মেদিনীপুর, 2 নভেম্বর: দুর্গার নয়টি রূপ হল শৈলকন্যা, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী ৷ এই ন'জন কুমারী নিয়ে বুধবার জগদ্ধাত্রী পুজোর নবমীতে দুর্গার এই নয়টি রূপের পুজো করল মেদিনীপুর শহরের অগ্নিকন্যা(Medinipur Agnikanya Club)ক্লাব ৷
বাকি দিনগুলোর তুলনায় জগদ্ধাত্রী পুজোয় বিশেষভাবে প্রাধান্য পায় নবমী ৷ তাই নবমীতেই দেবীর ন'টি রূপের পুজো করলেন এখানকার ক্লাব সদস্যরা(9 Kumari Puja in Jagadhatri Puja)৷ আর কচি কচি মা দুগ্গা দেখতে এদিন অগ্নিকন্যা ক্লাবে ভিড় জমান স্থানীয়রা ৷ সাধারণত একটি কুমারীর পুজো দেখতেই অভ্যস্ত আমরা ৷ কিন্তু এখানে একসঙ্গে ন'টি কুমারীর পুজো দেখতে উৎসুক ছিলেন সকলেই ৷
আরও পড়ুন : অনাথ শিশুদের সম্মানে অব্রাহ্মণ কুমারী পুজো মগরার এক আশ্রমে
এই বিষয়ে ক্লাবের উদ্যোক্তা প্রসেনজিৎ চক্রবর্তী বলেন,"রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশে শুক্লপক্ষে দেবী দুর্গার পুজো করতে চেয়েছিলেন ৷ সেই পুজো থেকেই শুরু হয়েছে জগদ্ধাত্রী পুজো ৷ আর এই জগদ্ধাত্রী পুজো এখন সর্বজনীন হয়ে উঠেছে । মা দুর্গা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে আবির্ভূতা হয়েছেন । তাঁর নয়টি রূপের পুজো করতেই আমাদের এই ন'টি কুমারীর পুজো করা হয় ৷ এবছর আমাদের পুজো 12 বছরে পদার্পণ করল ৷"
নয় কুমারীর পুজোর পাশাপাশি এদিন অন্নকূট অনুষ্ঠানেরও আয়োজন করা হয় ৷ যেখানেও অনেক মানুষ সামিল হন ৷
আরও পড়ুন : দুর্গাপুজোর পর সতীপীঠ কঙ্কালীতলায় 51 কুমারী পুজোয় মাতলেন ভক্তরা