চন্দ্রকোনা, 3 এপ্রিল : কোরোনা সংক্রমণ রোখার একমাত্র পথই হল দূরত্ব বজায় রাখা l তার জন্যই সরকার থেকে লকডাউন ঘোষণা করা হয় । কিন্তু এখনও অনেকেই লকডাউন না মেনেই রাস্তাঘাটে ,বাজারে অযথা ভিড় জমাচ্ছেন l বার বার বলেও হুঁশ ফিরছে না l তাই রাস্তায় রাস্তায় ছবি এঁকে, ছড়া লিখে মানুষকে সচেতন হওয়ার বার্তা দিলেন এক বৃদ্ধ l একটাই আবেদন, "বিশ্বত্রাস করোনা, কেউ বাইরে বেরোবেন না l"
লকডাউন অমান্য করে যারা রাস্তায় বেরিয়ে পড়ছে সেই সব মানুষকে সচেতন করতে তুলি নিয়ে রাস্তায় নামলেন চন্দ্রকোনার চিত্রশিল্পী । চন্দ্রকোনা পৌরসভার 12নং ওয়ার্ডের বাসিন্দা পেশায় চিত্রশিল্পী নবীন পণ্ডিত । কোরোনা সচেতনতা ও লকডাউন নিয়ে এবার সাধারণ মানুষের সচেতনতার জন্য চন্দ্রকোনা শহরের গাছশীতলা মোড়সহ গুরুত্বপূর্ণ রাজ্যসড়কের উপরে রং তুলি নিয়ে নিজের উদ্যোগে সাবধান বাণী সহ ছড়া লিখে নজর কাড়লেন l
একাধিক সাবধান বাণী লিখেছেন তিনি । তার মধ্যে "ছোট ছেলেরা সব বাবাকে বলো বাইরে বের না হতে,বাইরে আছে কোরোনা ভাইরাস জীবন যাবে তাতে ।" পেশায় চিত্রশিল্পী নবীন বাবু এই বয়সেও ছবি আঁকায় নিপুণ, চন্দ্রকোনায় রয়েছে তাঁর একাধিক ছাত্রও l দরিদ্র পরিবার তাঁর । রং, তুলি নিয়ে পরিবারের হাল সামলাচ্ছেন এরকম একজন ব্যক্তির কোরোনা সচেতনতায় অভিনব চিন্তাভাবনাকে কুর্নিশ শহরবাসীর ।