ধরমা (পশ্চিম মেদিনীপুর), 4 জুলাই : তোলাবাজির প্রতিবাদ করায় যুবককে গুলি ৷ গুলি চালায় একদল দুষ্কৃতী ৷ পশ্চিম মেদিনীপুরের ধরমার ঘটনা ৷
গতকাল বিকেল 4টে নাগাদ ধরমা এলাকায় তোলা তুলছিল একদল দুষ্কৃতী ৷ সেসময়ে ধরমার স্থানীয় যুবক বিল্টু গোপ প্রতিবাদ করেন ৷ তাঁর সঙ্গে বচসা বাধে দুষ্কৃতীদের ৷ এরপর বিল্টু তাঁর বন্ধু রাজা মজুমদারকে ডাকেন ৷ রাজার সঙ্গেও বচসায় জড়িয়ে পড়ে দুষ্কৃতীরা ৷ বচসা চলার সময়ই রাজার মাথায় ও বুকে গুলি চালায় দুষ্কৃতীরা এবং ঘটনাস্থান থেকে পালিয়ে যায় ৷ স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে আসে ৷ গুরুতর জখম অবস্থায় রাজাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ অভিযোগ, স্থানীয় একটি লজে প্রতিদিন মধুচক্রের আসর বসে ৷ তোলাবাজি চলে ৷ প্রতিদিন কিছু না কিছু অশান্তি লেগে থাকে এলাকায় ৷ আগেও অনেকবার প্রতিবাদ করা হয়েছে, কিন্তু কোনও লাভ হয়নি ৷ প্রশাসনকেও আগে জানানো হয়েছিল ৷ তারা ব্যবস্থা নেয়নি ।
স্থানীয়দের দাবি, লজের মালিক ও ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক ৷ এরপর ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা লজে ইট-পাটকেল ছুড়তে থাকে ৷ পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
যদিও পুলিশের অনুমান, ব্যবসা সংক্রান্ত কারণেই বচসা আর তার জেরেই রাজাকে গুলি করে দুষ্কৃতীরা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷