ETV Bharat / state

Mid-Day Meal: মিড-ডে মিলের চাল বিক্রি ! প্রধান শিক্ষককে হাতেনাতে পাকড়াও গ্রামবাসীদের - Allegation of selling school mid day meal rice

মিড-ডে মিলের চাল বিক্রির অভিযোগ ৷ কাঠগড়ায় মানিকবাঁধ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ৷ স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের ৷

Mid Day Meal
মিড ডে মিল
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 7:59 PM IST

মিড ডে মিলের চাল বিক্রির অভিযোগ

গড়বেতা, 18 অক্টোবর: স্কুলের মিড-ডে মিলের চাল লুকিয়ে বিক্রি করার অভিযোগ প্রধান শিক্ষক বিরুদ্ধে ৷ হাতেনাতে পাকড়াও করল গ্রামবাসীরা ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার মানিকবাঁধ উচ্চ বিদ্যালয়ে । চাল বিক্রির প্রতিবাদে স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা । মঙ্গলবার গভীর রাত পর্যন্ত চলে এই বিক্ষোভ । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

গ্রামবাসীদের অভিযোগ, মঙ্গলবার বিদ্যালয়ের পঠন-পাঠন শেষ হওয়ার পর বেশ কিছুক্ষণ প্রধান শিক্ষক তাঁর নিজের রুমে বসেছিলন । এরপর সন্ধ্যার পর এক ফেরিওয়ালা মোটর বাইক নিয়ে স্কুলের মধ্যে আসেন । বেরোনোর সময় তাঁর বাইকে ছিল চালের বস্তা, যা দেখতে পায় এলাকাবাসীরা ৷ স্কুলের গেট পেরোনোর সঙ্গে সঙ্গেই গ্রামবাসীরা ওই ফেরিওয়ালাকে ধরে ফেলে । এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷

ফেরিওয়ালা মইনুদ্দিন খান জানান, প্রধান শিক্ষক তাঁকে চালের বস্তাগুলি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য ডেকেছিলেন । এর আগেও দু'তিনবার এভাবে চালের বস্তা নিয়ে গিয়েছিলেন তিনি । তবে চাপের মুখে পড়ে প্রধান শিক্ষক কার্যত একপ্রকার মেনে নিয়েছেন যে চালের বস্তাগুলি তিনি বিক্রি করছিলেন । তবে তপনকুমার মণ্ডলের সাফাই, "চাল গুলি নষ্ট হয়ে যাচ্ছিল ৷ তাই বিক্রি করে সেই অর্থ স্কুলের ফান্ডে কাজে লাগাতাম ।"

আরও পড়ুন: এবার মিড-ডে মিলেও 100 কোটির দুর্নীতির অভিযোগ, অস্বীকার রাজ্যের

চাল বিক্রির অভিযোগে প্রায় গভীর রাত্রি পর্যন্ত স্কুলের গেটে তালা লাগিয়ে চলে বিক্ষোভ । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন গড়বেতার বিডিও ও পুলিশ । গ্রামবাসীদের ক্ষোভের মধ্যে থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় প্রধান শিক্ষককে । যদিও এই ঘটনায় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ । এছাড়াও ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসনও । কী কারণে চাল স্কুল থেকে বেরোলে বা কাদের মাধ্যমে গেল, সেসব বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে । যদিও এ বিষয়ে প্রশাসনের কেউই সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে রাজি হননি ।

মিড ডে মিলের চাল বিক্রির অভিযোগ

গড়বেতা, 18 অক্টোবর: স্কুলের মিড-ডে মিলের চাল লুকিয়ে বিক্রি করার অভিযোগ প্রধান শিক্ষক বিরুদ্ধে ৷ হাতেনাতে পাকড়াও করল গ্রামবাসীরা ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার মানিকবাঁধ উচ্চ বিদ্যালয়ে । চাল বিক্রির প্রতিবাদে স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা । মঙ্গলবার গভীর রাত পর্যন্ত চলে এই বিক্ষোভ । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

গ্রামবাসীদের অভিযোগ, মঙ্গলবার বিদ্যালয়ের পঠন-পাঠন শেষ হওয়ার পর বেশ কিছুক্ষণ প্রধান শিক্ষক তাঁর নিজের রুমে বসেছিলন । এরপর সন্ধ্যার পর এক ফেরিওয়ালা মোটর বাইক নিয়ে স্কুলের মধ্যে আসেন । বেরোনোর সময় তাঁর বাইকে ছিল চালের বস্তা, যা দেখতে পায় এলাকাবাসীরা ৷ স্কুলের গেট পেরোনোর সঙ্গে সঙ্গেই গ্রামবাসীরা ওই ফেরিওয়ালাকে ধরে ফেলে । এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷

ফেরিওয়ালা মইনুদ্দিন খান জানান, প্রধান শিক্ষক তাঁকে চালের বস্তাগুলি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য ডেকেছিলেন । এর আগেও দু'তিনবার এভাবে চালের বস্তা নিয়ে গিয়েছিলেন তিনি । তবে চাপের মুখে পড়ে প্রধান শিক্ষক কার্যত একপ্রকার মেনে নিয়েছেন যে চালের বস্তাগুলি তিনি বিক্রি করছিলেন । তবে তপনকুমার মণ্ডলের সাফাই, "চাল গুলি নষ্ট হয়ে যাচ্ছিল ৷ তাই বিক্রি করে সেই অর্থ স্কুলের ফান্ডে কাজে লাগাতাম ।"

আরও পড়ুন: এবার মিড-ডে মিলেও 100 কোটির দুর্নীতির অভিযোগ, অস্বীকার রাজ্যের

চাল বিক্রির অভিযোগে প্রায় গভীর রাত্রি পর্যন্ত স্কুলের গেটে তালা লাগিয়ে চলে বিক্ষোভ । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন গড়বেতার বিডিও ও পুলিশ । গ্রামবাসীদের ক্ষোভের মধ্যে থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় প্রধান শিক্ষককে । যদিও এই ঘটনায় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ । এছাড়াও ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসনও । কী কারণে চাল স্কুল থেকে বেরোলে বা কাদের মাধ্যমে গেল, সেসব বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে । যদিও এ বিষয়ে প্রশাসনের কেউই সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে রাজি হননি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.