ঘাটাল, 5 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের দিন বুথ জ্যামের মতো ঘটনা থেকে শুরু করে ছাপ্পা ভোট পড়লে অথবা কেউ ভোট না-দিতে দিলে ব্যালট বাক্স তুলে নিয়ে পানা পুকুরে ফেলে দেওয়ার নিদান বিজেপি নেতার ৷ 'তৃণমূলের হার্মাদরা' ছাপ্পা করতে গেলে কাঁচা বাঁশ সঙ্গে রেখে পা ভেঙে দেওয়ারও নিদান দিলেন ঘাটালের বিজেপি নেতা রামকুমার দে ৷ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের ইড়পালায় দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার করে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ সেই পথসভা থেকে মঙ্গলবার এমন বিতর্কিত বক্তব্য রাখেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির এই সহ-সভাপতি ৷ পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল ৷
গেরুয়া শিবিরের কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি রামকুমার দে ৷ তিনি বলেন, "পঞ্চায়েত নির্বাচনের দিন তৃণমূলের হার্মাদরা বুথ জ্যাম করে, যদি ভোট না-দিতে দেয়, যদি ছাপ্পা মারে তাহলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বসে থাকবেন না ৷ ব্যালট বাক্স নিয়ে পানা পুকুরের জলে ফেলে দেবেন ৷ "
তিনি আরও বলেন, "এরপর যা হবে, সেই হিসেব আমারা বুঝে নেব ৷ আর ভোটের দিন কাঁচা বাঁশ সঙ্গে রাখবেন ৷ হার্মাদরা ভোট লুঠ করতে এলে সোজা পায়ে যাতে ফিরে যেতে না পারে তার ব্যবস্থা করবেন ৷" মঙ্গলবার রাতে ঘাটালের ইড়পালা এলাকায় পথসভা থেকে শাসকদলের উদ্দেশ্যে রীতিমতো হুঁশিয়ারি দেন বিজেপি নেতা ।
আরও পড়ুন: কাজ না করলে সরিয়ে দেওয়া হবে, তৃণমূলের প্রার্থীদের আগাম সতর্কবার্তা অভিষেকের
বিজেপি নেতার এমন বক্তব্যে বিতর্ক তৈরি হয়েছে ৷ তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাজি ফোনে ইটিভি ভারতের প্রতিনিধিকে জানান, ওই এলাকায় বিজেপির সংগঠন তলানিতে ঠেকেছে ৷ তাই পঞ্চায়েত ভোটের আগে বাজার গরম করার জন্য এসব বলে বেড়াচ্ছেন ৷ শাসক নেতার আরও দাবি, বিজেপির ওটাই সংস্কৃতি, তৃণমূলের এই সংস্কৃতি নেই ৷ তৃণমূল গণতন্ত্রের পূজারী ৷ তাই ভোটের দিন তৃণমূলের কোথাও কিছু করার প্রয়োজন নেই ৷ কর্মীদের অক্সিজেন দেওয়া এবং প্রচারে আসার জন্য বিজেপি নেতা এইসব বলে বেড়াচ্ছেন বলে দাবি তৃণমূল নেতার ৷