ETV Bharat / state

New Electric Car: জ্বালানির দাম আকাশছোঁয়া! বাইক ছেড়ে ব্যাটারি গাড়ি বানিয়ে তাক লাগালেন বৃদ্ধ কাঠমিস্ত্রি - বিভিন্ন গাড়ির পার্টস দিয়ে আস্ত গাড়ি তৈরি করলেন

পেট্রোলের খরচ চালাতে না-পেরে বিভিন্ন গাড়ির পার্টস দিয়ে আস্ত একটি গাড়ি তৈরি করে ফেললেন পেশায় এক কাঠমিস্ত্রি (64 Year Old Man Made Electric Car)! যদিও গাড়িটির এখনও নামকরণ করেননি তিনি ৷ গাড়িটি এক চার্জে ছুটবে 35 কিলোমিটার ৷

Electric Car
এক গাড়ি বানিয়ে তাক লাগালেন বৃদ্ধ কাঠমিস্ত্রি
author img

By

Published : Mar 19, 2023, 10:42 PM IST

আস্ত এক গাড়ি বানিয়ে তাক লাগালেন বৃদ্ধ কাঠমিস্ত্রি

মেদিনীপুর, 19 মার্চ: বাইকের দিন কি তবে শেষ হতে চলল ? এবার তিন চাকার নয়া ইলেকট্রিক গাড়ি বানিয়ে নজর কাড়লেন পেশায় এক কাঠমিস্ত্রি। একবার চার্জেই গাড়ি দৌড়বে প্রায় 35 কিলোমিটার। তাঁর এই গাড়ি বানাতে খরচ হয়েছে প্রায় 80 হাজার টাকা (64 Year Old Man Made Electric Car in Paschim Medinipur) ৷

পশ্চিম মেদিনীপুরের বছর চৌষট্টির সেরাফত আলি একজন পেশায় কাঠমিস্ত্রি ৷ বাড়িতে স্ত্রী ও ছেলেমেয়েদের নিয়ে ভরা সংসার তাঁর ৷ গাড়িটি তিনি তৈরি করেই ঘুরছেন বাজারে ৷ যার দৃশ্য নজর কাড়ছে এখন জেলায়। জানা গিয়েছে, তিনি বিভিন্ন ধরনের কাঠের পেইন্টিংয়ের কাজ করেন ৷ তবে শখ রয়েছে অনলাইনে বিভিন্ন ধরনের ডিজাইন ও গাড়ির নকশা তৈরি করা। দিন দিন যেভাবে এই পেট্রল ও জ্বালানির দাম বাড়ছে তাতে তিনি বাইক নিয়ে বেরিয়ে হয়রানির শিকার হন।

প্রতিদিন পেট্রলের খরচ টানতে পারছেন না ৷ তাই চার মাস ধরে কঠোর পরিশ্রম করে গড়ে ফেলছেন আস্ত এক তিন চাকার গাড়ি। যদিও তিনি এখনও গাড়ির নামকরণ করেননি। তবে এই গাড়ি এক চার্জেই দৌড়বে 35 কিলোমিটার। গাড়িতে একজন ড্রাইভার-সহ বসতে পারবেন একজন সওয়ারি। আর এই গাড়ি এখন দৌড়চ্ছে শহর ও জেলাজুড়ে। গাড়ি দেখতে ভিড় জমাচ্ছে আমজনতাও ৷ কেউ সেলফি তুলছেন কেউ বা একবার হাত দিয়ে গাড়িকে পর্যবেক্ষণ করছেন।

আরও পড়ুন: বাড়িতেই হেলিকপ্টার তৈরি করে তাক লাগালেন পঞ্চম শ্রেণিতে ফেল করা রেজাউল

এই গাড়ির যন্ত্রাংশ বিভিন্ন গাড়িরই বলে দাবি এই মেকানিকের। তিনি বলেন, "গাড়ির হ্যান্ডেল ন্যানো গাড়ির, চাকা রয়েছে স্কুটির। এছাড়াও রয়েছে বিভিন্ন গাড়ির মোটর, চাকা, পার্টস এবং ডিজাইন। আর তারপরই কঠোর পরিশ্রমই তৈরি হয়েছে এই গাড়ি। যা সুবিধে দেবে সাধারণ মানুষকে। চারচাকা হলে এই গাড়ির দাম হতে পারে 1 লক্ষ 20 হাজার টাকা ৷ কিন্তু এই তিন চাকার গাড়ি 80 হাজার টাকায় তৈরি করে ফেলা যাবে।"

তবে এদিন ইটিভি ভারতকে সেরাফত আলি বলেন, "পেট্রল-ডিজেলের দাম যেভাবে তরতরিয়ে বাড়ছে তাতে কিছুতেই আর বাইক নিয়ে বেরোতে পারছিলাম না। তখন মনে মনে ভাবলাম নিজে এক গাড়ি তৈরি করে ফেলব। যেহেতু এইসব তৈরি করার পিছনে একটা নেশা চিরদিনের ছিল তাই কয়েক মাসের দীর্ঘ পরিশ্রম করে তৈরি করে ফেলেছি গাড়িটি। যদিও এর নামকরণ এখনও করতে পারিনি। তবে সাধারণ মানুষ এতে উপকৃত হবেন ৷ আগামিদিনে চারচাকা করার ভাবনা-চিন্তা রয়েছে ৷ এই গাড়িকে দেখতে ভিড় করা জনতার বক্তব্য, এগাড়ি বাজারে এলে অনেকটাই সুবিধা হবে ৷ আরও সুবিধা হবে জ্বালানির এবং খরচ বাঁচবে তেলের।"

আরও পড়ুন: শুষ্ক জমিতে আপেল চাষ করে তাক লাগালেন পুরুলিয়ার এক চাষি

আস্ত এক গাড়ি বানিয়ে তাক লাগালেন বৃদ্ধ কাঠমিস্ত্রি

মেদিনীপুর, 19 মার্চ: বাইকের দিন কি তবে শেষ হতে চলল ? এবার তিন চাকার নয়া ইলেকট্রিক গাড়ি বানিয়ে নজর কাড়লেন পেশায় এক কাঠমিস্ত্রি। একবার চার্জেই গাড়ি দৌড়বে প্রায় 35 কিলোমিটার। তাঁর এই গাড়ি বানাতে খরচ হয়েছে প্রায় 80 হাজার টাকা (64 Year Old Man Made Electric Car in Paschim Medinipur) ৷

পশ্চিম মেদিনীপুরের বছর চৌষট্টির সেরাফত আলি একজন পেশায় কাঠমিস্ত্রি ৷ বাড়িতে স্ত্রী ও ছেলেমেয়েদের নিয়ে ভরা সংসার তাঁর ৷ গাড়িটি তিনি তৈরি করেই ঘুরছেন বাজারে ৷ যার দৃশ্য নজর কাড়ছে এখন জেলায়। জানা গিয়েছে, তিনি বিভিন্ন ধরনের কাঠের পেইন্টিংয়ের কাজ করেন ৷ তবে শখ রয়েছে অনলাইনে বিভিন্ন ধরনের ডিজাইন ও গাড়ির নকশা তৈরি করা। দিন দিন যেভাবে এই পেট্রল ও জ্বালানির দাম বাড়ছে তাতে তিনি বাইক নিয়ে বেরিয়ে হয়রানির শিকার হন।

প্রতিদিন পেট্রলের খরচ টানতে পারছেন না ৷ তাই চার মাস ধরে কঠোর পরিশ্রম করে গড়ে ফেলছেন আস্ত এক তিন চাকার গাড়ি। যদিও তিনি এখনও গাড়ির নামকরণ করেননি। তবে এই গাড়ি এক চার্জেই দৌড়বে 35 কিলোমিটার। গাড়িতে একজন ড্রাইভার-সহ বসতে পারবেন একজন সওয়ারি। আর এই গাড়ি এখন দৌড়চ্ছে শহর ও জেলাজুড়ে। গাড়ি দেখতে ভিড় জমাচ্ছে আমজনতাও ৷ কেউ সেলফি তুলছেন কেউ বা একবার হাত দিয়ে গাড়িকে পর্যবেক্ষণ করছেন।

আরও পড়ুন: বাড়িতেই হেলিকপ্টার তৈরি করে তাক লাগালেন পঞ্চম শ্রেণিতে ফেল করা রেজাউল

এই গাড়ির যন্ত্রাংশ বিভিন্ন গাড়িরই বলে দাবি এই মেকানিকের। তিনি বলেন, "গাড়ির হ্যান্ডেল ন্যানো গাড়ির, চাকা রয়েছে স্কুটির। এছাড়াও রয়েছে বিভিন্ন গাড়ির মোটর, চাকা, পার্টস এবং ডিজাইন। আর তারপরই কঠোর পরিশ্রমই তৈরি হয়েছে এই গাড়ি। যা সুবিধে দেবে সাধারণ মানুষকে। চারচাকা হলে এই গাড়ির দাম হতে পারে 1 লক্ষ 20 হাজার টাকা ৷ কিন্তু এই তিন চাকার গাড়ি 80 হাজার টাকায় তৈরি করে ফেলা যাবে।"

তবে এদিন ইটিভি ভারতকে সেরাফত আলি বলেন, "পেট্রল-ডিজেলের দাম যেভাবে তরতরিয়ে বাড়ছে তাতে কিছুতেই আর বাইক নিয়ে বেরোতে পারছিলাম না। তখন মনে মনে ভাবলাম নিজে এক গাড়ি তৈরি করে ফেলব। যেহেতু এইসব তৈরি করার পিছনে একটা নেশা চিরদিনের ছিল তাই কয়েক মাসের দীর্ঘ পরিশ্রম করে তৈরি করে ফেলেছি গাড়িটি। যদিও এর নামকরণ এখনও করতে পারিনি। তবে সাধারণ মানুষ এতে উপকৃত হবেন ৷ আগামিদিনে চারচাকা করার ভাবনা-চিন্তা রয়েছে ৷ এই গাড়িকে দেখতে ভিড় করা জনতার বক্তব্য, এগাড়ি বাজারে এলে অনেকটাই সুবিধা হবে ৷ আরও সুবিধা হবে জ্বালানির এবং খরচ বাঁচবে তেলের।"

আরও পড়ুন: শুষ্ক জমিতে আপেল চাষ করে তাক লাগালেন পুরুলিয়ার এক চাষি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.