ETV Bharat / state

Giant Cat Fish: জালের জটে দৈত্যাকৃতির মাগুর, চন্দ্রকোনায় চাঞ্চল্য

পুকুরে জাল ফেলতেই উঠে এল দৈত্যাকৃতির 11 কেজির মাগুর মাছ (A Big Cat Fish Caught by Fisherman) ৷ বিশালাকৃতির মাগুর মাছ দেখতে পুকুর পাড়ে ভিড় জমান বাসিন্দারা ৷

Big Cat Fish
Etv Bharat
author img

By

Published : Nov 7, 2022, 9:33 PM IST

Updated : Nov 7, 2022, 10:01 PM IST

পশ্চিম মেদিনীপুর, 7 নভেম্বর : মাঝে মাঝে পুকুর পাড়ে কোনও ভারী বস্তু পড়ার শব্দ শোনা যেত (A Big Cat Fish Caught by Fisherman) ৷ দিনে দুপুরে নয় গভীর রাতেও জলের মধ্যে শোনা যেত ছপাৎ ছপাৎ শব্দ ৷ যার উৎস নিয়ে সন্দেহ দানা বেঁধেছিল চন্দ্রকোনার বাসিন্দাদের ৷ অবশেষে সন্ধান মিলল ৷ পুকুরে জাল ফেলতেই উঠে এল দৈত্যাকৃতির মাগুর মাছ ৷ যার ওজন প্রায় 11 কেজি আর উচ্চতা প্রায় 3 ফুট ৷

স্থানীয় বাসিন্দাদের মতে, বেশ কিছুদিন ধরেই পুকুরের জল থেকে ছপাৎ ছপাৎ শব্দ শোনা যাচ্ছিল ৷ কখনও কখনও ফাঁকা পুকুর পাড়েও শোনা যেত এই আওয়াজ ৷ চন্দ্রকোনা পৌরসভার 5নং ওয়ার্ড গোঁসাইবাজারে কানাইলাল ঘোষের বাড়ির পিছনের এই পুকুর ঘিরে ক্রমশই রহস্য দানা বাঁধছিল । সোমবার পুকুরে জাল ফেলতেই মাছ ধরার জালের জটে উঠে এল দৈত্যাকৃতির মাগুর মাছ ৷ জট খুলল রহস্যের ৷ মাছটির উচ্চতা প্রায় 3 ফুট ৷ ওজন প্রায় 10 কেজি 800 গ্রাম ৷ আর এই বিশালাকার মাগুর মাছ ধরা পড়ার খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দা থেকে প্রতিবেশী সকলেই ভিড় জমায় ওই মাগুর মাছ দেখতে।

পুকুরে 11 কেজির মাগুর

আরও পড়ুন: ঝড়খালিতে মৎস্যজীবীদের জালে দেড়শো কুইন্টাল তেলিয়া ভোলা !

পুকুরের মালিক কানাইলাল ঘোষ বলেন, "এতো বড় মাপের মাগুর মাছ পুকুরে মিলবে তিনি বুঝতে পারেনি । তবে পুকুরে কিছু মাছের চারাপোনা ছেড়ে ছিলেন তার সঙ্গে কিছু মাগুর মাছের চারাও ছিল। কিন্তু সেই মাগুর মাছ এতো বড় মাপের আকার হয় তার ধারণার বাইরে ছিল।" পুকুরের মালিক আরও জানান, পুকুর পাড়ের বাসিন্দা কয়েকজন তাঁকে প্রায়শই বলতেন মাঝেমধ্যে পুকুরে বিকট শব্দে কিছু একটা লাফায়। বিশেষ করে রাতে এমন আওয়াজ পেয়ে ভয় পেতেন পুকুর পাড়ের বাসিন্দারা। তাঁদের মুখে এই কথা শুনে এদিন পুকুরের জল ফেলে বিশালাকার মাগুর মাছের ওঠে জালে । যা দেখে চক্ষু চড়কগাছ পুকুরের মালিকের ৷

পশ্চিম মেদিনীপুর, 7 নভেম্বর : মাঝে মাঝে পুকুর পাড়ে কোনও ভারী বস্তু পড়ার শব্দ শোনা যেত (A Big Cat Fish Caught by Fisherman) ৷ দিনে দুপুরে নয় গভীর রাতেও জলের মধ্যে শোনা যেত ছপাৎ ছপাৎ শব্দ ৷ যার উৎস নিয়ে সন্দেহ দানা বেঁধেছিল চন্দ্রকোনার বাসিন্দাদের ৷ অবশেষে সন্ধান মিলল ৷ পুকুরে জাল ফেলতেই উঠে এল দৈত্যাকৃতির মাগুর মাছ ৷ যার ওজন প্রায় 11 কেজি আর উচ্চতা প্রায় 3 ফুট ৷

স্থানীয় বাসিন্দাদের মতে, বেশ কিছুদিন ধরেই পুকুরের জল থেকে ছপাৎ ছপাৎ শব্দ শোনা যাচ্ছিল ৷ কখনও কখনও ফাঁকা পুকুর পাড়েও শোনা যেত এই আওয়াজ ৷ চন্দ্রকোনা পৌরসভার 5নং ওয়ার্ড গোঁসাইবাজারে কানাইলাল ঘোষের বাড়ির পিছনের এই পুকুর ঘিরে ক্রমশই রহস্য দানা বাঁধছিল । সোমবার পুকুরে জাল ফেলতেই মাছ ধরার জালের জটে উঠে এল দৈত্যাকৃতির মাগুর মাছ ৷ জট খুলল রহস্যের ৷ মাছটির উচ্চতা প্রায় 3 ফুট ৷ ওজন প্রায় 10 কেজি 800 গ্রাম ৷ আর এই বিশালাকার মাগুর মাছ ধরা পড়ার খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দা থেকে প্রতিবেশী সকলেই ভিড় জমায় ওই মাগুর মাছ দেখতে।

পুকুরে 11 কেজির মাগুর

আরও পড়ুন: ঝড়খালিতে মৎস্যজীবীদের জালে দেড়শো কুইন্টাল তেলিয়া ভোলা !

পুকুরের মালিক কানাইলাল ঘোষ বলেন, "এতো বড় মাপের মাগুর মাছ পুকুরে মিলবে তিনি বুঝতে পারেনি । তবে পুকুরে কিছু মাছের চারাপোনা ছেড়ে ছিলেন তার সঙ্গে কিছু মাগুর মাছের চারাও ছিল। কিন্তু সেই মাগুর মাছ এতো বড় মাপের আকার হয় তার ধারণার বাইরে ছিল।" পুকুরের মালিক আরও জানান, পুকুর পাড়ের বাসিন্দা কয়েকজন তাঁকে প্রায়শই বলতেন মাঝেমধ্যে পুকুরে বিকট শব্দে কিছু একটা লাফায়। বিশেষ করে রাতে এমন আওয়াজ পেয়ে ভয় পেতেন পুকুর পাড়ের বাসিন্দারা। তাঁদের মুখে এই কথা শুনে এদিন পুকুরের জল ফেলে বিশালাকার মাগুর মাছের ওঠে জালে । যা দেখে চক্ষু চড়কগাছ পুকুরের মালিকের ৷

Last Updated : Nov 7, 2022, 10:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.