ETV Bharat / state

60 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত 4

author img

By

Published : Mar 23, 2020, 3:42 PM IST

আজ সকালে খড়্গপুরের দিক থেকে ওড়িশাগামী একটি প্রাইভেট গাড়ির সামনে চলে আসে গোরু ৷ সেটিকে বাঁচাতে গিয়ে ব্রেক মারে গাড়িটি ৷ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকবার পালটি খেয়ে রাস্তার ধারে উলটে যায় ৷ গাড়িতে থাকা 9 জন যাত্রীর মধ্যে 4 জন ঘটনাস্থানেই মারা যায় ৷ বাকীদের মধ্যে 1 জনের অবস্থা আশঙ্কাজনক ৷

Accident on national highway, died 4 and injured 5
60 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত 4 আহত 5

বেলদা, 23 মার্চ : ভয়াবহ দুর্ঘটনা বেলদা থানার নেকুড়সেনি 60 নম্বর জাতীয় সড়কে ৷ ঘটনাস্থানে মৃত 4 , আহত 5 ৷ আহতদের মধ্যে আশঙ্কাজনক 1 ৷ আহতরা দাঁতন ও বেলদা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাস্থানে ন্যাশনাল হাইওয়ে অথরিটি ব্রেকডাউন গাড়ি এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে নিয়ে যায় ৷

60 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত 4 আহত 5

আজ সকালে খড়্গপুরের দিক থেকে ওড়িশাগামী প্রাইভেট গাড়ির সামনে চলে আসে গোরু ৷ সেটিকে বাঁচাতে গিয়ে হঠাৎ ব্রেক মারে গাড়িটি ৷ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকবার পালটি খেয়ে রাস্তার ধারে উলটে যায় ৷ গাড়িতে থাকা 9 জন যাত্রীর মধ্যে 4 জন ঘটনাস্থানেই মারা যায় ৷ বাকীদের মধ্যে 1 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ গাড়িটি কলকাতা থেকে বালেশ্বর যাচ্ছিল ৷ কলকাতায় কোরোনা আতঙ্কের ফলে ব্রেকডাউন হওয়ায় থাকা-খাওয়ার সমস্যার কথা ভেবে কলকাতা থেকে বালেশ্বরে বাড়ি ফিরছিলেন ওই 9 জন ৷ এরা প্রত্যেকেই কলকাতার একটি মন্দিরে পুরোহিতের কাজ করতেন ৷ কিন্তু দাঁতন থানার নেকুড়সেনির কাছে জাতীয় সড়কের ওপর একটি গোরু চলে আসায় চালক আপৎকালীন ব্রেক মারে ৷ ফলে দ্রুতগতিতে থাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পালটি খেয়ে রাস্তার উপরে উলটে যায় ৷

Accident on national highway, died 4 and injured 5
60 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত 4 আহত 5

দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ধরে যানজট তৈরি হয় বেলদা দাঁতনগামী 60 নম্বর রাজ্য সড়কে নেকুড়সেনিতে । দুর্ঘটনার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । পরে ন্যাশনাল হাইওয়ে অথরিটিও ব্রেকডাউন কার এনে গাড়িটিকে সরিয়ে নিয়ে যায় ৷ আহতরা দাঁতন ও বেলদা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ৷ কোরোনা আতঙ্ক থেকে বাঁচতে কলকাতা থেকে ফিরছিলেন তাঁরা ৷ আতঙ্ক ও গুজব ঠেকাতে সরকারের হস্তক্ষেপের আবেদন সাধারণের ৷

বেলদা, 23 মার্চ : ভয়াবহ দুর্ঘটনা বেলদা থানার নেকুড়সেনি 60 নম্বর জাতীয় সড়কে ৷ ঘটনাস্থানে মৃত 4 , আহত 5 ৷ আহতদের মধ্যে আশঙ্কাজনক 1 ৷ আহতরা দাঁতন ও বেলদা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাস্থানে ন্যাশনাল হাইওয়ে অথরিটি ব্রেকডাউন গাড়ি এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে নিয়ে যায় ৷

60 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত 4 আহত 5

আজ সকালে খড়্গপুরের দিক থেকে ওড়িশাগামী প্রাইভেট গাড়ির সামনে চলে আসে গোরু ৷ সেটিকে বাঁচাতে গিয়ে হঠাৎ ব্রেক মারে গাড়িটি ৷ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকবার পালটি খেয়ে রাস্তার ধারে উলটে যায় ৷ গাড়িতে থাকা 9 জন যাত্রীর মধ্যে 4 জন ঘটনাস্থানেই মারা যায় ৷ বাকীদের মধ্যে 1 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ গাড়িটি কলকাতা থেকে বালেশ্বর যাচ্ছিল ৷ কলকাতায় কোরোনা আতঙ্কের ফলে ব্রেকডাউন হওয়ায় থাকা-খাওয়ার সমস্যার কথা ভেবে কলকাতা থেকে বালেশ্বরে বাড়ি ফিরছিলেন ওই 9 জন ৷ এরা প্রত্যেকেই কলকাতার একটি মন্দিরে পুরোহিতের কাজ করতেন ৷ কিন্তু দাঁতন থানার নেকুড়সেনির কাছে জাতীয় সড়কের ওপর একটি গোরু চলে আসায় চালক আপৎকালীন ব্রেক মারে ৷ ফলে দ্রুতগতিতে থাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পালটি খেয়ে রাস্তার উপরে উলটে যায় ৷

Accident on national highway, died 4 and injured 5
60 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত 4 আহত 5

দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ধরে যানজট তৈরি হয় বেলদা দাঁতনগামী 60 নম্বর রাজ্য সড়কে নেকুড়সেনিতে । দুর্ঘটনার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । পরে ন্যাশনাল হাইওয়ে অথরিটিও ব্রেকডাউন কার এনে গাড়িটিকে সরিয়ে নিয়ে যায় ৷ আহতরা দাঁতন ও বেলদা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ৷ কোরোনা আতঙ্ক থেকে বাঁচতে কলকাতা থেকে ফিরছিলেন তাঁরা ৷ আতঙ্ক ও গুজব ঠেকাতে সরকারের হস্তক্ষেপের আবেদন সাধারণের ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.