দুর্গাপুর, 16 জানুয়ারি: বিস্কুট দিয়ে রাম মন্দির তৈরি করে তাক লাগালেন দুর্গাপুরের যুবক ছোটন ঘোষ ৷ প্রায় 20 কেজি বিস্কুট দিয়ে অযোধ্যার রাম মন্দিরের রেপ্লিকা বানিয়েছেন তিনি ৷ দুর্গাপুরের দুবচুড়িয়া গ্রামের বাসিন্দা ছোটন এক সপ্তাহ ধরে এই কাজ করেছেন ৷
তবে শুধু রাম মন্দির নয়, এর আগে 10 সিটের সৌরশক্তি দ্বারা পরিচালিত ব্যাটারিচালিত বাইক তৈরি করেছেন তিনি ৷ সম্প্রতি চন্দ্রযান ও সৌরযান তৈরি করেছিলেন । আর এবার একেবারে 20 কেজি বিস্কুট দিয়ে নিজের হাতে অযোধ্যার রাম মন্দিরের রেপ্লিকা তৈরি করলেন ৷ ছোটনের বিস্কুটের তৈরি এই মন্দির অবশ্য ইসকন কর্তৃপক্ষ তাদের কাছে রাখবে ৷
ছেলেবেলা থেকেই কিছু একটা করার নেশা পেয়ে বসেছিল ছোটনকে ৷ ঝুলনের মন্দির নিজের হাতে সেই সময় তৈরি করতেন তিনি ৷ এছাড়াও ফুলের কাজও ভালোই করত ৷ তবে আর্থিক অনটনের সংসারে শেষ পর্যন্ত সেই কিছু করার নেশাটা আজ পেশায় পরিণত হয়েছে ৷ অনুষ্ঠান বাড়িতে ফুল সাজিয়ে এখন পেট চলে ছোটনের ৷ সংসারের যাবতীয় খরচ আজ নিজেই কাঁধেই নিয়েছে ৷ বড় ভাই আর্থিকভাবে একটু দুর্বল ৷ তাই মায়ের ওষুধের খরচা থেকে শুরু করে যাবতীয় খরচ নিজেই করেন ছোটন ৷
একটু আলাদা কিছু করার ইচ্ছে থেকেই বিস্কুট দিয়ে রাম মন্দির তৈরি করা ৷ ছোটন জানান, প্রথমে 6 জনের বসার মতো সোলার ব্যাটারি দিয়ে চালিত বাইক তৈরি করেছিলেন ৷ তারপর পুরনো গাড়ির ফেলে দেওয়া যন্ত্রাংশ দিয়ে একেবারে 10 সিটের সোলার প্যানেল দিয়ে ব্যাটারি বাইক তৈরি করেছেন ৷ এছাড়াও চন্দ্রযান ও সৌরযান শেষে বিস্কুট দিয়ে নিজের হাতে তৈরি করেছেন অযোধ্যার রাম মন্দির ৷
ছেলের এই সৃষ্টি নজর কেড়েছে সকলের ৷ এতে স্বাভাবিকভাবেই খুশি ছোটনের মা ৷ তিনি চান ছেলের এই প্রতিভা বিশ্বের দরবারে সমাদৃত হোক ।
আরও পড়ুন :