দুর্গাপুর, 20 নভেম্বর: রবিবার সাতসকালে দুর্গাপুর ইস্পাত কারখানায় বড়সড় দুর্ঘটনা (Durgapur Steel Plant)৷ প্রাণ গেল এক কর্মীর ৷ আহত হয়েছেন তিনজন ।
রবিবার সকাল পৌনে এগারোটা নাগাদ 2নং ব্লাস্ট ফার্নেস বিভাগে ঠিকা কর্মীরা যখন কাজ করছিলেন, তখন ল্যাডেল উলটে গলিত লোহা তাঁদের গায়ে ছলকে পড়ে । প্রত্যেকেই গুরুতর ভাবে অগ্নিদগ্ধ হন (Accident in Durgapur Steel Plant)৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় এক কর্মীর । মৃতের নাম পল্টু বাউড়ি বলে জানা গিয়েছে ৷ আহত ঠিকা কর্মীরা হলেন প্রশান্ত ঘোষ, প্রশান্ত বন্দ্যোপাধ্যায় ও গোপী মান্না ৷ তড়িঘড়ি আহতদের ডিএসপি হাসপাতালে নিয়ে আসা হয় । তাঁদের অবস্থা আশংকাজনক থাকায় স্থানান্তরিত করা হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ৷
জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া প্রত্যেকেই ঠিকা কর্মী ৷ তাঁরা পার্মানেন্ট ওয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগে মডার্ন টেকনোলজি নামে একটি কোম্পানির অধীনে কাজ করছিলেন ৷
আরও পড়ুন: রাষ্ট্রায়ত্ত ডিএসপি কারখানার বেসরকারিকরণের বিরুদ্ধে সরব আরএসএসের শ্রমিক সংগঠন
এই ঘটনায় ফের দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের (Durgapur Steel Plant Accident) গাফিলতির অভিযোগ তুলেছেন কর্মীরা ৷ দুর্ঘটনার জেরে সবকটি শ্রমিক সংগঠন শ্রমিক নিরাপত্তার দাবি জানিয়েছে ৷