ETV Bharat / state

Dilip Ghosh Proposal: কংগ্রেসের চাচাজি-র নামে খড়গপুরের রেলসেতুর নামকরণের প্রস্তাব বিজেপির দিলীপের - জ্ঞান সিং সোহনপাল

খড়গপুরে একটি রেলসেতুর উদ্বোধন করলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ (BJP MP Dilip Ghosh) ৷ ওই রেলসেতুর নাম তিনি কংগ্রেসের প্রয়াত নেতা জ্ঞান সিং সোহনপাল ওরফে চাচার নামে করার প্রস্তাব দিয়েছেন ৷

Dilip Ghosh Proposal
Dilip Ghosh Proposal
author img

By

Published : Jan 12, 2023, 8:44 PM IST

কংগ্রেসের চাচাজি-র নামে খড়গপুরের রেলসেতুর নামকরণের প্রস্তাব বিজেপির দিলীপের

খড়গপুর (পশ্চিম মেদিনীপুর), 12 জানুয়ারি: খড়গপুর ও জ্ঞান সিং সোহনপালের নাম প্রায় সমার্থক (Congress Leader Late Gyan Singh Sohanpal) ৷ ওই কেন্দ্র থেকে কংগ্রেসের ওই প্রয়াত নেতা দশবার জিতে বিধায়ক হয়েছেন ৷ চাচা নামেই তাঁর পরিচিত ছিল বেশি ৷ প্রয়াত ওই নেতার নামেই এবার খড়গপুরের একটি রেলসেতুর নামকরণের প্রস্তাব দিলেন মেদিনীপুরের সাংসদ বিজেপির দিলীপ ঘোষ ৷

প্রসঙ্গত, নির্বাচনী রাজনীতিতে দিলীপের প্রথম সাফল্য খড়গপুরের বিধায়ক হয়ে ৷ তিনি হারিয়েছিলেন জ্ঞান সিং-কেই ৷ সেই প্রথম খড়গপুরে চাচা-মিথ ভেঙে যায় ৷ যা নিয়ে এখনও চর্চা হয় রাজ্য রাজনীতিতে ৷ তাই বৃহস্পতিবার সেতু উদ্বোধনে এসে দিলীপের এই প্রস্তাব ঘিরে আলোচনা শুরু হয়েছে বাংলার রাজনৈতিক মহলে ৷

জ্ঞান সিং সোহন পাল: এখনও ‘চাচা’ জ্ঞান সিং সোহনপালের নামেই খড়্গপুরকে চেনেন অনেকে । তিনি শুধু রেল শহর খড়্গপুরের 10 বারের বিধায়কই ছিলেন না, ছিলেন সংসদীয় রাজনীতিতে সৌজন্যের প্রতীকও । কংগ্রেস আমলে হয়েছিলেন মন্ত্রী । বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব সামলেছেন বাম আমলেও । সেরা বিধায়কের তকমাও পেয়েছেন একাধিকবার ।

সেই জ্ঞান সিং সোহনপালকে 2016 সালে পরাজিত করে খড়্গপুর সদরের বিধায়ক হয়েছিলেন বিজেপির দিলীপ ঘোষ । তার ঠিক এক বছর পরেই (8 অগস্ট, 2017) 92 বছর বয়সে প্রয়াত হয়েছেন চাচাজি ৷ গতকাল, 11 জানুয়ারি তাঁর 99-তম জন্মদিবস ৷ তার পর দিনই দিলীপের এই সৌজন্যের বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷

Dilip Ghosh
রেলসেতুর উদ্বোধনে দিলীপ ঘোষ

দিলীপ ঘোষের প্রস্তাব: বিজেপির (BJP) জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এদিন বলেন, “আজ (12 জানুয়ারি) বহু প্রতীক্ষিত গিরি ময়দান ফ্লাইওভারের (উড়ালপুলের) উদ্বোধন হল । খড়্গপুরবাসীর বহু বছরের স্বপ্নপূরণ হল আজ । সাংসদ হিসেবে আমাকে এই ফ্লাইওভার উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে । আমি ইতিমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষকে প্রস্তাব দিয়েছি, এই উড়ালপুলের নামকরণ করা হোক চাচাজির নামে । নাম রাখা হোক জ্ঞান সিং ফ্লাইওভার ।’’

পরে তিনি বলেন, ‘‘আমিও নির্দিষ্ট দফতরে চিঠি দেবো । একটি চাচাজির নামে নামের ফলক লাগাতে বলা হয়েছে । রেলের তরফে ডিআরএম (DRM Kharagpur) এম এস হাসমি সেই প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছেন ।’’ একই সঙ্গে দিলীপ বলেন, ‘‘প্রায় 2 বছরের বেশি সময় ধরে এই ফ্লাইওভারের কাজ চলেছে । তবে, মাঝখানে করোনা পর্বে কাজ থমকে না গেলে আরও আগেই এই উড়ালপুলের উদ্বোধন করা সম্ভব হত ৷’’

Dilip Ghosh
রেলসেতুর উদ্বোধনে দিলীপ ঘোষ

উল্লেখ্য, প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এই উড়ালপুল সুভাষপল্লী-গিরি ময়দান-খরিদা-জগন্নাথ মন্দিরকে সংযুক্ত করবে । দুটি লেভেল ক্রসিং (খরিদা ও গিরি ময়দান)-এর যানজট থেকে এবার মুক্তি পেতে চলেছেন খড়্গপুর-সহ জেলাবাসী । ঝাড়গ্রাম কিংবা মেদিনীপুরগামী বাসগুলিকেও আর থমকে যেতে হবে না লেভেল ক্রসিংয়ে ! সিনিয়র ডিসিএম জানিয়েছেন, প্রায় 44 কোটি টাকা ব্যয়ে এই ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে ।

আরও পড়ুন: জন্মদিনে শুভেন্দুকে শুভেচ্ছা দিলীপের, পালটা ধন্যবাদ বিরোধী দলনেতার

কংগ্রেসের চাচাজি-র নামে খড়গপুরের রেলসেতুর নামকরণের প্রস্তাব বিজেপির দিলীপের

খড়গপুর (পশ্চিম মেদিনীপুর), 12 জানুয়ারি: খড়গপুর ও জ্ঞান সিং সোহনপালের নাম প্রায় সমার্থক (Congress Leader Late Gyan Singh Sohanpal) ৷ ওই কেন্দ্র থেকে কংগ্রেসের ওই প্রয়াত নেতা দশবার জিতে বিধায়ক হয়েছেন ৷ চাচা নামেই তাঁর পরিচিত ছিল বেশি ৷ প্রয়াত ওই নেতার নামেই এবার খড়গপুরের একটি রেলসেতুর নামকরণের প্রস্তাব দিলেন মেদিনীপুরের সাংসদ বিজেপির দিলীপ ঘোষ ৷

প্রসঙ্গত, নির্বাচনী রাজনীতিতে দিলীপের প্রথম সাফল্য খড়গপুরের বিধায়ক হয়ে ৷ তিনি হারিয়েছিলেন জ্ঞান সিং-কেই ৷ সেই প্রথম খড়গপুরে চাচা-মিথ ভেঙে যায় ৷ যা নিয়ে এখনও চর্চা হয় রাজ্য রাজনীতিতে ৷ তাই বৃহস্পতিবার সেতু উদ্বোধনে এসে দিলীপের এই প্রস্তাব ঘিরে আলোচনা শুরু হয়েছে বাংলার রাজনৈতিক মহলে ৷

জ্ঞান সিং সোহন পাল: এখনও ‘চাচা’ জ্ঞান সিং সোহনপালের নামেই খড়্গপুরকে চেনেন অনেকে । তিনি শুধু রেল শহর খড়্গপুরের 10 বারের বিধায়কই ছিলেন না, ছিলেন সংসদীয় রাজনীতিতে সৌজন্যের প্রতীকও । কংগ্রেস আমলে হয়েছিলেন মন্ত্রী । বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব সামলেছেন বাম আমলেও । সেরা বিধায়কের তকমাও পেয়েছেন একাধিকবার ।

সেই জ্ঞান সিং সোহনপালকে 2016 সালে পরাজিত করে খড়্গপুর সদরের বিধায়ক হয়েছিলেন বিজেপির দিলীপ ঘোষ । তার ঠিক এক বছর পরেই (8 অগস্ট, 2017) 92 বছর বয়সে প্রয়াত হয়েছেন চাচাজি ৷ গতকাল, 11 জানুয়ারি তাঁর 99-তম জন্মদিবস ৷ তার পর দিনই দিলীপের এই সৌজন্যের বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷

Dilip Ghosh
রেলসেতুর উদ্বোধনে দিলীপ ঘোষ

দিলীপ ঘোষের প্রস্তাব: বিজেপির (BJP) জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এদিন বলেন, “আজ (12 জানুয়ারি) বহু প্রতীক্ষিত গিরি ময়দান ফ্লাইওভারের (উড়ালপুলের) উদ্বোধন হল । খড়্গপুরবাসীর বহু বছরের স্বপ্নপূরণ হল আজ । সাংসদ হিসেবে আমাকে এই ফ্লাইওভার উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে । আমি ইতিমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষকে প্রস্তাব দিয়েছি, এই উড়ালপুলের নামকরণ করা হোক চাচাজির নামে । নাম রাখা হোক জ্ঞান সিং ফ্লাইওভার ।’’

পরে তিনি বলেন, ‘‘আমিও নির্দিষ্ট দফতরে চিঠি দেবো । একটি চাচাজির নামে নামের ফলক লাগাতে বলা হয়েছে । রেলের তরফে ডিআরএম (DRM Kharagpur) এম এস হাসমি সেই প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছেন ।’’ একই সঙ্গে দিলীপ বলেন, ‘‘প্রায় 2 বছরের বেশি সময় ধরে এই ফ্লাইওভারের কাজ চলেছে । তবে, মাঝখানে করোনা পর্বে কাজ থমকে না গেলে আরও আগেই এই উড়ালপুলের উদ্বোধন করা সম্ভব হত ৷’’

Dilip Ghosh
রেলসেতুর উদ্বোধনে দিলীপ ঘোষ

উল্লেখ্য, প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এই উড়ালপুল সুভাষপল্লী-গিরি ময়দান-খরিদা-জগন্নাথ মন্দিরকে সংযুক্ত করবে । দুটি লেভেল ক্রসিং (খরিদা ও গিরি ময়দান)-এর যানজট থেকে এবার মুক্তি পেতে চলেছেন খড়্গপুর-সহ জেলাবাসী । ঝাড়গ্রাম কিংবা মেদিনীপুরগামী বাসগুলিকেও আর থমকে যেতে হবে না লেভেল ক্রসিংয়ে ! সিনিয়র ডিসিএম জানিয়েছেন, প্রায় 44 কোটি টাকা ব্যয়ে এই ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে ।

আরও পড়ুন: জন্মদিনে শুভেন্দুকে শুভেচ্ছা দিলীপের, পালটা ধন্যবাদ বিরোধী দলনেতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.