ETV Bharat / state

সবংয়ে বিজেপির বৈঠক চলাকালীন বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল

বিজেপির অভিযোগ, শনিবার সন্ধ্যায় সবংয়ের 10 নম্বর ভেমুয়া অঞ্চলে সাংগঠনিক বৈঠক চলছিল ৷ সেই সময় হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী । বৈঠক লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি চলে । ছ'জনকে সবং গ্রামীণ হাসপাতালে ভরতি করতে হয়েছে ।

beating-bombing-in-bjp-meeting-at-sabang-accused-tmc
beating-bombing-in-bjp-meeting-at-sabang-accused-tmc
author img

By

Published : Jan 31, 2021, 1:39 PM IST

সবং, 31 জানুয়ারি : সবংয়ে বিজেপির মিটিং চলাকালীন হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । চলল গাড়ি ভাঙচুর, বোমাবাজি ৷ ঘটনায় 8 বিজেপি কর্মী আহত হয়েছেন ৷ যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল ।

বিজেপি কর্মীদের অভিযোগ, শনিবার সন্ধ্যায় সবংয়ের 10 নম্বর ভেমুয়া অঞ্চলে বিজেপির সাংগঠনিক বৈঠক চলছিল ৷ সেই সময় সেখানে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী । মিটিং লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি চলে । ভাঙচুর চালানো হয় বিজেপি কর্মীদের বাইকেও । এমনকী মহিলা বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে । ঘটনায় আহত হয়েছেন 8 জন বিজেপি কর্মী ৷ 6 জনকে সবং গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ।

সবংয়ে বিজেপির মিটিং-এ বোমাবাজির অভিযোগ ৷

আরও পড়ুন: বিজেপি-র কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ কোচবিহারে

এক বিজেপি কর্মীর অভিযোগ, "যখন বৈঠক চলছিল সেই সময় অতর্কিতে হামলা চালায় শাসকদলের দুষ্কৃতীরা । বোমাবাজি করে ৷ আক্রান্ত হন আমাদের কর্মী-সমর্থকরা । অনেকেই গুরুতর আহত হন । এর তীব্র নিন্দা করছি ৷ দুষ্কৃতীদের গ্রেপ্তারির দাবি জানাচ্ছি ।"

যাবতীয় অভিযোগ অস্বীকার করছে তৃণমূল ৷ দলের অঞ্চল সভাপতি রাজীব সি বলেন, "অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত । ওই সময় আমাদের মিটিং চলছিল ৷ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজি হয়েছে । এরপর তারা আমাদের কর্মীদের মারধর করে । তাতে আমাদের 5 কর্মী আহত হয়েছেন । এর তীব্র নিন্দা করছি ৷ বিজেপির এলাকাকে অশান্ত করছে ৷"

সবং, 31 জানুয়ারি : সবংয়ে বিজেপির মিটিং চলাকালীন হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । চলল গাড়ি ভাঙচুর, বোমাবাজি ৷ ঘটনায় 8 বিজেপি কর্মী আহত হয়েছেন ৷ যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল ।

বিজেপি কর্মীদের অভিযোগ, শনিবার সন্ধ্যায় সবংয়ের 10 নম্বর ভেমুয়া অঞ্চলে বিজেপির সাংগঠনিক বৈঠক চলছিল ৷ সেই সময় সেখানে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী । মিটিং লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি চলে । ভাঙচুর চালানো হয় বিজেপি কর্মীদের বাইকেও । এমনকী মহিলা বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে । ঘটনায় আহত হয়েছেন 8 জন বিজেপি কর্মী ৷ 6 জনকে সবং গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ।

সবংয়ে বিজেপির মিটিং-এ বোমাবাজির অভিযোগ ৷

আরও পড়ুন: বিজেপি-র কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ কোচবিহারে

এক বিজেপি কর্মীর অভিযোগ, "যখন বৈঠক চলছিল সেই সময় অতর্কিতে হামলা চালায় শাসকদলের দুষ্কৃতীরা । বোমাবাজি করে ৷ আক্রান্ত হন আমাদের কর্মী-সমর্থকরা । অনেকেই গুরুতর আহত হন । এর তীব্র নিন্দা করছি ৷ দুষ্কৃতীদের গ্রেপ্তারির দাবি জানাচ্ছি ।"

যাবতীয় অভিযোগ অস্বীকার করছে তৃণমূল ৷ দলের অঞ্চল সভাপতি রাজীব সি বলেন, "অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত । ওই সময় আমাদের মিটিং চলছিল ৷ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজি হয়েছে । এরপর তারা আমাদের কর্মীদের মারধর করে । তাতে আমাদের 5 কর্মী আহত হয়েছেন । এর তীব্র নিন্দা করছি ৷ বিজেপির এলাকাকে অশান্ত করছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.