চন্দ্রকোনা,15 জুন : স্কুলের পাশের পুকুর পাড় থেকে উদ্ধার হল একাদশ শ্রেণির ইংরেজি ও ভূগোল পরীক্ষার উত্তরপত্র । অভিযোগ, মূল্যায়ণ না করেই ফেলে দেওয়া হয়েছে উত্তরপত্রগুলি । ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মাংরুল বিশ্বেস্বর হাইস্কুলের ।
বৃহস্পতিবার স্কুলের পাশের পুকুর পাড়ে একাদশ শ্রেণির ইংরেজি ও ভূগোল পরীক্ষার উত্তরপত্র দেখতে পায় নবম শ্রেণির ছাত্র-ছাত্রীরা । তারপর সেগুলি উদ্ধার করে স্কুলে জমা দেওয়া হয় । এরপরই স্কুলে এসে ভিড় জমান অভিভাবকরা । প্রশ্ন ওঠে স্কুলের পরীক্ষা ব্যবস্থা নিয়ে । দাবি ওঠে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির ।
স্কুলের প্রধান শিক্ষক অনুপম ঘোষ ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন । তিনি বলেন, "গতকাল সকালে এটা জানতে পারি । ছাত্র-ছাত্রীরা আমার কাছে এসেছিল । সব শোনার পর আমি তখনই তদন্তের নির্দেশ দিই । যত দ্রুত সম্ভব পদক্ষেপ করার চেষ্টা করছি । কেন এই ঘটনা ঘটল তা নিয়ে শিক্ষক-শিক্ষিকা, অ্যাকাডেমি কাউন্সিল এবং ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনায় বসব ।"