ETV Bharat / state

কেশপুরের বুথে হেনস্থা, কেঁদে ফেললেন ভারতী - TMC

ভারতী ঘোষকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় । তাঁর পায়ের নখ উপড়ে যায় ।

কেঁদে ফেললেন ভারতী
author img

By

Published : May 12, 2019, 8:13 AM IST

Updated : May 12, 2019, 8:50 AM IST

কেশপুর, 12 মে : কেশপুরে বুথে ঢোকার সময় ধাক্কায় পড়ে গেলেন ভারতী ঘোষ । অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । ভারতীর পায়ের নখ উপড়ে যায় । তিনি কেঁদে ফেলেন । BJP এজেন্টকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ ।

আজ সকালে ভোট পরিদর্শন করতে বেরোন ঘাটালের BJP প্রার্থী । অভিযোগ, কেশপুরের চাঁদখালির একটি বুথে ঢোকার সময় তৃণমূলের লোকজন তাঁকে হেনস্থা করে । ধাক্কায় পড়ে যান ভারতী । তাঁর নখ উপড়ে যায় । কেঁদে ফেলেন তিনি । ওখানকার BJP এজেন্ট অয়ন বন্দ্যোপাধ্যায়কে মারধর করা হয় বলে অভিযোগ ।

দেখুন ভিডিয়ো

জেলা প্রশাসনের কাছে ঘটনার প্রকৃত কারণ জানতে চাইল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ।

কেশপুর, 12 মে : কেশপুরে বুথে ঢোকার সময় ধাক্কায় পড়ে গেলেন ভারতী ঘোষ । অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । ভারতীর পায়ের নখ উপড়ে যায় । তিনি কেঁদে ফেলেন । BJP এজেন্টকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ ।

আজ সকালে ভোট পরিদর্শন করতে বেরোন ঘাটালের BJP প্রার্থী । অভিযোগ, কেশপুরের চাঁদখালির একটি বুথে ঢোকার সময় তৃণমূলের লোকজন তাঁকে হেনস্থা করে । ধাক্কায় পড়ে যান ভারতী । তাঁর নখ উপড়ে যায় । কেঁদে ফেলেন তিনি । ওখানকার BJP এজেন্ট অয়ন বন্দ্যোপাধ্যায়কে মারধর করা হয় বলে অভিযোগ ।

দেখুন ভিডিয়ো

জেলা প্রশাসনের কাছে ঘটনার প্রকৃত কারণ জানতে চাইল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ।

ফনির প্রভাবে বিপর্যস্ত পশ্চিম মেদিনীপুর বিস্তীর্ণ অংশ , ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে এলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী l বলা যায় যে গত 3 এবং 4 তারিখ ফনির প্রভাবে লন্ডভন্ড হয়ে যায় উড়িষ্যা রাজ্য l সেই ফনির প্রভাব পড়েছে পশ্চিমবাংলায় l ফনির গতিমুখ পরিবর্তন হতে হতে শেষে খড়গপুর এর উপর দিয়ে ফনি সোজা বেরিয়ে চলে যায় বাংলাদেশের দিকে l প্রথমে যেভাবে সমীক্ষা করা হয়েছিল , ফনির ভয়ঙ্কর প্রভাব কিন্তু পরবর্তীকালে প্রভাব অনেকটাই কমে যায় l আবহাওয়া দপ্তর বারবার ধরে পশ্চিমবাংলায় সতর্ক করা হয়েছে বিশেষ করে সমুদ্র তীরবর্তী এলাকা এবং সতর্ক করা হয়েছে দুই মেদিনীপুর এলাকায় l যদিও পরবর্তীকালে ফনির প্রভাব তেমনভাবে পড়েনি কিন্তু ফনির আগেই কুড়ি সেকেন্ড এর ঝড়ে লণ্ডভণ্ড হয়ে পড়ে মেদিনীপুর খড়্গপুর পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অংশ l পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় চার শতাধিক বাড়িঘর ভেঙ্গে পড়ে ,ক্ষতিগ্রস্ত হয় কাঁচা পাকা বাড়ি l ভেঙে পড়ে বড় বড় গাছপালা ,বিদ্যুতের খুঁটি ,তাই ফনির প্রভাবে আক্রান্ত পশ্চিম মেদিনীপুর জেলায় পরিদর্শনে এলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী l এদিন তিনি সার্কিট হাউসে এসে ঢোকেন বারোটা নাগাদ l এরপর তিনি সরকারি আধিকারিকদের নিয়ে মেদিনীপুর শহরের মিয়া বাজার সংলগ্ন তালমাল বস্তি ,তালপুকুর এলাকায় ভেঙে পড়া বাড়ি দেখতে দিন ঝটিকা সফর সারেন রাজ্যপাল l তিনি এলাকায় ঘুরে ঘুরে সাথে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথাবার্তা বলেন ,আশ্বাস দেন সাহায্যের l রাজ্যপাল কে সামনে পেয়ে নিজেদের দাবি জানায় এলাকার মানুষ l উল্লেখ্য পশ্চিম মেদিনীপুরে দীর্ঘদিন ধরে পৌরসভার নির্বাচন হয়নি যার জন্য এই মুহূর্তে কাউন্সিলহীন অবস্থায় ধুঁকছে মেদিনীপুর শহর l মেদিনীপুর শহরের বিপর্যস্ত মানুষের পাশে এসে দাঁড়ালেন রাজ্যপাল ,আর হাতের কাছে তাকে পেয়ে নিজেদের দুঃখ জানান l রাজ্যপাল তাদেরকে আশ্বাস দিয়ে বেরিয়ে পড়েন l গোপগড় এবং পরবর্তীকালে খড়গপুর এর উদ্দেশ্যে রওয়ানা দেন l এলাকা পরিদর্শন করে রাজ্যপাল আবার এসে উপস্থিত হবেন সার্কেট হাউসে l
Last Updated : May 12, 2019, 8:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.