ETV Bharat / state

Abhishek Slams BJP: বাংলায় জিততে না পেরেই প্রতিশোধ বিজেপির, পঞ্চায়েতে জবাব দেওয়ার ডাক অভিষেকের - তৃণমূল

শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Meeting at Keshpur) ৷ সেই সভা থেকে তিনি সরাসরি আক্রমণ শানান বিজেপির বিরুদ্ধে ৷ তাঁর অভিযোগ, বাংলায় ভোটে জিততে না পেরে প্রতিশোধ নিচ্ছে বিজেপি ৷ তাই পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) এর বিরুদ্ধে জবাব দেওয়া উচিত ৷

Abhishek Slams BJP
Abhishek Slams BJP
author img

By

Published : Feb 4, 2023, 7:17 PM IST

কেশপুরে তৃণমূল কংগ্রেসের সভায় অভিষেক বন্দ্য়োপাধ্যায়

কেশপুর (পশ্চিম মেদিনীপুর), 4 ফেব্রুয়ারি: বিজেপির (BJP) বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের জনসভা থেকে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বিঁধলেন গেরুয়া শিবিরকে ৷ তাঁর দাবি, বাংলায় জিততে পারেনি বলে প্রতিশোধ নেবে বলে বাংলার মানুষের প্রতি বঞ্চনা করা হচ্ছে ৷

শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরের আনন্দপুর বিদ্যালয়ের মাঠে জনসভা করেন অভিষেক ৷ সেই সভা থেকে তিনি দাবি করেন, 2014 সালে বাংলায় 34 জন তৃণমূল (Trinamool Congress) প্রার্থী জিতেছিল বলে কোনও সমস্যা হয়নি ৷ 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত সব ঠিকই ছিল ৷ কিন্তু 2019 সালে বিজেপির 22 জন প্রার্থী জেতার পরই বাংলার মানুষকে নিপীড়ন সহ্য করতে হচ্ছে ৷

এরই মধ্যে তিনি 2021 সালের বিধানসভা ভোটের প্রসঙ্গ টেনে আনেন ৷ দাবি করেন, ওই ভোটে জিততে পারেনি বলেই বাংলার মানুষের প্রতি বঞ্চনা করছে বিজেপি ৷ প্রতিশোধ নিচ্ছে৷ তাঁর অভিযোগ, বরাদ্দ হওয়া টাকা দিচ্ছে না তারা । 100 দিনের কাজ থেকে আবাস যোজনার টাকা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে । বারবার দেবে বলেও দিচ্ছে না, যাতে বাংলার গরিব খেটে খাওয়া মানুষরা না খেতে পেয়ে, বাড়িঘর না পেয়ে মারা যায় ।

TMC Meeting at Keshpur
কেশপুরে তৃণমূল কংগ্রেসের সভায় সমর্থকদের ভিড়

এমনকী, কেন্দ্রীয় প্রতিনিধি দল নিয়েও কটাক্ষ করেছেন তিনি ৷ তাঁর দাবি, দিল্লি থেকে দল পাঠাচ্ছে ৷ কিন্তু কোনও ভুল ধরতে পারেনি ৷ তাই পঞ্চায়েত ভোটে সাধারণ মানুষকে এর বিরুদ্ধে জবাব দেওয়ার ডাক দিয়েছেন ৷ পাশাপাশি নিশানা করেছেন এই রাজ্যের বিজেপি নেতাদেরও ৷ বাংলাকে বঞ্চিত করা নিয়ে বিজেপি নেতারা গর্ব করছে বলেও অভিযোগ করেছেন অভিষেক ৷ তাই পঞ্চায়েত ভোটে ওই নেতাদেরও জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষের কাছে ৷

Abhishek Banerjee
কেশপুরে তৃণমূল কংগ্রেসের সভার পথে অভিষেক বন্দ্য়োপাধ্যায়

একই সঙ্গে তিনি কেশপুরে বাম আমলের সন্ত্রাসের প্রসঙ্গ টেনেছেন ৷ সিপিএমের (CPIM) সঙ্গে বিজেপির যোগসূত্র তৈরি করেছেন ৷ বলেছেন, ‘‘সিপিএমের হার্মাদরা এখন বিজেপির জল্লাদ হয়েছে ৷ লাল জামা ছেড়ে গেরুয়া জামা পড়ে মানুষের বাড়ি গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে ৷ সেই সন্ত্রাস, দাদাগিরি, বোমা-বন্দুকের রাজনীতি কেশপুরে ফিরিয়ে চাইছে ৷’’ এসবের বিরুদ্ধে সাধারণ মানুষকে রুখে দাঁড়াতে বলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ ৷ তাই অভিষেকের আবেদন, পঞ্চায়েত শুধু নয়, ঘাটাল ও মেদিনীপুর লোকসভায় তিন লক্ষের বেশি ভোটে জিততে হবে ৷ তাতে কেশপুরকে অগ্রণী ভূমিকা নিতে হবে ৷

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে বিরোধীদের মনোনয়নের দায়িত্ব নিলেন অভিষেক, প্রার্থী বাছাই নিয়ে কটাক্ষ

কেশপুরে তৃণমূল কংগ্রেসের সভায় অভিষেক বন্দ্য়োপাধ্যায়

কেশপুর (পশ্চিম মেদিনীপুর), 4 ফেব্রুয়ারি: বিজেপির (BJP) বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের জনসভা থেকে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বিঁধলেন গেরুয়া শিবিরকে ৷ তাঁর দাবি, বাংলায় জিততে পারেনি বলে প্রতিশোধ নেবে বলে বাংলার মানুষের প্রতি বঞ্চনা করা হচ্ছে ৷

শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরের আনন্দপুর বিদ্যালয়ের মাঠে জনসভা করেন অভিষেক ৷ সেই সভা থেকে তিনি দাবি করেন, 2014 সালে বাংলায় 34 জন তৃণমূল (Trinamool Congress) প্রার্থী জিতেছিল বলে কোনও সমস্যা হয়নি ৷ 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত সব ঠিকই ছিল ৷ কিন্তু 2019 সালে বিজেপির 22 জন প্রার্থী জেতার পরই বাংলার মানুষকে নিপীড়ন সহ্য করতে হচ্ছে ৷

এরই মধ্যে তিনি 2021 সালের বিধানসভা ভোটের প্রসঙ্গ টেনে আনেন ৷ দাবি করেন, ওই ভোটে জিততে পারেনি বলেই বাংলার মানুষের প্রতি বঞ্চনা করছে বিজেপি ৷ প্রতিশোধ নিচ্ছে৷ তাঁর অভিযোগ, বরাদ্দ হওয়া টাকা দিচ্ছে না তারা । 100 দিনের কাজ থেকে আবাস যোজনার টাকা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে । বারবার দেবে বলেও দিচ্ছে না, যাতে বাংলার গরিব খেটে খাওয়া মানুষরা না খেতে পেয়ে, বাড়িঘর না পেয়ে মারা যায় ।

TMC Meeting at Keshpur
কেশপুরে তৃণমূল কংগ্রেসের সভায় সমর্থকদের ভিড়

এমনকী, কেন্দ্রীয় প্রতিনিধি দল নিয়েও কটাক্ষ করেছেন তিনি ৷ তাঁর দাবি, দিল্লি থেকে দল পাঠাচ্ছে ৷ কিন্তু কোনও ভুল ধরতে পারেনি ৷ তাই পঞ্চায়েত ভোটে সাধারণ মানুষকে এর বিরুদ্ধে জবাব দেওয়ার ডাক দিয়েছেন ৷ পাশাপাশি নিশানা করেছেন এই রাজ্যের বিজেপি নেতাদেরও ৷ বাংলাকে বঞ্চিত করা নিয়ে বিজেপি নেতারা গর্ব করছে বলেও অভিযোগ করেছেন অভিষেক ৷ তাই পঞ্চায়েত ভোটে ওই নেতাদেরও জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষের কাছে ৷

Abhishek Banerjee
কেশপুরে তৃণমূল কংগ্রেসের সভার পথে অভিষেক বন্দ্য়োপাধ্যায়

একই সঙ্গে তিনি কেশপুরে বাম আমলের সন্ত্রাসের প্রসঙ্গ টেনেছেন ৷ সিপিএমের (CPIM) সঙ্গে বিজেপির যোগসূত্র তৈরি করেছেন ৷ বলেছেন, ‘‘সিপিএমের হার্মাদরা এখন বিজেপির জল্লাদ হয়েছে ৷ লাল জামা ছেড়ে গেরুয়া জামা পড়ে মানুষের বাড়ি গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে ৷ সেই সন্ত্রাস, দাদাগিরি, বোমা-বন্দুকের রাজনীতি কেশপুরে ফিরিয়ে চাইছে ৷’’ এসবের বিরুদ্ধে সাধারণ মানুষকে রুখে দাঁড়াতে বলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ ৷ তাই অভিষেকের আবেদন, পঞ্চায়েত শুধু নয়, ঘাটাল ও মেদিনীপুর লোকসভায় তিন লক্ষের বেশি ভোটে জিততে হবে ৷ তাতে কেশপুরকে অগ্রণী ভূমিকা নিতে হবে ৷

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে বিরোধীদের মনোনয়নের দায়িত্ব নিলেন অভিষেক, প্রার্থী বাছাই নিয়ে কটাক্ষ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.