কেশপুর, 12 মে : কেশপুরে বুথে ঢোকার সময় ধাক্কায় পড়ে গেলেন ভারতী ঘোষ । অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । ভারতীর পায়ের নখ উপড়ে যায় । তিনি কেঁদে ফেলেন । BJP এজেন্টকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ ।
আজ সকালে ভোট পরিদর্শন করতে বেরোন ঘাটালের BJP প্রার্থী । অভিযোগ, কেশপুরের চাঁদখালির একটি বুথে ঢোকার সময় তৃণমূলের লোকজন তাঁকে হেনস্থা করে । ধাক্কায় পড়ে যান ভারতী । তাঁর নখ উপড়ে যায় । কেঁদে ফেলেন তিনি । ওখানকার BJP এজেন্ট অয়ন বন্দ্যোপাধ্যায়কে মারধর করা হয় বলে অভিযোগ ।
জেলা প্রশাসনের কাছে ঘটনার প্রকৃত কারণ জানতে চাইল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ।