দাসপুর , 14 মে : এক যুবতির উপর অ্যাসিড হামলা হল। এই ঘটনায় তার জ্যাঠার বিরুদ্ধে অভিযোগ উঠেছে । ঘটনাটি আজ দুপুরে দাসপুর থানার সোনাখালি এলাকার । আক্রান্তের নাম দেবপর্ণা জানা পাল । জ্যাঠার নাম দিলীপ পাল । দেবপর্ণার হাতে ও পায়ে অ্যাসিড লাগে । চিৎকার শুনে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে প্রথমে দাসপুর সোনাখালি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় । পরে অবস্থার অবনতি হলে তাকে ঘাটাল হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
ঘটনার খবর পেয়ে এলাকায় যায় দাসপুর থানার পুলিশ । পরে সেখানে যান ঘাটালের SDPO কল্যাণ সরকার । পুলিশ যুবতির জ্যাঠা দিলীপ পালকে গ্রেপ্তার করে । পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, দেবপর্ণা বিবাহিত। সোনাখালির পাশের গ্রাম সয়লায় তার শ্বশুরবাড়ি । বাবার বাড়িতে মা দেবী পাল ও এক বোন থাকে । বাবা কয়েক বছর আগে মারা গেছেন । দেবপর্ণা তাই শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে এসে মাঝেমধ্যে মা ও বোনের দেখভাল করে । কয়েকদিন আগে নিজের কোলের শিশুকে নিয়ে বাপের বাড়িতেই ছিল সে । একই বাড়িতে তার জ্যাঠার পরিবার থাকে । অভিযোগ, দেবপর্ণার বাবার বাড়িতে এসে থাকা পছন্দ নয় তার জ্যাঠার। তাই এদিন দুপুরে তার উপর অ্যাসিড ছোড়ে তার জ্যাঠা ।