খড়গপুর, 8 ফেব্রুয়ারি : সোমবার বেশ রাতেই পৌরসভা ভোটের (Bengal Civic Polls 2022) জন্য বিজেপির প্রার্থীতালিকা প্রকাশ করা হয় ৷ সেই প্রার্থীতালিকা প্রকাশ হতেই বিজেপির ভিতরে বাড়তে শুরু করেছে ক্ষোভ-বিক্ষোভ ৷ টিকিট না পেয়ে একাধিক পৌরসভা এলাকায় শুরু হয়েছে অশান্তি ৷ তেমনি একটি ঘটনা ঘটেছে খড়গপুর পৌরসভা এলাকায় ৷ অভিযোগ, সৌমেন দাস নামে এক বিজেপি নেতা বিজেপির প্রাক্তন রাজ্য সম্পাদক তুষার মুখোপাধ্যায়ের বাড়িতে হামলা চালিয়েছেন (Attack on BJP Leader House in Kharagpur) ৷ খড়গপুর পৌরসভার 23 নং ওয়ার্ডে সৌমেনবাবুর স্ত্রী বিজেপির টিকিট না পাওয়ায় এই হামলা বলে অভিযোগ ৷ যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন সৌমেন দাস ৷
অভিযুক্ত সৌমেন দাস 23নং ওয়ার্ডের বিজেপি সভাপতি ৷ তাঁর স্ত্রী রাখি দাসকে এবার ওই ওয়ার্ড থেকে প্রার্থী করার কথা ছিল বলে দাবি করেন ওই বিজেপি নেতা ৷ কিন্তু, সোমবার রাতে প্রার্থীতালিকা প্রকাশ হওয়ার পর সেখানে তাঁর স্ত্রীর নাম ছিল না ৷ রাত প্রায় 2টো নাগাদ স্ত্রীকে সঙ্গে নিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সম্পাদক তুষার মুখোপাধ্যায়ের বাড়িতে হামলা করেন সৌমেন দাস (BJP Ward President Attacks on Senior BJP Leader House in Kharagpur) বলে অভিযোগ ৷ তুষার মুখোপাধ্যায়ের বাড়ির সামনে রাখা গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে ৷
এনিয়ে তুষার মুখোপাধ্যায় অভিযোগ করেছেন, রাখি দাস যাতে 23নং ওয়ার্ড থেকে বিজেপির হয়ে লড়তে পারেন তা যেন তুষারবাবু নিশ্চিত করেন ৷ আর তা না হলে তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন সৌমেন দাস ৷
আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ, কৃষ্ণনগরে বিজেপির জেলা দফতরে তালা দিলেন কর্মীরা
যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন সৌমেন দাস ৷ তিনি দাবি করেছেন, রাতে বাইরে ঝামেলার শব্দ শুনতে পান তাঁরা ৷ সৌমেন দাসের স্ত্রী সেই শব্দ শুনে বাইরে বেরিয়ে ছিলেন ৷ তিনি সেই সময় ভিতরে ছিলেন ৷ দরজা খুলে তাঁর স্ত্রী দেখেন বাড়ির সামনে পুলিশ দাঁড়িয়ে রয়েছে ৷ সৌমেন দাসের দাবি, তুষার মুখোপাধ্যায়য়ের পুরনো কোনও শত্রু এই ঘটনা ঘটিয়েছে ৷ তুষার মুখোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ করেছেন খড়পুর পৌরসভার 23নং ওয়ার্ডের বিজেপি সভাপতি ৷ তিনি বলেন, ‘‘চাইলে আইনত ব্যবস্থা নিতে পারেন তুষারবাবু ৷ তবে, তাঁকে প্রমাণ করতে হবে সৌমেন দাস ভাঙচুর করেছেন ৷’’