ETV Bharat / state

Legal Heir Certificate: জীবিত ব্যক্তির নামে ওয়ারিশন সার্টিফিকেট ইস্যু করে বিপাকে ক্লার্ক ! চাঞ্চল্য ঘাটালে - Waris Certificate

জীবিত ব্যক্তিকে মৃত্যুর শংসাপত্র দিচ্ছেন ৷ তাও আবার পৌরসভার ক্লার্ক ৷ আর এই ঘটনাতেই চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ৷

Etv Bharat
খড়ার পৌরসভা
author img

By

Published : Jun 23, 2023, 6:28 PM IST

Updated : Jun 23, 2023, 7:21 PM IST

জীবিত ব্যক্তির ওয়ারিশ সার্টিফিকেট ইস্যু করে বিপাকে ক্লার্ক

ঘাটাল, 23 জুন: জীবিত মানুষের নামে ওয়ারিশন সার্টিফিকেট দিচ্ছেন পৌরসভার ক্লার্ক ৷ যাতে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ঘাটালের খড়ার পৌরসভায় । যদিও এই ঘটনায় বিরোধীরা কটাক্ষ করেছে এবং আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে । তবে এই বিষয়ে নিজেদের ভুল স্বীকার করে নিয়েছে খড়ার পৌরসভা এবং শাসকদল ৷ তাঁরা আশ্বাস দিয়েছেন ব্যবস্থা নেওয়া হবে ।

পৌরসভার কাছে 'মৃত' ব্যক্তির মা জানিয়েছেন, তাঁর ছেলে মহারাষ্ট্রে কাজ করেন ৷ দিনকয়েক আগেই কালীপুজোয় বাড়ি এসেছিলেন ৷ আর সেই জীবিত ব্যক্তিরই ওয়ারিশন সার্টিফিকেট ইস্যু করেছেন পৌরসভার ক্লার্ক ৷ সেই সার্টিফিকেটের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই কাঠগড়ায় খড়ার পৌরসভা । সম্প্রতি এই পৌরসভার 4 নং ওয়ার্ডের বাসিন্দা শান্তনু মণ্ডল নামে এক ব্যক্তি জীবিত থাকা অবস্থাতেই তাঁর নামে ওয়ারিশ সার্টিফিকেট ইস্যু করেন খড়ার পৌরসভার ক্লার্ক অভিজিৎ ঘোষ । রীতিমতো ক্লার্কের স্ট্যাম্প সাঁটিয়ে তার নাম দিয়ে সই করে ইস্যু করা হয় এই সার্টিফিকেট । এই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।

এই বিষয়ে খড়ার পৌরসভার 8 নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর ফাল্গুনী মিশ্রের অভিযোগ, "পৌরসভার ক্লার্ক হয়ে কীভাবে নিজের নামে সই করে পৌরসভার প্যাডে পৌরসভার স্ট্যাম্প ব্যবহার করে একজন জীবিত ব্যক্তির নামে ওয়ারিশন সার্টিফিকেট দিতে পারেন ? এটা উনি করতে পারেন না ৷ এটা আইনত দণ্ডনীয় অপরাধ । চেয়ারম্যানের সঙ্গে এই বিষয় নিয়ে দেখা করে জানতে চেয়েছিলাম আমরা ৷ বলেছি ওই ক্লার্কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে । নয়তো ভারতীয় জনতা পার্টি আইনত ব্যবস্থা নেবে ।"

আরও পড়ুন : 'দুয়ারে ডাক্তার' শিবির না করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত চিকিৎসক দেওয়ার দাবি সুন্দরবনের মানুষদের

তবে এই বিষয়ে খড়ার পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা তৃণমূলের খড়ারের টাউন সভাপতি অরূপ রায় বলেন, "কাজটা উনি ঠিক করেননি । একজন ক্লার্কের এক্তিয়ার সম্পর্কে জানা উচিত ছিল । আমি ওনার সঙ্গে যোগাযোগ করলে উনি ভুল স্বীকার করেন ৷ ভুলবশত করা হয়ে গিয়েছে বলে তিনি মেনে নিয়েছেন ।"

তবে এই বিষয়ে পৌরসভার ওই ক্লার্ক অভিজিৎ ঘোষ ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি । তিনি জানিয়েছেন, চেয়ারম্যান স্যার এই বিষয়ে তাঁকে কোনও মন্তব্য করতে বারণ করেছেন তাই তিনি কিছু বলতে পারবেন না । অন্যদিকে, এই বিষয়ে খড়ার পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দোলুই ভুল স্বীকার করে নিয়ে বলেন, "ওয়ারিশ সার্টিফিকেট কোনও স্টাফ দিতে পারেন না । এই সার্টিফিকেট চেয়ারম্যান দেন এবং কাউন্সিলর তা ভেরিফাই করে রেফার করেন । এটা কোনও সার্টিফিকেটই নয়, যদি এটা কেউ দিয়ে থাকে আমরা যথাযথ ব্যবস্থা নেব ।"

জীবিত ব্যক্তির ওয়ারিশ সার্টিফিকেট ইস্যু করে বিপাকে ক্লার্ক

ঘাটাল, 23 জুন: জীবিত মানুষের নামে ওয়ারিশন সার্টিফিকেট দিচ্ছেন পৌরসভার ক্লার্ক ৷ যাতে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ঘাটালের খড়ার পৌরসভায় । যদিও এই ঘটনায় বিরোধীরা কটাক্ষ করেছে এবং আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে । তবে এই বিষয়ে নিজেদের ভুল স্বীকার করে নিয়েছে খড়ার পৌরসভা এবং শাসকদল ৷ তাঁরা আশ্বাস দিয়েছেন ব্যবস্থা নেওয়া হবে ।

পৌরসভার কাছে 'মৃত' ব্যক্তির মা জানিয়েছেন, তাঁর ছেলে মহারাষ্ট্রে কাজ করেন ৷ দিনকয়েক আগেই কালীপুজোয় বাড়ি এসেছিলেন ৷ আর সেই জীবিত ব্যক্তিরই ওয়ারিশন সার্টিফিকেট ইস্যু করেছেন পৌরসভার ক্লার্ক ৷ সেই সার্টিফিকেটের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই কাঠগড়ায় খড়ার পৌরসভা । সম্প্রতি এই পৌরসভার 4 নং ওয়ার্ডের বাসিন্দা শান্তনু মণ্ডল নামে এক ব্যক্তি জীবিত থাকা অবস্থাতেই তাঁর নামে ওয়ারিশ সার্টিফিকেট ইস্যু করেন খড়ার পৌরসভার ক্লার্ক অভিজিৎ ঘোষ । রীতিমতো ক্লার্কের স্ট্যাম্প সাঁটিয়ে তার নাম দিয়ে সই করে ইস্যু করা হয় এই সার্টিফিকেট । এই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।

এই বিষয়ে খড়ার পৌরসভার 8 নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর ফাল্গুনী মিশ্রের অভিযোগ, "পৌরসভার ক্লার্ক হয়ে কীভাবে নিজের নামে সই করে পৌরসভার প্যাডে পৌরসভার স্ট্যাম্প ব্যবহার করে একজন জীবিত ব্যক্তির নামে ওয়ারিশন সার্টিফিকেট দিতে পারেন ? এটা উনি করতে পারেন না ৷ এটা আইনত দণ্ডনীয় অপরাধ । চেয়ারম্যানের সঙ্গে এই বিষয় নিয়ে দেখা করে জানতে চেয়েছিলাম আমরা ৷ বলেছি ওই ক্লার্কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে । নয়তো ভারতীয় জনতা পার্টি আইনত ব্যবস্থা নেবে ।"

আরও পড়ুন : 'দুয়ারে ডাক্তার' শিবির না করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত চিকিৎসক দেওয়ার দাবি সুন্দরবনের মানুষদের

তবে এই বিষয়ে খড়ার পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা তৃণমূলের খড়ারের টাউন সভাপতি অরূপ রায় বলেন, "কাজটা উনি ঠিক করেননি । একজন ক্লার্কের এক্তিয়ার সম্পর্কে জানা উচিত ছিল । আমি ওনার সঙ্গে যোগাযোগ করলে উনি ভুল স্বীকার করেন ৷ ভুলবশত করা হয়ে গিয়েছে বলে তিনি মেনে নিয়েছেন ।"

তবে এই বিষয়ে পৌরসভার ওই ক্লার্ক অভিজিৎ ঘোষ ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি । তিনি জানিয়েছেন, চেয়ারম্যান স্যার এই বিষয়ে তাঁকে কোনও মন্তব্য করতে বারণ করেছেন তাই তিনি কিছু বলতে পারবেন না । অন্যদিকে, এই বিষয়ে খড়ার পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দোলুই ভুল স্বীকার করে নিয়ে বলেন, "ওয়ারিশ সার্টিফিকেট কোনও স্টাফ দিতে পারেন না । এই সার্টিফিকেট চেয়ারম্যান দেন এবং কাউন্সিলর তা ভেরিফাই করে রেফার করেন । এটা কোনও সার্টিফিকেটই নয়, যদি এটা কেউ দিয়ে থাকে আমরা যথাযথ ব্যবস্থা নেব ।"

Last Updated : Jun 23, 2023, 7:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.