ETV Bharat / state

দাসপুরে আক্রান্ত বিজেপি কর্মী, অভিযুক্ত তৃণমূল - bjp tmc clash

দাসপুরে সোনামুই হাইস্কুল 266 নম্বর বুথের বাইরে বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । বিজেপি কর্মীর অভিযোগ, তৃণমূলের তিন-চারজন তাঁকে বাঁশ, লাঠি দিয়ে মারতে থাকে ৷ তাঁকে কিল-চড় মারা হয় ৷ প্রাণে মারার হুমকিও দেওয়া হয় তাঁকে ৷

দাসপুরে আক্রান্ত বিজেপি কর্মী
দাসপুরে আক্রান্ত বিজেপি কর্মী
author img

By

Published : Apr 1, 2021, 7:19 PM IST

Updated : Apr 3, 2021, 8:38 AM IST

দাসপুর, 1 এপ্রিল : নির্বাচনের দিন উত্তপ্ত হল দাসপুর ৷ আক্রান্ত এক বিজেপি কর্মী ৷ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার ৷

ঘটনার সূত্রপাত, গতকাল রাতে দলীয় পতাকা ছেড়াকে কেন্দ্র করে ৷ তৃণমূল তাদের দলীয় পতাকা ছিড়ে দেওয়ার অভিযোগ তোলে বিজেপির বিরুদ্ধে । আজ সায়ন আলু নামে এক বিজেপি কর্মী ভোট দিয়ে বাড়ি ফেরার সময় পতাকা ছেড়ার ঘটনা নিয়ে তৃণমূলের কর্মীদের সঙ্গে বচসা বাধে ৷ দাসপুরে সোনামুই হাইস্কুল 266 নং বুথের বাইরে সায়নের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । বিজেপি কর্মীর অভিযোগ, তৃণমূলের তিন-চারজন তাঁকে বাঁশ, লাঠি দিয়ে মারতে থাকে ৷ তাঁকে কিল-চড় মারা হয় ৷ প্রাণে মারার হুমকিও দেওয়া হয় তাঁকে ৷ দাসপুর হাসপাতালে বিজেপি কর্মীকে ভর্তি করা হয় । ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী । ঘটনার জেরে এক তৃণমূল কর্মীকে আটক করে দাসপুর থানার পুলিশ ।

দাসপুরে আক্রান্ত বিজেপি কর্মী

আরও পড়ুন : প্রার্থীর অধিকার নেই বুথ দখল করে বসে যাওয়ার, আক্রমণ জয়প্রকাশের

অপরদিকে, দাসপুর বিধানসভারই 173 নম্বর বুথে তৃণমূল কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠে বিজেপি নেতা ভোলানাথ শাসমলের বিরুদ্ধে । পাশাপাশি ঘাটাল বিধানসভার 244 নম্বর বুথে তৃণমূলের ভোটারদের আটকে রাখার অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে ৷ খবর পেয়ে বুথে কেন্দ্রীয় বাহিনী গিয়ে ভোটারদের ভোটদানে সহযোগিতা করে । ওই ঘটনায় চারজন বিজেপি কর্মীকে আটক করে ঘাটাল থানার পুলিশ ।

দাসপুর, 1 এপ্রিল : নির্বাচনের দিন উত্তপ্ত হল দাসপুর ৷ আক্রান্ত এক বিজেপি কর্মী ৷ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার ৷

ঘটনার সূত্রপাত, গতকাল রাতে দলীয় পতাকা ছেড়াকে কেন্দ্র করে ৷ তৃণমূল তাদের দলীয় পতাকা ছিড়ে দেওয়ার অভিযোগ তোলে বিজেপির বিরুদ্ধে । আজ সায়ন আলু নামে এক বিজেপি কর্মী ভোট দিয়ে বাড়ি ফেরার সময় পতাকা ছেড়ার ঘটনা নিয়ে তৃণমূলের কর্মীদের সঙ্গে বচসা বাধে ৷ দাসপুরে সোনামুই হাইস্কুল 266 নং বুথের বাইরে সায়নের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । বিজেপি কর্মীর অভিযোগ, তৃণমূলের তিন-চারজন তাঁকে বাঁশ, লাঠি দিয়ে মারতে থাকে ৷ তাঁকে কিল-চড় মারা হয় ৷ প্রাণে মারার হুমকিও দেওয়া হয় তাঁকে ৷ দাসপুর হাসপাতালে বিজেপি কর্মীকে ভর্তি করা হয় । ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী । ঘটনার জেরে এক তৃণমূল কর্মীকে আটক করে দাসপুর থানার পুলিশ ।

দাসপুরে আক্রান্ত বিজেপি কর্মী

আরও পড়ুন : প্রার্থীর অধিকার নেই বুথ দখল করে বসে যাওয়ার, আক্রমণ জয়প্রকাশের

অপরদিকে, দাসপুর বিধানসভারই 173 নম্বর বুথে তৃণমূল কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠে বিজেপি নেতা ভোলানাথ শাসমলের বিরুদ্ধে । পাশাপাশি ঘাটাল বিধানসভার 244 নম্বর বুথে তৃণমূলের ভোটারদের আটকে রাখার অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে ৷ খবর পেয়ে বুথে কেন্দ্রীয় বাহিনী গিয়ে ভোটারদের ভোটদানে সহযোগিতা করে । ওই ঘটনায় চারজন বিজেপি কর্মীকে আটক করে ঘাটাল থানার পুলিশ ।

Last Updated : Apr 3, 2021, 8:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.