মেদিনীপুর, 13 জুলাই : শ্রীলঙ্কার মতো অবস্থা হবে বাংলারও ৷ বুধবার এমনই দাবি করলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP MP Dilip Ghosh) ৷ এদিন তিনি মেদিনীপুর শহরের বটতলা কালীমন্দিরে পুজো দেন ৷ তার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করেন তিনি ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, শ্রীলঙ্কায় রাজনৈতিক সংকট (Sri Lanka Crisis) তৈরি হয়েছে ৷ ঋণভারে জর্জরিত হওয়ার জন্যই দ্বীপরাষ্ট্রের এই অবস্থা ৷ আর সেই সূত্র ধরেই দিলীপ ঘোষ তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের (Mamata Banerjee Government) বিরুদ্ধে ৷ যদিও তৃণমূলের দাবি, মোদি সরকারের জন্য ভারতের এই হাল হবে অদূর ভবিষ্য়তে ৷ সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই অভিযোগ করেছেন ৷ ফলে এদিন কার্যত সেই অভিযোগের পালটা জবাব দিলেন মেদিনীপুরের সাংসদ বিজেপির দিলীপ ঘোষ ৷
এছাড়াও এদিন একাধিক ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছেন ৷ তার মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও মন্তব্য করেছেন তিনি ৷ তাঁর দাবি, এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর (NDA Presidential Candidate Dilip Ghosh) প্রতি মন থেকে সমর্থন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ কিন্তু তিনি রয়েছেন বিরোধীদের সঙ্গে ৷
অন্যদিকে কালী পুজোর প্রসঙ্গে তিনি জানান, বাংলার শান্তি ও সমৃদ্ধি তিনি চেয়েছেন মা কালীর কাছে । তাছাড়া মা কালী নিয়ে যাঁরা ‘কুবাক্য’ বলছেন, তাঁদের সুবুদ্ধিও চেয়েছেন বলে জানা গিয়েছে ৷ একই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনে যাতে কোনও অশান্তি না হয়, তা নিয়েও তিনি মায়ের কাছে প্রার্থনা করেছেন বলে দাবি করেছেন ৷
উত্তর 24 পরগনার ভাটপাড়ায় বোমাবাজি প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, ভাটপাড়া হচ্ছে বোমাবাজির প্রধান জায়গা । তবে শুধু ভাটপাড়া বললে ভুল হবে, গোটা রাজ্যেই বোমা শিল্পে প্রসার ঘটেছে ।
এদিকে তাঁর মতে, মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে সমালোচনা করার কোনও ইস্যু না পেয়ে অশোক স্তম্ভের হিংস্রতা সংক্রান্ত বিষয় নিয়ে হইচই করা হচ্ছে ৷
আরও পড়ুন : Dilip on Canning Murder Case: ক্যানিংয়ে খুনের তদন্তভার সিবিআইয়ের হাতে যাবে, মত দিলীপের