ETV Bharat / state

Midnapore Arrest: বিচারকের সই নকল করে চলছে এফিডেভিট, জাল স্ট্যাম্প-নথি-সহ গ্রেফতার 1 - Midnapore Arrest

বিচারকের সই নকল করে আদালত চত্বরেই চলছিল ভুয়ো এফিডেভিট সার্টিফিকেট ৷ সেই অভিযোগ পেয়ে বহু নথি-সহ একজনকে গ্রেফতার করল পুলিশ (Recover Fake Documents) ৷

Midnapore Arrest
মেদিনীপুরে জাল স্ট্যাম্প-নথি-সহ গ্রেফতার 1
author img

By

Published : Jul 8, 2022, 6:46 PM IST

মেদিনীপুর, 8 জুলাই: এবার খোদ কোর্ট চত্বরেই চলছে ভুয়ো স্ট্যাম্পের রমরমা ৷ জাল নথির ব্যবসা তাও আবার ছোট্ট জেরক্স দোকানে এবং বিচারকের সই জাল করে এফিডেভিট করে দেওয়া হচ্ছে মক্কেলকে (Recover Fake Documents)। এরকমই অভিযোগ পেয়ে উত্তাল হল মেদিনীপুর জেলা আদালত । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । দোকান থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জাল নথি-সহ সার্টিফিকেট স্টাম্প পেপার ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মেদিনীপুর কোতোয়ালি থানায় এক ব্যক্তি অভিযোগ করেন যে, তাঁকে মেদিনীপুর আদালতের ফাস্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের ভুয়ো এফিডেভিট সার্টিফিকেট দেওয়া হয় । অভিযোগের গুরুত্ব বুঝে তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ । মেদিনীপুর আদালত চত্বরে থাকা একটি জেরক্সের দোকানে হানা দিয়ে বাজেয়াপ্ত করা হয় সমস্ত ভুয়ো নথি । এই জাল নথি ঠিক কী কী কাজে ব্যবহার করা হত তদন্তে নেমে সেগুলোই খতিয়ে দেখছে পুলিশ । যদিও এই ঘটনায় জেরক্স দোকানে চাবি লাগিয়ে দেওয়া হয়েছে ।

মেদিনীপুরে জাল স্ট্যাম্প-নথি-সহ গ্রেফতার 1

আরও পড়ুন : Murshidabad Fake Note: ধুলিয়ানে 74 হাজার টাকার জালনোট, গ্রেফতার দুই ঝাড়খণ্ডবাসী

মেদিনীপুর কোর্টের সরকারি আইনজীবী নাজমুল হাবিব জানান, খোদ বিচারক এই ঘটনার তদন্ত চেয়েছেন ৷ এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতেই পুলিশ অভিযান চালায় । যেহেতু কোর্ট চত্বরের মধ্যেই এই জেরক্স দোকান । তাই পুলিশ প্রথম পর্বেই এই ঘটনা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে । কী করে এই জাল নথি, স্ট্যাম্প জেরক্স দোকান থেকে পাওয়া গেল এবং এর সঙ্গে কারা কারা জড়িত সে বিষয়ে তদন্ত করছে পুলিশ ৷

মেদিনীপুর, 8 জুলাই: এবার খোদ কোর্ট চত্বরেই চলছে ভুয়ো স্ট্যাম্পের রমরমা ৷ জাল নথির ব্যবসা তাও আবার ছোট্ট জেরক্স দোকানে এবং বিচারকের সই জাল করে এফিডেভিট করে দেওয়া হচ্ছে মক্কেলকে (Recover Fake Documents)। এরকমই অভিযোগ পেয়ে উত্তাল হল মেদিনীপুর জেলা আদালত । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । দোকান থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জাল নথি-সহ সার্টিফিকেট স্টাম্প পেপার ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মেদিনীপুর কোতোয়ালি থানায় এক ব্যক্তি অভিযোগ করেন যে, তাঁকে মেদিনীপুর আদালতের ফাস্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের ভুয়ো এফিডেভিট সার্টিফিকেট দেওয়া হয় । অভিযোগের গুরুত্ব বুঝে তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ । মেদিনীপুর আদালত চত্বরে থাকা একটি জেরক্সের দোকানে হানা দিয়ে বাজেয়াপ্ত করা হয় সমস্ত ভুয়ো নথি । এই জাল নথি ঠিক কী কী কাজে ব্যবহার করা হত তদন্তে নেমে সেগুলোই খতিয়ে দেখছে পুলিশ । যদিও এই ঘটনায় জেরক্স দোকানে চাবি লাগিয়ে দেওয়া হয়েছে ।

মেদিনীপুরে জাল স্ট্যাম্প-নথি-সহ গ্রেফতার 1

আরও পড়ুন : Murshidabad Fake Note: ধুলিয়ানে 74 হাজার টাকার জালনোট, গ্রেফতার দুই ঝাড়খণ্ডবাসী

মেদিনীপুর কোর্টের সরকারি আইনজীবী নাজমুল হাবিব জানান, খোদ বিচারক এই ঘটনার তদন্ত চেয়েছেন ৷ এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতেই পুলিশ অভিযান চালায় । যেহেতু কোর্ট চত্বরের মধ্যেই এই জেরক্স দোকান । তাই পুলিশ প্রথম পর্বেই এই ঘটনা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে । কী করে এই জাল নথি, স্ট্যাম্প জেরক্স দোকান থেকে পাওয়া গেল এবং এর সঙ্গে কারা কারা জড়িত সে বিষয়ে তদন্ত করছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.