মেদিনীপুর, 26 সেপ্টেম্বর : দেশজুড়ে পালিত হচ্ছে বিদ্যাসাগরের জন্ম শতবার্ষিকী ৷ এই উপলক্ষে মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হলো কমিউনিটি বেতার বিদ্যাসাগর রেডিয়ো স্টেশনের ।
বেতার অনুষ্ঠানটির উদ্বোধন করেন উপাচার্য রঞ্জন চক্রবর্তী ৷ এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর গবেষক অমিয় সামন্ত,জয়ন্ত নন্দী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ । বিশ্ববিদ্যালয়ে বিদ্যাসাগর এর যাবতীয় তথ্য খবর এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রচার করার জন্য এই বেতার রেডিয়ো স্টেশন উদ্বোধন হয় । আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ ছিল সাজ সাজ রব ৷
এদিন উপাচার্য রঞ্জন চক্রবর্তী সাংবাদিকদের বলেন," বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এই বেতার স্টেশন। আমাদের, মূলত জেলায় লোকশিল্পীদের প্রচার একান্ত প্রয়োজন। তাই তাঁদেরকে সুযোগ দেওয়ার পাশাপাশি সকল রকম অনুষ্ঠান পরিবেশন করার জন্য এই বিদ্যাসাগরের বেতারের উদ্বোধন।"