দাসপুর, 19 এপ্রিল : ভারতী ঘোষকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে CID । দাসপুরে তাঁর ভাড়াবাড়িতে চলছে জিজ্ঞাসাবাদ ।
সম্প্রতি BJP-তে যোগ দেন পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন SP ভারতী ঘোষ । পরবর্তীতে তাঁকে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে দল । এরপর থেকেই দাসপুরের চককৃষ্ণবাটিতে রাজকুমার মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকছিলেন । গতকাল ছিল মনোনয়ন পেশের দিন । গতকালই তাঁকে তলব করে CID । এবিষয়ে তিনি জানিয়েছিলেন, এটা কোনও নতুন বিষয় নয়, রাজ্যে একটা অসুস্থ সরকার চলছে । তিনি CID-কে সাফ জানিয়ে দিয়েছেন যে যেতে পারবেন না ।
এরপর আজ সকালে দাসপুরের ভাড়াবাড়িতে আসে CID-র বিশেষ প্রতিনিধি দল । শুরু হয় জিজ্ঞাসাবাদ ।