খড়গপুর, 1 মে: খড়গপুরে কোরোনায় আক্রান্ত হলেন আরও এক RPF জওয়ান। আগেই দিল্লি ও রাজস্থান থেকে খড়গপুরে ফেরা 28 জন RPF জওয়ানের মধ্যে 6 জন কোরোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার আরও একজনের রিপোর্ট পজ়িটিভ এল।
লকডাউনের আগে RPF জওয়ান ও আধিকারিকদের 28 জনের একটি দল দিল্লি ও রাজস্থানে গিয়েছিল ট্রেনিংয়ে যোগ দিতে। আচমকা লকডাউন ঘোষণায় সেখানেই আটকে পড়েন তাঁরা। এরপর রেলের IG-র অনুমতি নিয়ে পার্সেল ট্রেনে করে 14 এপ্রিল খড়গপুরে ফিরে আসেন। এরপর সকলে কোয়ারানটিনেই ছিলেন । কিন্তু, এরই মাঝে ওড়িশার কটকে এক RPF-এর জওয়ানের কোরোনা পজ়িটিভ ধরা পড়ে। যিনি খড়গপুরের দলটির সঙ্গেই দিল্লি ও রাজস্থানে ট্রেনিং করেছিলেন। এরপরই স্বাস্থ্য পরীক্ষার পর একে একে খড়গপুরে ফিরে আসা 6 জনের কোরোনা সংক্রমণ ধরা পড়ে। তাঁদের পূর্ব মেদিনীপুরের মেছোগ্রামের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়। ়
এর জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে । কারণ, ওই জওয়ানদের আনা ট্রেনিং সেন্টারের অস্ত্র অনেকেই ব্যবহার করেছেন। একসঙ্গে মোট 120 জন জওয়ানকে কোয়ারানটিনে পাঠায় জেলা স্বাস্থ্য বিভাগ। এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার 90 জনের স্বাস্থ্য পরীক্ষা হয়। তাঁদের মধ্যে 35 জন RPF জওয়ান ছিলেন । টেস্টে তাঁদেরই এক জনের রিপোর্ট পজ়িটিভ আসে। এই রিপোর্ট আসার পর খড়গপুরের RPF ব্যারাক ও রাস্তা আজ ফের স্যানিটাইজ় করল দমকল ও পুলিশ বাহিনী।
এই বিষয়ে খড়গপুর রেল ডিভিশনের এক আধিকারিক জানান, "নতুন করে আরও এক RPF জওয়ান আক্রান্ত হয়েছেন। রিপোর্ট এসেছে । তাঁকে কোথায় ভরতি করা হবে তা নিয়ে আলোচনা চলছে। ব্যবস্থা নিচ্ছি।"
জেলা স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা বলেন, 90 জনের টেস্টের পর একজন RPF জওয়ানের কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে। ওই জওয়ান লকডাউনের মাঝেই দিল্লি ও রাজস্থান ঘুরে খড়গপুর ফিরেছিলেন।