ETV Bharat / state

Durgapur Murder: দুর্গাপুরে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন ! শুরু রাজনৈতিক চাপানউতোর - পশ্চিম বর্ধমানের খবর

দুর্গাপুরে এক যুবককে (Youth Killed) ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের (Durgapur Murder) অভিযোগ উঠল তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে ৷ কাঁকসা বাবনাবেড়া অঞ্চলের এই ঘটনায় দু জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Youth Killed আঊ‘
যুবককে খুন
author img

By

Published : Jan 5, 2023, 2:53 PM IST

Updated : Jan 5, 2023, 6:39 PM IST

দুর্গাপুরে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ

দুর্গাপুর, 5 জানুয়ারি: দুর্গাপুরে এক যুবককে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের (Durgapur Murder) অভিযোগ উঠল ৷ কাঁকসা বাবনাবেড়া অঞ্চলের এই ঘটনায় পুলিশ দু' জনকে গ্রেফতার করলেও অধরা বেশ কয়েকজন ৷ অভিযোগের তির তৃণমূলের দিকে ৷ যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে শাসকদল ৷

গত বছরের এপ্রিল মাসে অভাবের সংসার থেকে বেরিয়ে পড়ে মুম্বই পাড়ি দিয়েছিলেন বছর 23-এর ঝুলন রুইদাস । কালীপুজোর সময় বাড়ি ফিরে এসে কাঁকসার বাবনাবেড়ার বাসিন্দা ঝুলন সেখানেই রাজমিস্ত্রির কাজ শুরু করেন । গত 15 তারিখ রাতে পাশের গ্রামের ছেলেদের সঙ্গে কোনও একটি বিষয়ে তাঁর বচসা হয় ৷ আর ঠিক তার পরের দিন রাতে ঘর থেকে ওই দুষ্কৃতীরা ঝুলনকে ডেকে নিয়ে গিয়ে পাশেই থাকা একটি মাঠে ব্যাপক মারধর করে বলে অভিযোগ ৷ রক্তাক্ত অবস্থায় মাঠেই পড়েছিলেন ঝুলন ৷ পরে স্থানীয়রা পরিবারকে সঙ্গে নিয়ে গিয়ে কাঁকসার রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে দেন ।

মাথার আঘাত গুরুতর থাকাতে তাঁর অস্ত্রোপচার হয় ৷ এরপর তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হলেও ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিন কয়েক আগে ফের তাঁকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ গতকাল সেখানেই মৃত্যু হয় ঝুলনের । তাঁর পরিবারের অভিযোগ, অভিযুক্তরা সবাই তৃণমূল করেন ৷ প্রথমটা এলাকার প্রভাবশালী তৃণমূল নেতারা টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে নিতে বলেছিলেন ৷ কিন্তু এতে রাজি হয়নি তারা ৷ তাদের পরিবার বাম মনোভাবাপন্ন হওয়ার কারণে পুরোনো রাগ থেকে এই খুন হতে পারে বলে সন্দেহ করছে ঝুলনের পরিবারের ।

আরও পড়ুন: উচ্চস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ, তৃণমূলের প্রাক্তন উপপ্রধানকে পিটিয়ে খুনের অভিযোগ

কাঁকসা থানার পুলিশ এই ঘটনায় দু জনকে গ্রেফতার করেছে ৷ বাকি কয়েকজন অভিযুক্ত এখনও অধরা । এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা রয়েছে দুর্গাপুরের কাঁকসার বাবনাবেড়ার রুইদাস পাড়ায় ৷ পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন ঝুলন ।

জেলা সিপিআইএমের সম্পাদক মণ্ডলীর সদস্য জনার্দন চট্টোপাধ্যায়ের অভিযোগ, নৈরাজ্য চলছে বাংলায় ৷ সুর সপ্তমে তুলেছে বিজেপি জেলা নেতৃত্বও ৷ বিরোধী হলেই তৃণমূল খুনের রাজনীতি করছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের । যদিও অভিযোগ অস্বীকার করেছে জেলা তৃণমূল নেতৃত্ব ৷ দলের কাঁকসার ব্লক সভাপতি ভবানীপ্রসাদ ভট্টাচার্যের পালটা দাবি, এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই ৷ অহেতুক রাজনীতি হচ্ছে এটা নিয়ে ৷ পুলিশ পুলিশের মতো করে কাজ করুক ।

দুর্গাপুরে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ

দুর্গাপুর, 5 জানুয়ারি: দুর্গাপুরে এক যুবককে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের (Durgapur Murder) অভিযোগ উঠল ৷ কাঁকসা বাবনাবেড়া অঞ্চলের এই ঘটনায় পুলিশ দু' জনকে গ্রেফতার করলেও অধরা বেশ কয়েকজন ৷ অভিযোগের তির তৃণমূলের দিকে ৷ যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে শাসকদল ৷

গত বছরের এপ্রিল মাসে অভাবের সংসার থেকে বেরিয়ে পড়ে মুম্বই পাড়ি দিয়েছিলেন বছর 23-এর ঝুলন রুইদাস । কালীপুজোর সময় বাড়ি ফিরে এসে কাঁকসার বাবনাবেড়ার বাসিন্দা ঝুলন সেখানেই রাজমিস্ত্রির কাজ শুরু করেন । গত 15 তারিখ রাতে পাশের গ্রামের ছেলেদের সঙ্গে কোনও একটি বিষয়ে তাঁর বচসা হয় ৷ আর ঠিক তার পরের দিন রাতে ঘর থেকে ওই দুষ্কৃতীরা ঝুলনকে ডেকে নিয়ে গিয়ে পাশেই থাকা একটি মাঠে ব্যাপক মারধর করে বলে অভিযোগ ৷ রক্তাক্ত অবস্থায় মাঠেই পড়েছিলেন ঝুলন ৷ পরে স্থানীয়রা পরিবারকে সঙ্গে নিয়ে গিয়ে কাঁকসার রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে দেন ।

মাথার আঘাত গুরুতর থাকাতে তাঁর অস্ত্রোপচার হয় ৷ এরপর তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হলেও ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিন কয়েক আগে ফের তাঁকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ গতকাল সেখানেই মৃত্যু হয় ঝুলনের । তাঁর পরিবারের অভিযোগ, অভিযুক্তরা সবাই তৃণমূল করেন ৷ প্রথমটা এলাকার প্রভাবশালী তৃণমূল নেতারা টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে নিতে বলেছিলেন ৷ কিন্তু এতে রাজি হয়নি তারা ৷ তাদের পরিবার বাম মনোভাবাপন্ন হওয়ার কারণে পুরোনো রাগ থেকে এই খুন হতে পারে বলে সন্দেহ করছে ঝুলনের পরিবারের ।

আরও পড়ুন: উচ্চস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ, তৃণমূলের প্রাক্তন উপপ্রধানকে পিটিয়ে খুনের অভিযোগ

কাঁকসা থানার পুলিশ এই ঘটনায় দু জনকে গ্রেফতার করেছে ৷ বাকি কয়েকজন অভিযুক্ত এখনও অধরা । এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা রয়েছে দুর্গাপুরের কাঁকসার বাবনাবেড়ার রুইদাস পাড়ায় ৷ পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন ঝুলন ।

জেলা সিপিআইএমের সম্পাদক মণ্ডলীর সদস্য জনার্দন চট্টোপাধ্যায়ের অভিযোগ, নৈরাজ্য চলছে বাংলায় ৷ সুর সপ্তমে তুলেছে বিজেপি জেলা নেতৃত্বও ৷ বিরোধী হলেই তৃণমূল খুনের রাজনীতি করছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের । যদিও অভিযোগ অস্বীকার করেছে জেলা তৃণমূল নেতৃত্ব ৷ দলের কাঁকসার ব্লক সভাপতি ভবানীপ্রসাদ ভট্টাচার্যের পালটা দাবি, এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই ৷ অহেতুক রাজনীতি হচ্ছে এটা নিয়ে ৷ পুলিশ পুলিশের মতো করে কাজ করুক ।

Last Updated : Jan 5, 2023, 6:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.