ETV Bharat / state

Road Accident : গড়বেতায় পথ দুর্ঘটনায় মৃত 3, আহত 14 জন - Death in a Road Accident

গড়বেতায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারল পিকআপ ভ্যান ৷ ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে ৷ সেই সঙ্গে 14 জন আহত হয়েছেন ৷ ওভারলোড এবং গাড়ির গতি বেশি থাকার কারণেই এই দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ ৷

3-people-dead-in-a-road-accident-in-garbeta-west-medinipur
গড়বেতায় পথদুর্ঘটনায় মৃত 3, আহত অন্তত 14 জন
author img

By

Published : Aug 22, 2021, 6:41 PM IST

গড়বেতা (পশ্চিম মেদিনীপুর) 22 অগস্ট : নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল পিকআপ ভ্যান ৷ পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বোষ্টম মোড়ের দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে ৷ আরও 14 জন আহত অবস্থায় গড়বেতার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৷ তাঁদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ ওই 5 জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ জানা গিয়েছে, রবিবার দুপুর আড়াইটে নাগাদ 30 জনের মতো একটি দল বাঁকুড়া যাচ্ছিলেন একটি ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে ৷ সেই সময় গড়বেতার বোষ্টম মোড়ের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে ৷

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যানটিতে 30 জন উঠেছিলেন ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওভারলোড থাকায় এবং গাড়ির গতি অনেক বেশি থাকায় চালক নিয়ন্ত্রণে রাখতে পারেননি ৷ ফলে সোজা গিয়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে এবং উল্টে যায় ৷ ঘটনাস্থলেই 1 জনের মৃত্যু হয়েছে ৷ পরে হাসপাতালে আরও 2 জনের মৃত্যু হয় ৷ আহত হয়েছেন অন্তত 14 জন ৷ তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷ গুরুতর জখমদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ বাকি আহতরা চন্দ্রকোণা ও গড়বেতা হাসপাতালে চিকিৎসাধীন ৷ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷

3-people-dead-in-a-road-accident-in-garbeta-west-medinipur
গড়বেতায় পথদুর্ঘটনায় মৃত 3, আহত অন্তত 14 জন

আরও পড়ুন : গঙ্গারামপুরে বাইক দুর্ঘটনায় মৃত 2, আহত 1

গাড়িতে সওয়ার বেশিরভাগ ফুটবল খেলতে যাচ্ছিলেন ৷ বাকিরা তাঁদের সমর্থক হিসেবে বাঁকুড়া যাচ্ছিলেন ৷ এই ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ স্থানীয়রা দুর্ঘটনাস্থলে ভিড় জমালে যানজটের সৃষ্টি হয় ৷ এর পরেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে পুলিশ বাজেয়াপ্ত করেছে ৷ সেই সঙ্গে দুর্ঘটনাস্থলে মৃত যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷

গড়বেতা (পশ্চিম মেদিনীপুর) 22 অগস্ট : নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল পিকআপ ভ্যান ৷ পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বোষ্টম মোড়ের দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে ৷ আরও 14 জন আহত অবস্থায় গড়বেতার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৷ তাঁদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ ওই 5 জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ জানা গিয়েছে, রবিবার দুপুর আড়াইটে নাগাদ 30 জনের মতো একটি দল বাঁকুড়া যাচ্ছিলেন একটি ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে ৷ সেই সময় গড়বেতার বোষ্টম মোড়ের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে ৷

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যানটিতে 30 জন উঠেছিলেন ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওভারলোড থাকায় এবং গাড়ির গতি অনেক বেশি থাকায় চালক নিয়ন্ত্রণে রাখতে পারেননি ৷ ফলে সোজা গিয়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে এবং উল্টে যায় ৷ ঘটনাস্থলেই 1 জনের মৃত্যু হয়েছে ৷ পরে হাসপাতালে আরও 2 জনের মৃত্যু হয় ৷ আহত হয়েছেন অন্তত 14 জন ৷ তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷ গুরুতর জখমদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ বাকি আহতরা চন্দ্রকোণা ও গড়বেতা হাসপাতালে চিকিৎসাধীন ৷ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷

3-people-dead-in-a-road-accident-in-garbeta-west-medinipur
গড়বেতায় পথদুর্ঘটনায় মৃত 3, আহত অন্তত 14 জন

আরও পড়ুন : গঙ্গারামপুরে বাইক দুর্ঘটনায় মৃত 2, আহত 1

গাড়িতে সওয়ার বেশিরভাগ ফুটবল খেলতে যাচ্ছিলেন ৷ বাকিরা তাঁদের সমর্থক হিসেবে বাঁকুড়া যাচ্ছিলেন ৷ এই ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ স্থানীয়রা দুর্ঘটনাস্থলে ভিড় জমালে যানজটের সৃষ্টি হয় ৷ এর পরেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে পুলিশ বাজেয়াপ্ত করেছে ৷ সেই সঙ্গে দুর্ঘটনাস্থলে মৃত যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.