ETV Bharat / state

পুকুর পাড় থেকে উদ্ধার উত্তরপত্র, বিক্ষোভ অভিভাবকদের - east medinipur

অভিযোগ, মূল্যায়ণ না করেই স্কুলের পুকুর পাড়ে ফেলে দেওয়া হয়েছে উত্তরপত্রগুলি । বিক্ষোভ অভিভাবকদের ।

স্কুলের প্রধান শিক্ষক অনুপম ঘোষ
author img

By

Published : Jun 15, 2019, 3:10 PM IST

চন্দ্রকোনা,15 জুন : স্কুলের পাশের পুকুর পাড় থেকে উদ্ধার হল একাদশ শ্রেণির ইংরেজি ও ভূগোল পরীক্ষার উত্তরপত্র । অভিযোগ, মূল্যায়ণ না করেই ফেলে দেওয়া হয়েছে উত্তরপত্রগুলি । ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মাংরুল বিশ্বেস্বর হাইস্কুলের ।

বৃহস্পতিবার স্কুলের পাশের পুকুর পাড়ে একাদশ শ্রেণির ইংরেজি ও ভূগোল পরীক্ষার উত্তরপত্র দেখতে পায় নবম শ্রেণির ছাত্র-ছাত্রীরা । তারপর সেগুলি উদ্ধার করে স্কুলে জমা দেওয়া হয় । এরপরই স্কুলে এসে ভিড় জমান অভিভাবকরা । প্রশ্ন ওঠে স্কুলের পরীক্ষা ব্যবস্থা নিয়ে । দাবি ওঠে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির ।

স্কুলের প্রধান শিক্ষক অনুপম ঘোষ ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন । তিনি বলেন, "গতকাল সকালে এটা জানতে পারি । ছাত্র-ছাত্রীরা আমার কাছে এসেছিল । সব শোনার পর আমি তখনই তদন্তের নির্দেশ দিই । যত দ্রুত সম্ভব পদক্ষেপ করার চেষ্টা করছি । কেন এই ঘটনা ঘটল তা নিয়ে শিক্ষক-শিক্ষিকা, অ্যাকাডেমি কাউন্সিল এবং ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনায় বসব ।"

চন্দ্রকোনা,15 জুন : স্কুলের পাশের পুকুর পাড় থেকে উদ্ধার হল একাদশ শ্রেণির ইংরেজি ও ভূগোল পরীক্ষার উত্তরপত্র । অভিযোগ, মূল্যায়ণ না করেই ফেলে দেওয়া হয়েছে উত্তরপত্রগুলি । ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মাংরুল বিশ্বেস্বর হাইস্কুলের ।

বৃহস্পতিবার স্কুলের পাশের পুকুর পাড়ে একাদশ শ্রেণির ইংরেজি ও ভূগোল পরীক্ষার উত্তরপত্র দেখতে পায় নবম শ্রেণির ছাত্র-ছাত্রীরা । তারপর সেগুলি উদ্ধার করে স্কুলে জমা দেওয়া হয় । এরপরই স্কুলে এসে ভিড় জমান অভিভাবকরা । প্রশ্ন ওঠে স্কুলের পরীক্ষা ব্যবস্থা নিয়ে । দাবি ওঠে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির ।

স্কুলের প্রধান শিক্ষক অনুপম ঘোষ ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন । তিনি বলেন, "গতকাল সকালে এটা জানতে পারি । ছাত্র-ছাত্রীরা আমার কাছে এসেছিল । সব শোনার পর আমি তখনই তদন্তের নির্দেশ দিই । যত দ্রুত সম্ভব পদক্ষেপ করার চেষ্টা করছি । কেন এই ঘটনা ঘটল তা নিয়ে শিক্ষক-শিক্ষিকা, অ্যাকাডেমি কাউন্সিল এবং ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনায় বসব ।"

পুকুর পাড় থেকে উদ্ধার হলো স্কুলের একাদশ শ্রেণির ইংরাজী ও ভুগোল পরীক্ষার খাতা ,এলাকায় চাঞ্চল্য l পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার মাংরুল বিশ্বেস্বর হাইস্কুলের ঘটনা ,ঘটনার জেরে ক্ষুব্ধ অভিভাবক ও স্কুলের ছাত্ররা l পড়ুয়া ও অভিভাবকদের অভিযোগ,একাদশ শ্রেণীর ইংরেজি ও ভূগোল পরীক্ষার খাতা গুলি না পরীক্ষা করেই ফেলে দেওয়া হয়েছে স্কুলেরই পুকুর পাড়ে l গতকাল বৃহস্পতিবার স্কুলের পুকুর পাড় থেকেই ওই খাতা গুলি উদ্ধার করে স্কুলের নবম শ্রেণীর ছাত্রীরা l এরপর ওই স্কুলের শিক্ষার মান নিয়ে অভিযোগ তুলেন স্থানীয়রা l অভিযোগ,কি করে ওই খাতাগুলি পুকুরপাড়ে আসলো তার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক l স্কুলের প্রধান শিক্ষক অনুপম ঘোষ ঘটনার সত্যতা স্বীকার করে নেন l পরীক্ষার খাতা পুকুর পাড় থেকে উদ্ধারের ঘটনা ছড়িয়ে পড়তেই শুক্রবার সকালে স্কুলে এসে ভীড় জমান অভিভাবকের l অভিভাবকদের দাবি, পরীক্ষার খাতা গুলি কিভাবে পুকুর পাড়ে আসলো তার পূর্ণ তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দিক স্কুল কর্তৃপক্ষ l
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.