ETV Bharat / state

Daspur Accident: বাড়ির নির্মাণ কাজ চলার সময় দুর্ঘটনা! হাত ফসকে বাঁশ ঢুকল বাইক আরোহীর বুকে - দাসপুর দুর্ঘটনা

নির্মাণকর্মীদের হাত ফসকে বাঁশ এক ব্যক্তির বুকে ঢুকে গিয়ে মৃত্যু হল (Accident During Construction of House) ৷ আহত হয়েছেন আরও এক ৷ ঘটনাটি ঘটেছে ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়কের দাসপুর থানার রামগড় এলাকায় ।

Daspur Accident
হাত ফসকে বাইক আরোহীর বুকে বাঁশ ঢুকে মৃত্যু
author img

By

Published : Jul 20, 2022, 10:01 PM IST

দাসপুর, 20 জুলাই: রাজ্য সড়কের ধারে নির্মাণ হচ্ছিল পাকা বাড়ি । কাজ চলার সময় নির্মাণকর্মীদের হাত ফসকে সেই বাঁশ গিয়ে ঢুকল রাজ্য সড়কে যাতায়াতকারী এক বাইক আরোহীর বুকে (Accident During Construction of House) । ঘটনায় মত্যু হয়েছে ওই আরোহীর ৷ আহত হয়েছেন আরও এক ৷ এমনই ঘটনাটি ঘটেছে ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়কের দাসপুর থানার রামগড় এলাকায় ।

জানা গিয়েছে, ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়কের ধারে রামগড় এলাকার বাসিন্দা অসিত মাঝি নামে এক ব্যক্তির পাকা বাড়ি তৈরি হচ্ছিল । আর সেই নির্মাণ কাজে হাত লাগিয়েছিলেন নির্মাণকর্মীরা । সেই সময় মোটরবাইকে করে রাস্তা দিয়ে যাচ্ছিলেন ডেবরা এলাকার নিতাই মাইতি (45) নামে এক বাসিন্দা ।

হাত ফসকে বাইক আরোহীর বুকে বাঁশ ঢুকে মৃত্যু

আরও পড়ুন : পথ দুর্ঘটনায় মৃত্যু হল ডিএসপি-সহ সিভিক ভলান্টিয়ারের

বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ নির্মীয়মান কর্মীদের হাত ছিটকে বাঁশ গিয়ে লাগে নিতাই মাইতির বুকে । স্থানীয়রা জানান, এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় নিতাই মাইতির । ঘটনায় আহত হন বাইকে থাকা এক বাইক আরোহী । আহত ব্যক্তি উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে । এই ঘটনার পর এলাকায় দেখা দেয় তীব্র চাঞ্চল্য । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দাসপুর থানার পুলিশ । সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ ৷

দাসপুর, 20 জুলাই: রাজ্য সড়কের ধারে নির্মাণ হচ্ছিল পাকা বাড়ি । কাজ চলার সময় নির্মাণকর্মীদের হাত ফসকে সেই বাঁশ গিয়ে ঢুকল রাজ্য সড়কে যাতায়াতকারী এক বাইক আরোহীর বুকে (Accident During Construction of House) । ঘটনায় মত্যু হয়েছে ওই আরোহীর ৷ আহত হয়েছেন আরও এক ৷ এমনই ঘটনাটি ঘটেছে ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়কের দাসপুর থানার রামগড় এলাকায় ।

জানা গিয়েছে, ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়কের ধারে রামগড় এলাকার বাসিন্দা অসিত মাঝি নামে এক ব্যক্তির পাকা বাড়ি তৈরি হচ্ছিল । আর সেই নির্মাণ কাজে হাত লাগিয়েছিলেন নির্মাণকর্মীরা । সেই সময় মোটরবাইকে করে রাস্তা দিয়ে যাচ্ছিলেন ডেবরা এলাকার নিতাই মাইতি (45) নামে এক বাসিন্দা ।

হাত ফসকে বাইক আরোহীর বুকে বাঁশ ঢুকে মৃত্যু

আরও পড়ুন : পথ দুর্ঘটনায় মৃত্যু হল ডিএসপি-সহ সিভিক ভলান্টিয়ারের

বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ নির্মীয়মান কর্মীদের হাত ছিটকে বাঁশ গিয়ে লাগে নিতাই মাইতির বুকে । স্থানীয়রা জানান, এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় নিতাই মাইতির । ঘটনায় আহত হন বাইকে থাকা এক বাইক আরোহী । আহত ব্যক্তি উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে । এই ঘটনার পর এলাকায় দেখা দেয় তীব্র চাঞ্চল্য । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দাসপুর থানার পুলিশ । সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.