ETV Bharat / state

ঊষর মুক্তি প্রকল্প : পশ্চিম বর্ধমানের ব্লকে ব্লকে উদ্যোগ প্রশাসনের

পশ্চিম বর্ধমান জেলা ঊষর । তাই ঊষর মু্ক্তি প্রকল্প নেওয়া হয়েছে । ইতিমধ্যেই বিভিন্ন ব্লকে এই প্রকল্পে ভালো ফল পাওয়া গেছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ।

author img

By

Published : Jun 20, 2020, 3:40 AM IST

asansol
asansol

আসানসোল, 19 জুন : দিন দিন নেমে যাচ্ছে খনি অঞ্চলের জলস্তর । তাই পশ্চিম বর্ধমানের বিভিন্ন ব্লকের ঊষর মুক্তির জন্য প্রশাসনিকস্তরে উদ্যোগ নেওয়া হল । এই নিয়ে আজ আসানসোলের কথা ভবনে প্রশাসনিক বৈঠক হয় ।

গাছ কেটে নেওয়ার ফলে বিস্তীর্ণ এলাকা ফাঁকা হয়ে গেছে । অন্যদিকে খনি এলাকায় কয়লা উত্তোলনের ফলে মাটির তলা ফাঁকা । সেই কারণে জল ধারণের ক্ষমতা নেই মাটির । মাটির উপর দিয়ে বৃষ্টির জল বয়ে যাওয়ায় সেই জল মাটির ভিতরে প্রবেশ করে না । সেই কারণে খরার সৃষ্টি হয় । চাষাবাদেরও ক্ষতি হয় । যেইটুকু এক ফসলি জমি আছে জেলায়, তা জলের অভাবের কারণে চাষের উপযোগী নয় । এইবার মাটির তলায় জল দিয়ে ঊষর মুক্তি করার পরিকল্পনা করছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন । জেলার আটটি ব্লকের মধ্যে শুধু রানিগঞ্জ এবং সালানপুর ছাড়া বাকি ছয়টি ব্লকে এই প্রকল্প তৈরির জন্য সরকারি স্তরে কর্মশালা অনুষ্ঠিত হল আজ ।

জেলা হেডকোয়ার্টারের জয়েন্ট BDO দেবজ্যোতি বড়াল জানান, যেহেতু এই জেলা ঊষর । তাই ঊষর মু্ক্তি প্রকল্প নেওয়া হয়েছে । ইতিমধ্যেই বিভিন্ন ব্লকে এই প্রকল্পে ভালো ফল পাওয়া গেছে । জলস্তর অনেকটাই বেড়েছে ।

যদিও সালানপুর ব্লক ঊষর ভূমি এলাকা বলেই পরিচিত । এই প্রকল্পে সালানপুর কেন বাদ গেল, তা অবশ্য খোলসা করে জানাননি প্রশাসনিক আধিকারিকরা ।

আসানসোল, 19 জুন : দিন দিন নেমে যাচ্ছে খনি অঞ্চলের জলস্তর । তাই পশ্চিম বর্ধমানের বিভিন্ন ব্লকের ঊষর মুক্তির জন্য প্রশাসনিকস্তরে উদ্যোগ নেওয়া হল । এই নিয়ে আজ আসানসোলের কথা ভবনে প্রশাসনিক বৈঠক হয় ।

গাছ কেটে নেওয়ার ফলে বিস্তীর্ণ এলাকা ফাঁকা হয়ে গেছে । অন্যদিকে খনি এলাকায় কয়লা উত্তোলনের ফলে মাটির তলা ফাঁকা । সেই কারণে জল ধারণের ক্ষমতা নেই মাটির । মাটির উপর দিয়ে বৃষ্টির জল বয়ে যাওয়ায় সেই জল মাটির ভিতরে প্রবেশ করে না । সেই কারণে খরার সৃষ্টি হয় । চাষাবাদেরও ক্ষতি হয় । যেইটুকু এক ফসলি জমি আছে জেলায়, তা জলের অভাবের কারণে চাষের উপযোগী নয় । এইবার মাটির তলায় জল দিয়ে ঊষর মুক্তি করার পরিকল্পনা করছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন । জেলার আটটি ব্লকের মধ্যে শুধু রানিগঞ্জ এবং সালানপুর ছাড়া বাকি ছয়টি ব্লকে এই প্রকল্প তৈরির জন্য সরকারি স্তরে কর্মশালা অনুষ্ঠিত হল আজ ।

জেলা হেডকোয়ার্টারের জয়েন্ট BDO দেবজ্যোতি বড়াল জানান, যেহেতু এই জেলা ঊষর । তাই ঊষর মু্ক্তি প্রকল্প নেওয়া হয়েছে । ইতিমধ্যেই বিভিন্ন ব্লকে এই প্রকল্পে ভালো ফল পাওয়া গেছে । জলস্তর অনেকটাই বেড়েছে ।

যদিও সালানপুর ব্লক ঊষর ভূমি এলাকা বলেই পরিচিত । এই প্রকল্পে সালানপুর কেন বাদ গেল, তা অবশ্য খোলসা করে জানাননি প্রশাসনিক আধিকারিকরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.