ETV Bharat / state

Chandrakona Boat: চন্দ্রকোণায় মানুষের কাঁধে পাড় হচ্ছে নৌকা ! - চন্দ্রকোণা

বন্যা কবলিত পশ্চিম মেদিনীপুরের ঘাটাল চন্দ্রকোণার মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম নৌকা ৷ এবার সেই নৌকাই পার হচ্ছে মানুষের কাঁধে ৷ নৌকা পার করতে সাহায্য করে মানবিকতার নজির সৃষ্টি করল গ্রামবাসীরা ৷

Chandrakona Boat
চন্দ্রকোণায় মানুষের কাঁধে পাড় হচ্ছে নৌকা, নজির মানবিকতার
author img

By

Published : Aug 14, 2021, 8:09 AM IST

চন্দ্রকোণা, 13 অগস্ট: প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোণা, গড়বেতা সহ বিস্তীর্ণ অংশ ৷ পারাপারের অন্যতম মাধ্যম নৌকা । আর সেই নৌকার উপর বসে সাইকেল এবং বাইকে চড়ে পারাপার হত সাধারণ মানুষ ৷ কিন্তু এখন সমস্যায় পড়েছে নৌকা । হ্যাঁ ঠিকই শুনেছেন । নৌকাই এখন পারাপার হচ্ছে মানুষের কাঁধে চেপে । গতকাল এমনই ছবি দৃশ্য দেখা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় । নৌকা পার করতে হাত লাগালেন গ্রামবাসীরা ।

নৌকায় চড়ে নদী বা বন্যার জল পারাপারের ছবি ঘাটালে পরিচিত ৷ কিন্তু সেই নৌকা যখন কোনও কারণে আটকে পড়ে আর গ্রামের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সেই নৌকা পার করে তা বিরল ঘটনা । এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 1 গ্রাম পঞ্চায়েতের ঘোষকিরা গ্রামে । জানা যায়, গড়বেতার লোখাটাপল এলাকায় বন্যায় শিলাবতী নদীর উপর সেতু ভেঙে পড়ায় পারাপারে চরম সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন । নদী পারাপারের জন্য সুদূর গড়বেতা থেকে ঘাটালের বন্দর এলাকা থেকে নৌকা কিনতে যায় লোখাটাপল গ্রামের বাসিন্দারা । শিলাবতী নদীর জলে ভাসিয়ে ঘাটাল থেকে গড়বেতা নিয়ে যাওয়ার পথে চন্দ্রকোণার ঘোষকিরা এলাকায় কাঠের সেতুর জন্য আটকে পড়ে ওই নতুন নৌকাটি । নৌকা আটকে পড়ায় চরম সমস্যায় পড়েন গড়বেতার লোখাটাপল এলাকার সুনীল শাসমল সহ অন্যান্য ।

চন্দ্রকোণায় মানুষের কাঁধে পাড় হচ্ছে নৌকা

আরও পড়ুন: মহিলা মোর্চার আইন অমান্যে উত্তপ্ত মেদিনীপুর, ধস্তাধস্তিতে জখম 20

ঘটনার খবর পেয়ে ঘোষকিরা এলাকার মানুষজন সাহায্যের হাত বাড়িয়ে দেন । হাতে-হাত মিলিয়ে শিলাবতী নদীর জল থেকে ডাঙ্গায় নৌকা তুলে পার করতে সাহায্য করেন । ঘন্টা তিনেকের চেষ্টায় শেষমেশ ঘোষকিরা গ্রামের মানুষের অক্লান্ত পরিশ্রমে কাঠের সেতু পার করে পুনরায় শিলাবতী নদীর জলে নৌকা নামিয়ে গড়বেতার লোখাটাপোল গ্রামের উদ্দেশ্য রওনা দেন ওই গ্রামের বাসিন্দারা । ঘোষকিরা গ্রামের মানুষের কথায় মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয় । সেটুকুই করা হয়েছে গ্রামবাসীরা মিলে ।

চন্দ্রকোণা, 13 অগস্ট: প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোণা, গড়বেতা সহ বিস্তীর্ণ অংশ ৷ পারাপারের অন্যতম মাধ্যম নৌকা । আর সেই নৌকার উপর বসে সাইকেল এবং বাইকে চড়ে পারাপার হত সাধারণ মানুষ ৷ কিন্তু এখন সমস্যায় পড়েছে নৌকা । হ্যাঁ ঠিকই শুনেছেন । নৌকাই এখন পারাপার হচ্ছে মানুষের কাঁধে চেপে । গতকাল এমনই ছবি দৃশ্য দেখা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় । নৌকা পার করতে হাত লাগালেন গ্রামবাসীরা ।

নৌকায় চড়ে নদী বা বন্যার জল পারাপারের ছবি ঘাটালে পরিচিত ৷ কিন্তু সেই নৌকা যখন কোনও কারণে আটকে পড়ে আর গ্রামের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সেই নৌকা পার করে তা বিরল ঘটনা । এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 1 গ্রাম পঞ্চায়েতের ঘোষকিরা গ্রামে । জানা যায়, গড়বেতার লোখাটাপল এলাকায় বন্যায় শিলাবতী নদীর উপর সেতু ভেঙে পড়ায় পারাপারে চরম সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন । নদী পারাপারের জন্য সুদূর গড়বেতা থেকে ঘাটালের বন্দর এলাকা থেকে নৌকা কিনতে যায় লোখাটাপল গ্রামের বাসিন্দারা । শিলাবতী নদীর জলে ভাসিয়ে ঘাটাল থেকে গড়বেতা নিয়ে যাওয়ার পথে চন্দ্রকোণার ঘোষকিরা এলাকায় কাঠের সেতুর জন্য আটকে পড়ে ওই নতুন নৌকাটি । নৌকা আটকে পড়ায় চরম সমস্যায় পড়েন গড়বেতার লোখাটাপল এলাকার সুনীল শাসমল সহ অন্যান্য ।

চন্দ্রকোণায় মানুষের কাঁধে পাড় হচ্ছে নৌকা

আরও পড়ুন: মহিলা মোর্চার আইন অমান্যে উত্তপ্ত মেদিনীপুর, ধস্তাধস্তিতে জখম 20

ঘটনার খবর পেয়ে ঘোষকিরা এলাকার মানুষজন সাহায্যের হাত বাড়িয়ে দেন । হাতে-হাত মিলিয়ে শিলাবতী নদীর জল থেকে ডাঙ্গায় নৌকা তুলে পার করতে সাহায্য করেন । ঘন্টা তিনেকের চেষ্টায় শেষমেশ ঘোষকিরা গ্রামের মানুষের অক্লান্ত পরিশ্রমে কাঠের সেতু পার করে পুনরায় শিলাবতী নদীর জলে নৌকা নামিয়ে গড়বেতার লোখাটাপোল গ্রামের উদ্দেশ্য রওনা দেন ওই গ্রামের বাসিন্দারা । ঘোষকিরা গ্রামের মানুষের কথায় মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয় । সেটুকুই করা হয়েছে গ্রামবাসীরা মিলে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.