শালবনি, 26 মার্চ : শালবনিতে আগামীকাল প্রথম দফার ভোট ৷ তার আগে সেখান থেকে উদ্ধার হল এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ ৷ আজ সকালে শালবনির বাঘমারি গ্রামের কাছে একটি গাছে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ মৃত বিজেপি কর্মীর নাম লালমোহন সোরেন (22) ৷ তাঁকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ বিজেপির অভিযোগ, তৃণমূলই এই ঘটনার পিছনে রয়েছে ৷ যদিও, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷
অভিযোগ, গতরাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে খুন করে একটি গাছে ঝুলিয়ে দেয় । আজ সকালে তাঁর দেহ চোখে পড়ে গ্রামবাসীর ৷ তারা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় ৷ পুলিশ ঘটনাস্থানে এসে দেহটি উদ্ধার করে ৷ পুলিশের পাশাপাশি তদন্তে নেমেছে কেন্দ্রীয় বাহিনী ৷
আগামীকাল পশ্চিম মেদিনীপুর জেলায় 6 টি কেন্দ্রে নির্বাচন রয়েছে । দাঁতন, কেশিয়াড়ি, খড়গপুর, মেদিনীপুর, গড়বেতা এবং শালবনিতে। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে । কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এলাকা। তারই মধ্যে বিজেপি কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন, দিনহাটায় মৃত বিজেপি নেতার দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি বিজেপির
এদিকে, দু'দিন আগে দিনহাটায় বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে ৷ এই ঘটনার প্রতিবাদে গতকালই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মেদিনীপুরে কালো কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ দেখিয়েছিলেন এবং পুলিশকে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছিলেন ৷ তার রেশ কাটতে না কাটতেই ফের বিজেপি কর্মীর মৃত্যু ।