ETV Bharat / state

Adivasi Road Blockade: অবরোধে দাঁড়িয়ে গাড়ি, কেঠিয়া নদীর পাড়ে পিকনিকের আসর বসালেন আটকে পড়া পর্যটকেরা

author img

By

Published : Jan 4, 2023, 7:22 PM IST

আদিবাসীদের অবরোধের (Adivasi Road Blockade) জেরে দাঁড়িয়ে পড়ল একের পর এক গাড়ি ৷ বাধ্য হয়ে চন্দ্রকোনার (West Midnapore News) কেঠিয়া নদীর পাড়ে পিকনিকের আসর বসালেন আটকে পড়া পর্যটকেরা (Stranded tourists set up picnic)৷

tourists picnic ETV Bharat
পিকনিকে আটকে পড়া পর্যটকদের পিকনিক
অবরোধে আটকে পড়া পর্যটকদের পিকনিক

চন্দ্রকোনা, 4 জানুয়ারি: আদিবাসী সংগঠনের অবরোধের (Adivasi Road Blockade) জেরে আটকে পড়ল পর্যটকদের গাড়ি । বাড়ি ফিরতে না পারায় হয়রানির শিকার পিকনিকে (Stranded tourists set up picnic) যাওয়া মানুষজনেরা ৷ কোনও উপায় না পেয়ে আজ সকালে কেঠিয়া নদীর পাড়েই বসল ফের পিকনিকের আসর । শুরু হল রান্নাবান্না, আনন্দ ও হই-হুল্লোড় ৷ তবে সবটাই পরিস্থিতির চাপে পড়ে !

আদিবাসীদের অবরোধের কারণে যানজটে তীব্র হয়রানির মুখে পড়তে হয় পিকনিকে যাওয়া মানুষজনকে ৷ তবে সেই দুর্ভোগের মধ্যেও আনন্দের রসদ খুঁজে নিলেন পর্যটকরা ৷ অবরোধস্থলই হয়ে উঠল পিকনিক স্পট ।

সাঁওতালি মাধ্যমে শিক্ষার দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা । চন্দ্রকোনার (West Midnapore News) ক্ষীরপাই হালদারদিঘি মোড় এলাকায় তাঁদের অবরোধের জেরে আটকে পড়েছে বেশ কয়েকটি পর্যটকবোঝাই গাড়ি । সেই গাড়ির সদস্যরাই এখন কেঠিয়া নদীর পাড়কে পিকনিক স্পট হিসেবে বেছে নিতে বাধ্য হল । ক্ষীরপাই হালদারদিঘি মোড় থেকে কিছুটা দূরেই রয়েছে কেঠিয়া নদীর চর ৷ কাজেই এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশ পেয়ে সেখানেই ফের পিকনিকের আসর বসিয়ে দিয়েছেন কচিকাঁচা ও মহিলা-পুরুষের দল ৷

আরও পড়ুন: একাধিক দাবিতে রাজ্যব্যাপী 12 ঘণ্টার পথ অবরোধ ভারত জাকাত মাঝি পারগানা মহলের

ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়ক দিয়ে কেউ বাঁকুড়া তো আবার কেউ পুরুলিয়ার দিকে পিকনিকের জন্য রওনা দিয়েছিলেন গাড়িতে চড়ে । এঁদের মধ্যে কয়েকটি শিক্ষমূলক ভ্রমণের গাড়িও ছিল । চন্দ্রকোনার ক্ষীরপাই হালদারদিঘি মোড়ে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের পথ অবরোধের জেরে চরম দুর্ভোগে পড়েন তাঁরা ৷ তবে দীর্ঘ সময় গাড়ি আটকে পড়ায় সেখান থেকেও আনন্দ খুঁজে নিলেন মানুষজন ৷ স্থানীয়দের পরামর্শে কেঠিয়া নদীর চরেই বসল পিকনিকের আসর ৷ শুরু হল রান্নাবান্না ৷ নতুন আমেজে আনন্দে মাতলেন পর্যটকরা ।

পর্যটকেরা জানিয়েছেন, "এই অবরোধের কারণ আমরা জানতাম না ৷ এই অবরোধের বিষয়ে আমরা সম্পূর্ণ অজ্ঞাত ছিলাম । কিন্তু আজকে উপায় না দেখে আমরা নেমে পড়েছি । বিশেষ করে আমাদের সঙ্গে মহিলা এবং বাচ্চারা রয়েছে ৷ তাদের শৌচালয়ে যাওয়া প্রয়োজন । উপায় না দেখে আমরা এখানেই পিকনিক করার সিদ্ধান্ত নিয়েছি ।" একজন আবার বললেন, "পরিস্থিতির চাপে পড়ে এমনটা করতে হল ৷ তবে এমন আচমকা অবরোধ না হলেই ভালো হত ৷"

অবরোধে আটকে পড়া পর্যটকদের পিকনিক

চন্দ্রকোনা, 4 জানুয়ারি: আদিবাসী সংগঠনের অবরোধের (Adivasi Road Blockade) জেরে আটকে পড়ল পর্যটকদের গাড়ি । বাড়ি ফিরতে না পারায় হয়রানির শিকার পিকনিকে (Stranded tourists set up picnic) যাওয়া মানুষজনেরা ৷ কোনও উপায় না পেয়ে আজ সকালে কেঠিয়া নদীর পাড়েই বসল ফের পিকনিকের আসর । শুরু হল রান্নাবান্না, আনন্দ ও হই-হুল্লোড় ৷ তবে সবটাই পরিস্থিতির চাপে পড়ে !

আদিবাসীদের অবরোধের কারণে যানজটে তীব্র হয়রানির মুখে পড়তে হয় পিকনিকে যাওয়া মানুষজনকে ৷ তবে সেই দুর্ভোগের মধ্যেও আনন্দের রসদ খুঁজে নিলেন পর্যটকরা ৷ অবরোধস্থলই হয়ে উঠল পিকনিক স্পট ।

সাঁওতালি মাধ্যমে শিক্ষার দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা । চন্দ্রকোনার (West Midnapore News) ক্ষীরপাই হালদারদিঘি মোড় এলাকায় তাঁদের অবরোধের জেরে আটকে পড়েছে বেশ কয়েকটি পর্যটকবোঝাই গাড়ি । সেই গাড়ির সদস্যরাই এখন কেঠিয়া নদীর পাড়কে পিকনিক স্পট হিসেবে বেছে নিতে বাধ্য হল । ক্ষীরপাই হালদারদিঘি মোড় থেকে কিছুটা দূরেই রয়েছে কেঠিয়া নদীর চর ৷ কাজেই এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশ পেয়ে সেখানেই ফের পিকনিকের আসর বসিয়ে দিয়েছেন কচিকাঁচা ও মহিলা-পুরুষের দল ৷

আরও পড়ুন: একাধিক দাবিতে রাজ্যব্যাপী 12 ঘণ্টার পথ অবরোধ ভারত জাকাত মাঝি পারগানা মহলের

ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়ক দিয়ে কেউ বাঁকুড়া তো আবার কেউ পুরুলিয়ার দিকে পিকনিকের জন্য রওনা দিয়েছিলেন গাড়িতে চড়ে । এঁদের মধ্যে কয়েকটি শিক্ষমূলক ভ্রমণের গাড়িও ছিল । চন্দ্রকোনার ক্ষীরপাই হালদারদিঘি মোড়ে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের পথ অবরোধের জেরে চরম দুর্ভোগে পড়েন তাঁরা ৷ তবে দীর্ঘ সময় গাড়ি আটকে পড়ায় সেখান থেকেও আনন্দ খুঁজে নিলেন মানুষজন ৷ স্থানীয়দের পরামর্শে কেঠিয়া নদীর চরেই বসল পিকনিকের আসর ৷ শুরু হল রান্নাবান্না ৷ নতুন আমেজে আনন্দে মাতলেন পর্যটকরা ।

পর্যটকেরা জানিয়েছেন, "এই অবরোধের কারণ আমরা জানতাম না ৷ এই অবরোধের বিষয়ে আমরা সম্পূর্ণ অজ্ঞাত ছিলাম । কিন্তু আজকে উপায় না দেখে আমরা নেমে পড়েছি । বিশেষ করে আমাদের সঙ্গে মহিলা এবং বাচ্চারা রয়েছে ৷ তাদের শৌচালয়ে যাওয়া প্রয়োজন । উপায় না দেখে আমরা এখানেই পিকনিক করার সিদ্ধান্ত নিয়েছি ।" একজন আবার বললেন, "পরিস্থিতির চাপে পড়ে এমনটা করতে হল ৷ তবে এমন আচমকা অবরোধ না হলেই ভালো হত ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.