ETV Bharat / state

চারদিন অতিক্রান্ত, এখনও জলমগ্ন ঘাটাল

জমা জলে জেরবার ঘাটালবাসী ৷ চার দিন ধরে ঘাটালের একাধিক এলাকার রাস্তাঘাট জলের তলায় ৷ এই অবস্থায় কীভাবে চলছে রোজকার যাতায়াত ? প্রশাসনই বা কী বলছে ?

জল
জল
author img

By

Published : Jun 22, 2021, 11:18 AM IST

ঘাটাল, 21 জুন : চার দিন কেটে গেলেও জল যন্ত্রণা থেকে মুক্তি নেই ঘাটালবাসীর । শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর কমলেও ঘাটাল ব্লকের 11টি অঞ্চল এবং ঘাটাল পৌরসভার 12 টি ওয়ার্ড এখনও জলমগ্ন । জলের তলায় চল গিয়েছে পানীয় জলের কল থেকে শুরু করে চাষের জমি ।

ঘাটাল ব্লকের অজবনগরের একাধিক পরিবার জলমগ্ন ৷ নৌকা ও ডিঙিতে করে চলছে পারাপার । একই ছবি ঘাটাল পৌরসভার 2 নম্বর ওয়ার্ডেও ৷ সেখানকার আড়গোড়া সড়কে জল থই থই অবস্থা ৷ সরকারি নৌকায় চলছে যাতায়াত । যদিও ঘাটালের নদীগুলির জলস্তর কমায় নতুন করে এলাকায় জল ঢোকেনি, আর এতেই কিছুটা স্বস্তি ঘাটালবাসীর । তবে এই অবস্থায় ব্যারেজের জল ছাড়লে বা পুনরায় বৃষ্টি হলে জল যন্ত্রণা আরও বাড়বে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের ।

তবে গত চার দিন ধরে ঘাটাল ব্লকের বিভিন্ন অঞ্চল এবং পৌরসভার একাধিক ওয়ার্ড থেকে জল না নামায় দুর্ভোগের শিকার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা । কবে জল কমবে সেই আশায় রয়েছে তারা ৷

জমা জলে জেরবার ঘাটালবাসী
প্রসঙ্গত, প্রতি বছরই বর্ষায় বৃষ্টির জেরে ডুবে যায় ঘাটালের একাধিক এলাকার রাস্তাঘাট । যদিও বিগত দু'বছর সেরকম কোনও পরিস্থিতি তৈরি না হলেও এ বছর ফের একদিনের বৃষ্টিতে ডুবল ঘাটাল । এই অবস্থায় প্রশাসনের তরফে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে ৷ জলমগ্ন এলাকাগুলিতে শুকনো খাবার দেওয়ার পাশাপাশি চলছে ত্রিপল বিতরণ ৷ রাস্তা পুরোপুরি ডুবে যাওয়ায় এখন নৌকায় চেপে চলছে যাতায়াত ৷ যাদের নৌকা নেই তারা ছোট ডিঙিতে করে যাওয়া আসা করছে ৷

আরও পড়ুন : জলমগ্ন ঘাটাল, নৌকায় চেপে চলছে বিকিকিনি

ঘাটাল, 21 জুন : চার দিন কেটে গেলেও জল যন্ত্রণা থেকে মুক্তি নেই ঘাটালবাসীর । শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর কমলেও ঘাটাল ব্লকের 11টি অঞ্চল এবং ঘাটাল পৌরসভার 12 টি ওয়ার্ড এখনও জলমগ্ন । জলের তলায় চল গিয়েছে পানীয় জলের কল থেকে শুরু করে চাষের জমি ।

ঘাটাল ব্লকের অজবনগরের একাধিক পরিবার জলমগ্ন ৷ নৌকা ও ডিঙিতে করে চলছে পারাপার । একই ছবি ঘাটাল পৌরসভার 2 নম্বর ওয়ার্ডেও ৷ সেখানকার আড়গোড়া সড়কে জল থই থই অবস্থা ৷ সরকারি নৌকায় চলছে যাতায়াত । যদিও ঘাটালের নদীগুলির জলস্তর কমায় নতুন করে এলাকায় জল ঢোকেনি, আর এতেই কিছুটা স্বস্তি ঘাটালবাসীর । তবে এই অবস্থায় ব্যারেজের জল ছাড়লে বা পুনরায় বৃষ্টি হলে জল যন্ত্রণা আরও বাড়বে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের ।

তবে গত চার দিন ধরে ঘাটাল ব্লকের বিভিন্ন অঞ্চল এবং পৌরসভার একাধিক ওয়ার্ড থেকে জল না নামায় দুর্ভোগের শিকার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা । কবে জল কমবে সেই আশায় রয়েছে তারা ৷

জমা জলে জেরবার ঘাটালবাসী
প্রসঙ্গত, প্রতি বছরই বর্ষায় বৃষ্টির জেরে ডুবে যায় ঘাটালের একাধিক এলাকার রাস্তাঘাট । যদিও বিগত দু'বছর সেরকম কোনও পরিস্থিতি তৈরি না হলেও এ বছর ফের একদিনের বৃষ্টিতে ডুবল ঘাটাল । এই অবস্থায় প্রশাসনের তরফে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে ৷ জলমগ্ন এলাকাগুলিতে শুকনো খাবার দেওয়ার পাশাপাশি চলছে ত্রিপল বিতরণ ৷ রাস্তা পুরোপুরি ডুবে যাওয়ায় এখন নৌকায় চেপে চলছে যাতায়াত ৷ যাদের নৌকা নেই তারা ছোট ডিঙিতে করে যাওয়া আসা করছে ৷

আরও পড়ুন : জলমগ্ন ঘাটাল, নৌকায় চেপে চলছে বিকিকিনি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.