ETV Bharat / state

Body of a Boy Recovered: আট বছরের বালকের দেহ উদ্ধারে চাঞ্চল্য, তদন্তে পুলিশ - বালকের দেহ উদ্ধার

শনিবার দুপুরে আট বছরের এক বালকের দেহ উদ্ধার হয়েছে পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার অন্তর্গত বেনারডিহি গ্রামে নদীর পাড় থেকে ৷ 26 জুলাই থেকে নিখোঁজ ছিল সে ৷

ETV Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Jul 29, 2023, 8:59 PM IST

মেদিনীপুর, 29 জুলাই: নদীর পাড়ে ঝোপের ভিতর থেকে উদ্ধার হল তিন দিন ধরে নিখোঁজ থাকা আট বছরের এক বালকের দেহ ৷ মৃত বালকের নাম ইসলাম মণ্ডল ৷ জানা গিয়েছে, 26 জুলাই থেকে নিখোঁজ ছিল পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার অন্তর্গত বেনারডিহি গ্রামের বাসিন্দা ওই বালক ৷ পুলিশে নিখোঁজ ডায়েরিও করা হয় ৷ তদন্তও শুরু করে পুলিশ ৷ তারইমাঝে শনিবার দুপুরে গ্রামের প্রান্তে নদীর পাড়ে একটি ঝোপের ভিতরে দেহ উদ্ধার হয় বালকটির। ইমলামকে খুন করা হয়েছে বলে অভিযোগ বালকের পরিবার ও প্রতিবেশীদের ৷

ঘটনাক্রমে জানা গিয়েছে, মেদিনীপুর কোতোয়ালির অন্তর্গত বেনারডিহি গ্রাম থেকে গত 26 জুলাই সকালে নিখোঁজ হয়ে যায় ইসলাম মণ্ডল নামে ওই বালক। তাঁর বাবার নাম সাহিদুল মণ্ডল ৷ সাহিদুলের দ্বিতীয় পক্ষের স্ত্রী'র সন্তান ইসলাম। সাহিদুলের আগের পক্ষের স্ত্রী'র পরিবারের সঙ্গে নতুন পক্ষের স্ত্রী'র পরিবারের গণ্ডগোল ছিল আগে থেকেই । এই আবহে শনিবার দুপুর নাগাদ নিখোঁজ ইসলামের দেহ উদ্ধার হয় ঝোপ থেকে । এই ঘটনার পরই গ্রামবাসীদের অভিযোগ, বাচ্চাটিকে খুন করা হয়েছে ৷ অভিযোগের তির প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ৷ ঘটনার পর থেকেই নিখোঁজ ওই যুবক ৷ এদিন বালকের দেহ উদ্ধার হতেই উত্তেজিত গ্রামবাসী অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। খবর দেওয়া হয় পুলিশে ৷

আরও পড়ুন: আসানসোলের বৃদ্ধা খুনের কিনারা, গ্রেফতার 1; আরও 2 অভিযুক্তের খোঁজে পুলিশ

পরিস্থিতি সামাল দিতে এলাকায় যায় পুলিশ ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ ৷ ময়নাতদন্তের রিপোর্ট না-পাওয়া পর্যন্ত কীভাবে মৃত্যু হল ওই বালকের তা নিয়ে পুলিশ কিছু বলতে চায়নি ৷ মৃত বালকের মা সেরাতুন বিবি জানান, আগের পক্ষের সঙ্গে তাঁদের বিবাদ ছিল । কয়েকদিন আগে ওই অভিযুক্ত এসে শাসিয়ে গিয়েছিল তাদের ৷ বলেছিল, ইসলামকে আর খুঁজে পাওয়া যাবে না ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

মেদিনীপুর, 29 জুলাই: নদীর পাড়ে ঝোপের ভিতর থেকে উদ্ধার হল তিন দিন ধরে নিখোঁজ থাকা আট বছরের এক বালকের দেহ ৷ মৃত বালকের নাম ইসলাম মণ্ডল ৷ জানা গিয়েছে, 26 জুলাই থেকে নিখোঁজ ছিল পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার অন্তর্গত বেনারডিহি গ্রামের বাসিন্দা ওই বালক ৷ পুলিশে নিখোঁজ ডায়েরিও করা হয় ৷ তদন্তও শুরু করে পুলিশ ৷ তারইমাঝে শনিবার দুপুরে গ্রামের প্রান্তে নদীর পাড়ে একটি ঝোপের ভিতরে দেহ উদ্ধার হয় বালকটির। ইমলামকে খুন করা হয়েছে বলে অভিযোগ বালকের পরিবার ও প্রতিবেশীদের ৷

ঘটনাক্রমে জানা গিয়েছে, মেদিনীপুর কোতোয়ালির অন্তর্গত বেনারডিহি গ্রাম থেকে গত 26 জুলাই সকালে নিখোঁজ হয়ে যায় ইসলাম মণ্ডল নামে ওই বালক। তাঁর বাবার নাম সাহিদুল মণ্ডল ৷ সাহিদুলের দ্বিতীয় পক্ষের স্ত্রী'র সন্তান ইসলাম। সাহিদুলের আগের পক্ষের স্ত্রী'র পরিবারের সঙ্গে নতুন পক্ষের স্ত্রী'র পরিবারের গণ্ডগোল ছিল আগে থেকেই । এই আবহে শনিবার দুপুর নাগাদ নিখোঁজ ইসলামের দেহ উদ্ধার হয় ঝোপ থেকে । এই ঘটনার পরই গ্রামবাসীদের অভিযোগ, বাচ্চাটিকে খুন করা হয়েছে ৷ অভিযোগের তির প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ৷ ঘটনার পর থেকেই নিখোঁজ ওই যুবক ৷ এদিন বালকের দেহ উদ্ধার হতেই উত্তেজিত গ্রামবাসী অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। খবর দেওয়া হয় পুলিশে ৷

আরও পড়ুন: আসানসোলের বৃদ্ধা খুনের কিনারা, গ্রেফতার 1; আরও 2 অভিযুক্তের খোঁজে পুলিশ

পরিস্থিতি সামাল দিতে এলাকায় যায় পুলিশ ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ ৷ ময়নাতদন্তের রিপোর্ট না-পাওয়া পর্যন্ত কীভাবে মৃত্যু হল ওই বালকের তা নিয়ে পুলিশ কিছু বলতে চায়নি ৷ মৃত বালকের মা সেরাতুন বিবি জানান, আগের পক্ষের সঙ্গে তাঁদের বিবাদ ছিল । কয়েকদিন আগে ওই অভিযুক্ত এসে শাসিয়ে গিয়েছিল তাদের ৷ বলেছিল, ইসলামকে আর খুঁজে পাওয়া যাবে না ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.