ETV Bharat / state

Dilip Slams Mamata Govt: শ্রীলঙ্কার মতো অবস্থা হবে বাংলারও, কটাক্ষ দিলীপ ঘোষের

বুধবার মেদিনীপুর শহরের বটতলা কালীমন্দিরে পুজো দেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP MP Dilip Ghosh) ৷ তার পর বিভিন্ন ইস্য়ুতে কটাক্ষ করেন মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকার (Mamata Banerjee Government) ও তৃণমূল কংগ্রকে (Trinamool Congress) ৷

BJPs Dilip Ghosh Slams Mamata Banerjee Government on Various Issue
Dilip Slams Mamata Govt: শ্রীলঙ্কার মতো অবস্থা হবে বাংলারও, কটাক্ষ দিলীপ ঘোষের
author img

By

Published : Jul 13, 2022, 6:40 PM IST

মেদিনীপুর, 13 জুলাই : শ্রীলঙ্কার মতো অবস্থা হবে বাংলারও ৷ বুধবার এমনই দাবি করলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP MP Dilip Ghosh) ৷ এদিন তিনি মেদিনীপুর শহরের বটতলা কালীমন্দিরে পুজো দেন ৷ তার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করেন তিনি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, শ্রীলঙ্কায় রাজনৈতিক সংকট (Sri Lanka Crisis) তৈরি হয়েছে ৷ ঋণভারে জর্জরিত হওয়ার জন্যই দ্বীপরাষ্ট্রের এই অবস্থা ৷ আর সেই সূত্র ধরেই দিলীপ ঘোষ তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের (Mamata Banerjee Government) বিরুদ্ধে ৷ যদিও তৃণমূলের দাবি, মোদি সরকারের জন্য ভারতের এই হাল হবে অদূর ভবিষ্য়তে ৷ সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই অভিযোগ করেছেন ৷ ফলে এদিন কার্যত সেই অভিযোগের পালটা জবাব দিলেন মেদিনীপুরের সাংসদ বিজেপির দিলীপ ঘোষ ৷

Dilip Slams Mamata Govt: শ্রীলঙ্কার মতো অবস্থা হবে বাংলারও, কটাক্ষ দিলীপ ঘোষের

এছাড়াও এদিন একাধিক ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছেন ৷ তার মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও মন্তব্য করেছেন তিনি ৷ তাঁর দাবি, এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর (NDA Presidential Candidate Dilip Ghosh) প্রতি মন থেকে সমর্থন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ কিন্তু তিনি রয়েছেন বিরোধীদের সঙ্গে ৷

অন্যদিকে কালী পুজোর প্রসঙ্গে তিনি জানান, বাংলার শান্তি ও সমৃদ্ধি তিনি চেয়েছেন মা কালীর কাছে । তাছাড়া মা কালী নিয়ে যাঁরা ‘কুবাক্য’ বলছেন, তাঁদের সুবুদ্ধিও চেয়েছেন বলে জানা গিয়েছে ৷ একই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনে যাতে কোনও অশান্তি না হয়, তা নিয়েও তিনি মায়ের কাছে প্রার্থনা করেছেন বলে দাবি করেছেন ৷

উত্তর 24 পরগনার ভাটপাড়ায় বোমাবাজি প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, ভাটপাড়া হচ্ছে বোমাবাজির প্রধান জায়গা । তবে শুধু ভাটপাড়া বললে ভুল হবে, গোটা রাজ্যেই বোমা শিল্পে প্রসার ঘটেছে ।

BJPs Dilip Ghosh Slams Mamata Banerjee Government on Various Issue
মেদিনীপুরে দিলীপ ঘোষের জনসংযোগ

এদিকে তাঁর মতে, মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে সমালোচনা করার কোনও ইস্যু না পেয়ে অশোক স্তম্ভের হিংস্রতা সংক্রান্ত বিষয় নিয়ে হইচই করা হচ্ছে ৷

আরও পড়ুন : Dilip on Canning Murder Case: ক্যানিংয়ে খুনের তদন্তভার সিবিআইয়ের হাতে যাবে, মত দিলীপের

মেদিনীপুর, 13 জুলাই : শ্রীলঙ্কার মতো অবস্থা হবে বাংলারও ৷ বুধবার এমনই দাবি করলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP MP Dilip Ghosh) ৷ এদিন তিনি মেদিনীপুর শহরের বটতলা কালীমন্দিরে পুজো দেন ৷ তার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করেন তিনি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, শ্রীলঙ্কায় রাজনৈতিক সংকট (Sri Lanka Crisis) তৈরি হয়েছে ৷ ঋণভারে জর্জরিত হওয়ার জন্যই দ্বীপরাষ্ট্রের এই অবস্থা ৷ আর সেই সূত্র ধরেই দিলীপ ঘোষ তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের (Mamata Banerjee Government) বিরুদ্ধে ৷ যদিও তৃণমূলের দাবি, মোদি সরকারের জন্য ভারতের এই হাল হবে অদূর ভবিষ্য়তে ৷ সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই অভিযোগ করেছেন ৷ ফলে এদিন কার্যত সেই অভিযোগের পালটা জবাব দিলেন মেদিনীপুরের সাংসদ বিজেপির দিলীপ ঘোষ ৷

Dilip Slams Mamata Govt: শ্রীলঙ্কার মতো অবস্থা হবে বাংলারও, কটাক্ষ দিলীপ ঘোষের

এছাড়াও এদিন একাধিক ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছেন ৷ তার মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও মন্তব্য করেছেন তিনি ৷ তাঁর দাবি, এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর (NDA Presidential Candidate Dilip Ghosh) প্রতি মন থেকে সমর্থন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ কিন্তু তিনি রয়েছেন বিরোধীদের সঙ্গে ৷

অন্যদিকে কালী পুজোর প্রসঙ্গে তিনি জানান, বাংলার শান্তি ও সমৃদ্ধি তিনি চেয়েছেন মা কালীর কাছে । তাছাড়া মা কালী নিয়ে যাঁরা ‘কুবাক্য’ বলছেন, তাঁদের সুবুদ্ধিও চেয়েছেন বলে জানা গিয়েছে ৷ একই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনে যাতে কোনও অশান্তি না হয়, তা নিয়েও তিনি মায়ের কাছে প্রার্থনা করেছেন বলে দাবি করেছেন ৷

উত্তর 24 পরগনার ভাটপাড়ায় বোমাবাজি প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, ভাটপাড়া হচ্ছে বোমাবাজির প্রধান জায়গা । তবে শুধু ভাটপাড়া বললে ভুল হবে, গোটা রাজ্যেই বোমা শিল্পে প্রসার ঘটেছে ।

BJPs Dilip Ghosh Slams Mamata Banerjee Government on Various Issue
মেদিনীপুরে দিলীপ ঘোষের জনসংযোগ

এদিকে তাঁর মতে, মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে সমালোচনা করার কোনও ইস্যু না পেয়ে অশোক স্তম্ভের হিংস্রতা সংক্রান্ত বিষয় নিয়ে হইচই করা হচ্ছে ৷

আরও পড়ুন : Dilip on Canning Murder Case: ক্যানিংয়ে খুনের তদন্তভার সিবিআইয়ের হাতে যাবে, মত দিলীপের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.