ETV Bharat / state

রাত পোহালেই মুখ্যমন্ত্রীর সভা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি - মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুল মাঠ

জনসভায় যোগ দিতে ইতিমধ্যে মেদিনীপুরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ আছেন মেদিনীপুর সার্কিট হাউজ়ে । আগামীকাল দুপুরে মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুল মাঠের সভার উদ্দেশে রওনা হবেন ।

মুখ্যমন্ত্রীর জনসভার প্রস্তুতি
মুখ্যমন্ত্রীর জনসভার প্রস্তুতি
author img

By

Published : Dec 6, 2020, 9:54 PM IST

মেদিনীপুর, 6 ডিসেম্বর : আগামীকাল জনসভা । মুখ্যমন্ত্রীর সেই জনসভার শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুল মাঠে । তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা তুঙ্গে । তবে মুখ্যমন্ত্রীর সভা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা ঢেলে সাজানো হয়েছে ৷ সভাস্থানের সুরক্ষাব্যবস্থা খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রীর বিশেষ নিরাপত্তা কর্মীরা ।

জনসভায় যোগ দিতে ইতিমধ্যে মেদিনীপুরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ আছেন মেদিনীপুর সার্কিট হাউজ়ে । আগামীকাল দুপুরে মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুল মাঠের সভার উদ্দেশে রওনা হবেন । এই সভা থেকে 2021-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতির ডাক দেবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ৷ এছাড়া বিভিন্ন প্রকল্পের উদ্বোধনও করতে পারেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন :- তৃণমূল নেত্রীর জনসভার প্রস্তুতি চলছে জোরকদমে

শুভেন্দু অধিকারীকে নিয়েও মন্তব্য করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় । তবে এই জনসভাকে ঘিরে রাজনৈতিক তরজা এখন তুঙ্গে । এদিকে কয়েকদিন ধরেই পতাকা ফেস্টুন লাগিয়ে এই জনসভার প্রচার করেছেন দলীয় কর্মীরা । তাই মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন তা নিয়ে তাদেঁর মধ্যেও উৎসাহ তুঙ্গে ৷ অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে দফায় দফায় সভাস্থান পরিদর্শন করছেন নিরাপত্তাকর্মীরা ।

উল্লেখ্য কোরোনা প্যানডেমিকের পর এই প্রথম মেদিনীপুরে জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী । এর আগে খড়গপুর এবং ঝাড়গ্রামে তিনি প্রশাসনিক মিটিংয়ে এসেছিলেন । সেখানে তিনি সরকারের বিভিন্ন প্রকল্পের পর্যালোচনা করেন ৷ কিন্তু বিধানসভার প্রস্তুতিতে প্যানডেমিকের পর এই প্রথম রাজনৈতিক সভা করতে মেদিনীপুরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

মেদিনীপুর, 6 ডিসেম্বর : আগামীকাল জনসভা । মুখ্যমন্ত্রীর সেই জনসভার শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুল মাঠে । তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা তুঙ্গে । তবে মুখ্যমন্ত্রীর সভা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা ঢেলে সাজানো হয়েছে ৷ সভাস্থানের সুরক্ষাব্যবস্থা খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রীর বিশেষ নিরাপত্তা কর্মীরা ।

জনসভায় যোগ দিতে ইতিমধ্যে মেদিনীপুরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ আছেন মেদিনীপুর সার্কিট হাউজ়ে । আগামীকাল দুপুরে মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুল মাঠের সভার উদ্দেশে রওনা হবেন । এই সভা থেকে 2021-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতির ডাক দেবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ৷ এছাড়া বিভিন্ন প্রকল্পের উদ্বোধনও করতে পারেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন :- তৃণমূল নেত্রীর জনসভার প্রস্তুতি চলছে জোরকদমে

শুভেন্দু অধিকারীকে নিয়েও মন্তব্য করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় । তবে এই জনসভাকে ঘিরে রাজনৈতিক তরজা এখন তুঙ্গে । এদিকে কয়েকদিন ধরেই পতাকা ফেস্টুন লাগিয়ে এই জনসভার প্রচার করেছেন দলীয় কর্মীরা । তাই মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন তা নিয়ে তাদেঁর মধ্যেও উৎসাহ তুঙ্গে ৷ অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে দফায় দফায় সভাস্থান পরিদর্শন করছেন নিরাপত্তাকর্মীরা ।

উল্লেখ্য কোরোনা প্যানডেমিকের পর এই প্রথম মেদিনীপুরে জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী । এর আগে খড়গপুর এবং ঝাড়গ্রামে তিনি প্রশাসনিক মিটিংয়ে এসেছিলেন । সেখানে তিনি সরকারের বিভিন্ন প্রকল্পের পর্যালোচনা করেন ৷ কিন্তু বিধানসভার প্রস্তুতিতে প্যানডেমিকের পর এই প্রথম রাজনৈতিক সভা করতে মেদিনীপুরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.