের পাঁচিল তোলা হচ্ছে ৷ কিন্তু, পুনর্বাসন না পেলে পাঁচিল তুলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তাঁরা ৷ আর সেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷

এই ঘটনায় 17টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঘাটালের বিজেপি বিধায়ক শিতল কপাট ৷ তাঁর দাবি অবিলম্বে পরিবারগুলিকে পুনর্বাসন না দিলে, বিধানসভা পর্যন্ত ইস্যুটিকে নিয়ে যাওয়া হবে ৷ জানা গিয়েছে, বীরসিংহ উন্নয়ন পর্ষদের উদ্যোগে ঘাটালের বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের বড় পুকুরে শুরু হয়েছে পার্ক নির্মাণের কাজ ৷ সেই পুকুর পাড়ে রয়েছে 17টি তফসিলি পরিবার ৷ ওই পরিবারগুলি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাঁরা ওই পুকুড়পারে বসবাস করছেন ৷ কেউ কখনও তাঁদের উচ্ছেদের কথা বলেনি ৷ এই পরিস্থিতিতে হঠাৎ করে তাঁদের পুকুরপাড় থেকে উৎখাত করা হচ্ছে ৷ এ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেও, কোনও লাভ হয়নি বলে অভিযোগ করেছেন তাঁরা ৷

পুনর্বাসনকে কেন্দ্র করে আটকে বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের পুকুরপাড়ে পার্ক তৈরির কাজ

আরও পড়ুন: ইঁদুরের গর্ত, নাকি নিম্নমানের সামগ্রী ! বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত ছাত্রাবাস ভেঙে পড়ায় বিতর্ক

প্রশাসনের তরফে পুনর্বাসনের আশ্বাস দেওয়া হলেও, তা মেলেনি বলে অভিযোগ ৷ এমনকি এলাকা পরিদর্শনে এসেও কেবল আশ্বাস দিয়ে গেছেন আধিকারিকরা ৷ এই ঘটনায় মাঠে নেমেছেন ঘাটালের বিধায়ক শীতল কপাট ৷ তিনি পুরো ঘটনায় শাসকদল এবং ঘাটাল মহকুমা শাসকের ভূমিকার সমালোচনা করেছেন ৷ তিনি জানিয়েছেন, বিদ্যাসাগরের পুকুরপাড়ে উন্নয়ন হচ্ছে কোনও অসুবিধা নেই ৷ কিন্তু, দীর্ঘদিন ধরে সেখানে বসবাসকারী মানুষগুলোকে পুনর্বাসন দিতে হবে ৷ তিনি জানিয়েছেন, বিজেপি উন্নয়নের বিরোধী নয় ৷ কিন্তু, অসহায় মানুষজনের মাথার উপর থেকে ছাদ কেড়ে নিয়ে নয় ৷ প্রয়োজনে বিষয়টিকে বিধানসভায় নিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি ৷

বীরসিংহ, 19 অক্টোবর: বীরসিংহ গ্রামে দেড় কোটি টাকা ব্যয়ে বিদ্যাসাগরের বড় পুকুরের পাড়ে পার্ক তৈরি করা হচ্ছে 54 বিঘা জায়গায় (Park Construction at Vidyasagar Barapukur) ৷ আর সেই পার্ক তৈরি করা কে কেন্দ্র শুরু হয়েছে বিতর্ক (Controversy Over Park Construction) ৷ দীর্ঘ দিন ধরে ওই এলাকায় বসবাসকারি তফসিলি জাতি ভুক্ত 17টি পরিবার নিজেদের পুনর্বাসনের দাবি জানিয়েছে ৷ তাঁদের সেখান থেকে উচ্ছেদ করে পার্কের পাঁচিল তোলা হচ্ছে ৷ কিন্তু, পুনর্বাসন না পেলে পাঁচিল তুলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তাঁরা ৷ আর সেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷

এই ঘটনায় 17টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঘাটালের বিজেপি বিধায়ক শিতল কপাট ৷ তাঁর দাবি অবিলম্বে পরিবারগুলিকে পুনর্বাসন না দিলে, বিধানসভা পর্যন্ত ইস্যুটিকে নিয়ে যাওয়া হবে ৷ জানা গিয়েছে, বীরসিংহ উন্নয়ন পর্ষদের উদ্যোগে ঘাটালের বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের বড় পুকুরে শুরু হয়েছে পার্ক নির্মাণের কাজ ৷ সেই পুকুর পাড়ে রয়েছে 17টি তফসিলি পরিবার ৷ ওই পরিবারগুলি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাঁরা ওই পুকুড়পারে বসবাস করছেন ৷ কেউ কখনও তাঁদের উচ্ছেদের কথা বলেনি ৷ এই পরিস্থিতিতে হঠাৎ করে তাঁদের পুকুরপাড় থেকে উৎখাত করা হচ্ছে ৷ এ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেও, কোনও লাভ হয়নি বলে অভিযোগ করেছেন তাঁরা ৷

পুনর্বাসনকে কেন্দ্র করে আটকে বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের পুকুরপাড়ে পার্ক তৈরির কাজ

আরও পড়ুন: ইঁদুরের গর্ত, নাকি নিম্নমানের সামগ্রী ! বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত ছাত্রাবাস ভেঙে পড়ায় বিতর্ক

প্রশাসনের তরফে পুনর্বাসনের আশ্বাস দেওয়া হলেও, তা মেলেনি বলে অভিযোগ ৷ এমনকি এলাকা পরিদর্শনে এসেও কেবল আশ্বাস দিয়ে গেছেন আধিকারিকরা ৷ এই ঘটনায় মাঠে নেমেছেন ঘাটালের বিধায়ক শীতল কপাট ৷ তিনি পুরো ঘটনায় শাসকদল এবং ঘাটাল মহকুমা শাসকের ভূমিকার সমালোচনা করেছেন ৷ তিনি জানিয়েছেন, বিদ্যাসাগরের পুকুরপাড়ে উন্নয়ন হচ্ছে কোনও অসুবিধা নেই ৷ কিন্তু, দীর্ঘদিন ধরে সেখানে বসবাসকারী মানুষগুলোকে পুনর্বাসন দিতে হবে ৷ তিনি জানিয়েছেন, বিজেপি উন্নয়নের বিরোধী নয় ৷ কিন্তু, অসহায় মানুষজনের মাথার উপর থেকে ছাদ কেড়ে নিয়ে নয় ৷ প্রয়োজনে বিষয়টিকে বিধানসভায় নিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.