খড়গপুর, 4 মে : সিভিক ভলান্টিয়ারের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা খড়গপুরে ৷ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে খড়গপুর থানার অন্তর্গত হীরাডি এলাকায় ৷ মৃত সিভিক ভলান্টিয়ারের নাম সুভাষ রায় (24) ৷
মৃতের পরিবারের তরফে অভিযোগ খুন করা হয়েছে তাদের ছেলেকে । মূলত এলাকায় কয়লা পাচারে বাধা দেওয়ায় তাঁকে খুন হতে হল বলে অভিযোগ করে তারা । মঙ্গলবার সকালে খড়গপুর থানার অন্তর্গত হীরাডি এলাকায় রাস্তার পাশ থেকে সুভাষ রায়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ।
আজ ভোর রাতে ডিউটি থেকে বাড়ি ফেরার পথে তাঁকে খুন করে রাস্তার পাশে ফেলে দিয়ে গেছে বলে মৃতের পরিবার অভিযোগ জানায় । খড়গপুরের এসডিপিও দীপক সরকার সহ স্থানীয় থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতাল পাঠায় । পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় কয়লা পাচারের কাজ চলত । সেই কাজে অনেক বার বাধা দেয় সুভাষ । সোমবার কয়লা পাচারের সঙ্গে যারা যুক্ত তারা অনেকেই ধমক ও প্রাণনাশের হুমকি দেয় সুভাষকে । আজ তারাই খুন করেছে । খুনিদের শাস্তির দাবি করেন পরিবারের লোকেরা ।
সিভিক ভলান্টিয়ারের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়গপুরের স্থানীয় পুলিশ ৷
আরও পড়ুন : মমতার শপথের দিন দেশজুড়ে ধর্না বিজেপির